শ্রীনগরে সরব স্বতন্ত্র প্রার্থী, নৌকার ভরাডুবির শঙ্কা

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১১টির মধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থীর বিপক্ষে নির্বাচনী মাঠে সরব রয়েছেন স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীরা। এতে এসব ইউনিয়নে ভোট প্রতিযোগিতায় নৌকার ভরাডুবির আশঙ্কা করা হচ্ছে। এমনটাই মনে করছেন স্থানীয় আওয়ামী লীগের প্রবীণ ও ত্যাগী নেতাকর্মীরা।
প্রতীক পাওয়ার পর থেকেই স্বতন্ত্র প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এতে কোনো কোনো ইউনিয়নে স্বতন্ত্র পার্থীর প্রচারণায় নৌকার সমর্থকদের বাধা প্রদান ও হামলার অভিযোগও পাওয়া যাচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২৯ অক্টোবর দুপুরে তন্তরের ব্রাহ্মণখোলায় নির্বাচনী সহিংসতায় আনারসের প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবরের ওপর হামলার ঘটনা ঘটে। নৌকার প্রার্থী জাকির হোসেনের নেতৃত্বে হামলার অভিযোগ ওঠে। ওই হামলায় আলী আকবরসহ তার ১৪ সমর্থক আহত হন। রাতে হামলার ঘটনা ঘটে রাঢ়িখালের বউবাজারে স্বতন্ত্র প্রার্থী হারুন উর রশিদের নির্বাচনী ক্যাম্পে। রাঢ়িখালের নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান বারেক খান বারীর সমর্থকদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় আনারসের প্রায় ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটে।
একই রাতে পাটাভোগে স্বতন্ত্র প্রার্থী হাছেন শেখের প্রচারণায় বাধা ও আনারসের ক্যাম্প বন্ধের অভিযোগ ওঠে নৌকার প্রার্থী মুন খানের সমর্থকদের বিরুদ্ধে। গত কয়েক দিনে ঘোলঘরে স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন সেন্টুর দুই সমর্থকের ওপর অজ্ঞাত হামলার অভিযোগ শুনতে পাওয়া যায়।
গত সোমবার বাঘড়ায় টেলিফোন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু আল নাসের তানজিলের এক সমর্থককে হুমকি-ধমকি দেয়ার অভিযোগ ওঠে নৌকার প্রার্থী নুরুল ইসলাম ও তার ভাইদের বিরুদ্ধে। এছাড়াও বৃহস্পতিবার বিকেলে টেলিফোন সমর্থকদের ওপর হামলার খবর শুনতে পাওয়া গেছে। এ ঘটনায় নারীসহ ৩ জন আহত হন।
এছাড়াও অন্যান্য ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান ও হুমকি-ধমকির একাধিক অভিযোগ তুলছেন। কোনো কোনো ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়।
সূত্রমতে জানা যায়, হাঁসাড়ায় মোট চেয়ারম্যান প্রার্থী ৪ জন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবীবের নৌকা প্রতীকের বিপক্ষে আনারস মার্কা নিয়ে নির্বাচনী মাঠে শক্ত অবস্থানে আছেন আওয়ামী লীগ নেতা মো. সোলায়মান খান। গতবার তিনি স্বতন্ত্র থেকে নৌকা মার্কাকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।
ষোলঘরে মোট প্রার্থী ৫ জন। আওয়ামী লীগের মনোনীত বর্তমান চেয়ারম্যান আলহাজ মো. আজিজুল ইসলামের নৌকার বিপক্ষে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ নেতা মো. মোয়াজ্জেম হোসেন সেন্টু। গেলবার ষোলঘরে নৌকা নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন আজিজুল ইসলাম। এবারের চিত্রটা একটু ভিন্ন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা ও গেল উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. জাকির হোসেনের ছোট ভাই মোয়াজ্জেম হোসেন সেন্টু নির্বাচনী মাঠে থাকায় এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে।
