ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

কারখানায় ছিল না তেমন কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা

গাজীপুরে পুড়ে গেছে দুটি কেমিক্যাল প্লান্ট


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ৪-১১-২০২১ দুপুর ৪:২৩

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে কারখানার দুটি প্লান্ট। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ এএসএম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার স্ট্যাবল ব্লিচিং পাউডার প্লান্টে আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায় সিপিডাব্লিউ প্লান্টে। পরে খবর পেয়ে প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা দুর্বল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যাগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা অফিসের উপ-পরিচালক দিনমণি জানান, আজিজ গ্রুপের ওই কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তিনি আরো বলেন, বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এএসএম কেমিক্যাল কারখানার স্ট্যাবল ব্লিচিং পাউডার প্লান্টে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের চারটি এবং জয়দেবপুর ফায়ার স্টেশনসহ আরো বিভিন্ন জায়গা থেকে আসা ১৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী, কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক ও নিরাপত্তা প্রহরীরা জানান, সন্ধ্যায় কারখানার এসবিপি প্লান্ট (ব্লিচিং পাউডার প্লান্ট) থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন পাশের শেডগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের লেলিহান শিখায় আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) আশিকুর রহমান বলেন, কারখানায় বুধবার দুপুর ২টা থেকে রাত ১০টার পালায় কাজ চলছিল। এ সময় ৫৫ থেকে ৫৬ জন শ্রমিক বিভিন্ন প্লান্টে কাজ করছিলেন। আগুন লাগার পর তারা দ্রুত নিরাপদে সরে আসেন। সকালে ডাটাবেজ চেক করে নিশ্চিত হয়েছেন কোনো শ্রমিক নিখোঁজ নেই। প্রায় ৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে তার দাবি।

রসায়নবিদ সাঈদ চৌধুরী জানান, সোডিয়াম হাইড্রো অক্সাইড তৈরি করে। আর এর উপজাত হিসেবে তৈরি হয় ব্লিচিং পাউডার। দুটিই দাহ্য পদার্থ। এগুলো রাসায়নিক তৈরি করলে অটোমেটিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকার কথা। তবে মনে হয় এএসএম কেমিক্যাল কারখানায় নেই। থাকলে আগুন প্রথমেই নিয়ন্ত্রণে আনা যেত।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি। তবে কোনো ব্যক্তি যদি অভিযোগ দেন তাহলে আমরা খোঁজ নিয়ে দেখব।

উল্লেখ, এর আগে চলতি বছরের গত ১১ ফেব্রুয়ারি আগুন লেগে ৪ শ্রমিকের মৃত্যু হয়।

এমএসএম / জামান

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি

মেহেরপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের মৃত ভাতা প্রদান

ভূরুঙ্গামারীতে নদীর বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে

নরসিংদীতে সম্মানজনক বেতন ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

দোহার-নবাবগঞ্জে পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত