ঢাকা বৃহষ্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

ফাগুনে


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ২-১১-২০২১ দুপুর ১২:৫
ফাগুনে
নাজিরা পারভীন 
 
শিমুল পলাশ কৃষ্ণচূড়ায় 
আম বাগানে মুকুল হাসে 
ফুল ফোটানো বসন্তসুখ 
উছলে ওঠে ফাগুন মাসে। 
 
মরাপাতা পড়ছে ঝরে 
স্বপ্নভাজা জোছনা রাতে
ভোরের হাওয়ায় ব্যাকুল হিয়া 
তাজা ফুলের গন্ধে মাতে।
 
ফুটছে কলি ভালবাসার 
কোমল পরশ কাঁপন তোলে
মরা গাছে কচি পাতা 
সুখ পিয়াসী হাওয়ায় দোলে। 
 
প্রেমিক চোখে ফাগুন হাসে 
রাঙা পলাশ শিমুল ফুলে
কৃষ্ণচূড়ায় রক্ত ফাগুন 
ছোঁয়ায় পরশ হৃদয়মূলে।
 
ফুল ফুটেছে মন মেতেছে 
ঘুম ভেঙেছে গভীর রাতে
স্বপ্নরাঙা ফুলের কলি 
তুলে দিবো তারই হাতে।
 
ভালবাসা হোক টেকসই  
হৃদয় জাগুক  ফাগুনে
প্রেম থাকুক, দুঃখের বাগান 
যাক পুড়ে যাক আগুনে।

এমএসএম / এমএসএম