শ্যামসিদ্ধি ইউপিতে মোট প্রার্থী ৪ জন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুনের বিপক্ষে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএস নাজির। এছাড়াও গতবারের বিএনপির মনোনীন একমাত্র নির্বাচিত বর্তমান ইউপি চেয়ারম্যান মো. রতন মিয়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল মার্কা নিয়ে নির্বাচনী মাঠে আছেন সুবিধাজনক অবস্থানে।
বাঘড়া ইউপিতে মোট প্রার্থী ৫ জন। এরমধ্যে আওয়ামী লীগের মনোনীত দুবারের নির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলামের নৌকা প্রতীকের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাঘড়ার জনপ্রিয় চেয়ারম্যান মরহুম আইয়ুব আলীর ভাতিজা আবু আল নাসের তানজিল। টেলিফোন প্রতীকে তরুণ প্রার্থী তানজিল ভোটযুদ্ধে আছেন শক্ত অবস্থানে।
ভাগ্যকুলে মোট প্রার্থী ৫ জন। আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাতের বিপরীতে টেবিলফ্যান প্রতীক নিয়ে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন চাচাশ্বশুর আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম একুল খান। ভাগ্যকুলে জামাই-শ্বশুরের ভোটযুদ্ধ জমে উঠেছে।
রাঢ়িখাল ইউনিয়েনে মোট প্রার্থী ৩ জন। গতবারের আওয়ামী লীগ মনোনীত বিজয়ী চেয়ারম্যান আব্দুল বারেক খান বারীর প্রতিপক্ষ সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হারুন উর রশিদ আনারস মার্কা নিয়ে আছেন শক্ত অবস্থানে।
কোলাপাড়ায় মোট প্রার্থী ৪ জন। গেল নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী চেয়ারম্যান হাজী নেছারউল্লাহ সুজনের নৌকা প্রতীকের বিপক্ষে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী ভোটের মাঠে শক্ত অবস্থানে আছেন। আনারস নিয়ে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বাবু ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জনেট ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। ধারণা করা হচ্ছে, এখানে ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা হবে দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে।
কুকুটিয়ায় মোট প্রার্থী ৪ জন। ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন মিন্টুর নৌকা প্রতীকের বিপক্ষে শক্ত অবস্থানে আছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন বাবু। গতবারও আনারস প্রতীক নিয়ে নৌকার প্রার্থী শেখ আব্দুল কাদির লিটনকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এখানে আওয়ামী লীগ নেতাদের একাধিক গ্রুপিং ও কোন্দলের কারণে নৌকার কর্মী ও সমর্থকরা নির্বাচনী মাঠে হতাশায় ভুগছেন। আনারস প্রতীক নিয়ে বাবুল হোসেন বাবু ভোটের রাজনীতিতে সুবিধাজনক অবস্থানে আছেন।
পাটাভোগে মোট চেয়ারম্যান প্রার্থী ৪ জন। নৌকার প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুনের বিপক্ষে শক্ত অবস্থানে আনারস প্রতীকে মুন্সীগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি হাছেন শেখ (খোকন)। ধারণা করা হচ্ছে, এখানে এই দুই প্রার্থীর মধ্যে তুমুল লড়াই হবে।
আটপাড়ায় মোট প্রার্থী ৫ জন। এখানে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম মাসুদের নৌকা প্রতীকের বিপক্ষে গতবারের চশমা নিয়ে এবারও শক্ত অবস্থানে আছেন আওয়ামী লীগ নেতা (দর্জিবাড়ি ফ্যাশনের কর্ণধার) ফজলুর রহমান ও আনারস প্রতীক নিয়ে বিকল্পধারার নেতা বর্তমান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী খান। গেলবার ইউনিয়নটিতে সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাহ হোসেনের নৌকা প্রতীক ও ফজলুর রহমানের চশমা প্রতীককে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন আইয়ুব আলী খান। আসন্ন ইউপি নির্বাচনে ভোট প্রতিযোগিতায় চশমা ও আনারস প্রতীকের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।
