ঢাকা বৃহষ্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

দাও ফিরিয়ে 


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ৩-১১-২০২১ দুপুর ১১:৩০
দাও ফিরিয়ে 
দেলোয়ার হোসেন রংপুরী
 
কই দেখা যায় তালগাছ ?
কোথায় আমার সবুজ গাঁ?
দালানকোটায় পাই না খুঁজে 
কানাবগির মিষ্টি ছা।
 
হারিয়ে গেছে গাছগাছালি 
কানা বগির বাসা নাই 
মিল চাতালের চিমনি ফুঁড়ে  
উড়ছে এখন ধোঁয়া ছাই ।
 
পান্তা এখন চায় না কেউই 
পুঁটি মাছ পাচ্ছে না
পুকুর ডোবায় উঠছে দালান 
মাছের আবাস থাকছে না।
 
দোয়েল শীষে ঘুম ভাঙ্গে না
এটা কী যে কষ্টকর !
ঘুম কেড়ে নেয় রাত-বিরেতে
গাড়ির চাকার দানব স্বর।
 
গাঁয়ের জমিন দাও ফিরিয়ে 
লাগাই আবার তালের গাছ 
কানাবগি বাঁধুক বাসা
খুঁজুক দেশী পুঁটি মাছ।
 
সবুজ গাছে উঠুক ভরে
নষ্ট বায়ু শুদ্ধ হোক
বাঁচুক পাখী, কানাবগি,
সাথে বাঁচুক দেশের লোক।

এমএসএম / এমএসএম