ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

দেশীয় অস্ত্রসহ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হান্নান মণ্ডলের গাড়ি আটকের অভিযোগ


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২-১১-২০২১ দুপুর ১১:২২

কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান মণ্ডলের পেটোয়া বাহিনী নৌকার প্রার্থীর কর্মীদের ওপর হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় একটি নোহা গাড়ি আটক করা হয়েছে বলে জানা যায়।

সূত্রে জানা যায়, ৩নং ওয়ার্ডের নতুনপাড়া এলাকায় দুই মেম্বর প্রার্থীর গোলযোগ সৃষ্টি হয়। ওই সময় হান্নান মণ্ডলের পেটোয়া বাহিনী নোহা গাড়ি নিয়ে সেখানে যায় ‍এবং নির্বাচনী আচরণবিধী লংঘন করে দেশীয় অস্ত্রের মহড়া দেয়। গোপন সূত্রের মাধ্যমে পুলিশ বিষয়টি নিশ্চিত হয়ে ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি আটক করে। গাড়ির মধ্যে থাকা দেশীয় অস্ত্র রামদা, হকিস্টিক, বাঁশের লঠিসহ গাড়িচালককে আটক করে। এ বিষয়ে গাড়িচালকের সাথে কথা বললে‌ এটি হান্নান মণ্ডলে গাড়ি বলে নিশ্চিত করেন তিনি। বর্তমানে গাড়িটি মিরপুর থানা হেফাজতে রয়েছে বলে জানা যায়।

সূত্রে আরো জানা যায়, নির্বাচনে হান্নান মণ্ডল জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার উগ্রবাদিতায় মেতে উঠেছেন। ফলে তিনি এসব করছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে বাইরে থেকে সন্ত্রাসীদের ভাড়া করে এনে এসকল কর্মকাণ্ড চালাচ্ছেন বলে এলাকাবাসী অভিযোগ তুলেছেন হান্নান মণ্ডলের বিরুদ্ধে। বিগত বছরগুলোতে এলাকার মানুষদের সাথে খারাপ আচরণ করা থেকে শুরু করে নিজের সুবিদার্থে পক্ষ-পক্ষান্তর করে বিচার-সালিশ করায় এখন এলাকাবাসী তার থেকে অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছেন বলে জানা যায়।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও মিরপুর থানার ওসিসহ সকল প্রার্থীকে নিয়ে বারবার বৈঠক করছেন। এলাকার শান্তি ও নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে ক্যাম্প পুলিশ সব সময় তৎপর রয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জের সাথে কথা হলে তিনি বলেন, গাড়িটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তালবাড়িয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হান্নান মণ্ডলের সাথে কথা হলে তিনি বলেন, গাড়িটি আমার নয়। হয়তো আমার কোনো কর্মী নিয়ে যেতে পারে।

এ বিষয়ে নৌকার প্রার্থীর সাথে কথা হলে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হান্নান মণ্ডলের পেটোয়া বাহিনী নৌকার কর্মীদের ওপর অতর্কিত হামলা করে। নোহা গাড়ি নিয়ে এসেছিল, গাড়ির মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। মিরপুর থানা পুলিশ গাড়িটি আটক করেছে।

এমএসএম / জামান

তেলের ট্রাকে বিস্ফোরণ : পুড়ল ৪শ ব্যারেল তেল, ৮ দোকান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন প্রফেসর আবুল কাসেম ফজলুল হক

গোদাগাড়ীতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

জয়পুরহাটে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

গাজীপুরে কারখানায় আগুনে নিহত ১

রৌমারীতে আটক ৯টির মধ্যে ১টি জমা না দেওয়ার অভিযোগ বিজিবি’র বিরুদ্ধে

পটুয়াখালীর ধানক্ষেত থেকে ১টি শঙ্খিনী সাপ উদ্ধার

কামারখন্দে কোনাবাড়ি ইসহাক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আলোচনা সভায়

মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে পুলিশ সদস্যকে গুলি

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে নৌকায় ডাকাতি

পটুয়াখালীতে পৌর মাছ বাজারের ঘাট পুনরুদ্ধার, খুশি ব্যবসায়ীরা

নওয়াপাড়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকিং সেমিনার অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে ৬ দুর্ঘটনাঃ নিহত ১