তন্তরে মোট প্রার্থী ৬ জন। গতবারের নৌকার বিজয়ী চেয়ারম্যান মো. জাকির হোসেনের নৌকার বিপক্ষে এবারও আনারস প্রতীক নিয়ে শক্ত অবস্থানে আছেন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আলী আকবর। এছাড়াও এখানে প্রতিদ্বন্দ্বিতায় আছেন স্বতন্ত্র প্রার্থী অটোরিকসা প্রতীকের নুরুজ্জামান বেপারী। এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট লড়াইয়ের ধারণা করা হচ্ছে।
অপরদিকে বীরতারা, বাড়ৈখালী ও শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী না থাকলেও ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থীরা সরব আছেন। এরমধ্যে বীরতারায় নৌকার প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আজিম হোসেন খানের বিপক্ষে শক্ত অবস্থানে আছেন আনারস প্রতীক নিয়ে বিকল্পধারার নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গাজী শহিদুল ইসলাম ঝিলু। বীরতারায় মোট প্রার্থী ৪ জন। শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদে মোট প্রার্থী ৩ জন। এখানে নৌকার প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানের বিপক্ষে আনারস প্রতীক নিয়ে ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় শক্ত অবস্থানে আছেন উপজেলা বিএনপির সাবেক নেতা তাজুল ইসলাম। এছাড়াও বাড়ৈখালীতে ফারুক হোসেনের নৌকার বিপক্ষে নির্বাচনী মাঠে ঘোড়া প্রতীক নিয়ে আছেন কাঞ্চন বাবু। বাড়ৈখালীতে মোট প্রার্থী ৩ জন।
শ্রীনগরের প্রায় ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীর বিপরীতে নির্বাচনে প্রচারণা করছেন দলীয় প্রতীক হাতপাখা মার্কার ইসলামী আন্দোলনের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরাও। এবারের ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত কোনো প্রার্থী না থাকায় এখানে বিএনপির নেতাকর্মীরা সুযোগ বুঝে স্বতন্ত্র প্রর্থীদের পক্ষে প্রচারণা করতে দেখা গেছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের প্রবীণ ও ত্যাগী নেতাকর্মী সাথে আসন্ন ইউপি নির্বাচনী আলাপ আলোচনায় এসব তথ্য উঠে আসে। তারা জানান, প্রতিটি ইউনিয়নে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তৃণমূলে কোন্দল-গ্রুপিং, দলীয় প্রার্থী চূড়ান্তের বিষয়ে অসচেতনতার কারণেই ভোটযুদ্ধে শ্রীনগরের ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি হতে পারে। ধারণা করা হচ্ছে, ভোটযুদ্ধে উপজেলার ১০ থেকে ১২টি ইউনিয়নে নৌকার পরাজয় হতে পারে।
শ্রীনগর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ভোটার প্রায় ২ লাখ ৫১ হাজার ৭৪৪ জন। এরমধ্যে নারী ভোটার প্রায় ১ লাখ ৩১ হাজার ৩৪৩ এবং পুরুষ ভোটার প্রায় ১ লাখ ২০ হাজার ৪০১ জন। আগামী ১১ নভেম্বর বৃহস্পতিবার উপজেলার প্রায় ১২৬টি ভোটকেন্দ্রে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের জনপ্রতিনিধিদের নির্বাচিত করবেন। এমনটাই জানান সাধারণ ভোটাররা।
এমএসএম / জামান

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

নড়াইলে আনসার-ভিডিপি’র ২৮দিনব্যাপী অ্যাডভান্সড কোর্সের সমাপনী

নওগাঁর মহাদেবপুরে ওয়াক্ফ এস্টেটের অর্থ প্রভাবশালীদের পকেটে

বরিশালের বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়ন বিএনপি'র পথসভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়িতে পরিবারের সাথে অভিমানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কুতুবদিয়ায় আল্লামা দেলোয়ার হোছাইন সাঈদী (রহঃ) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

অখণ্ড বিজয়নগর রক্ষার দাবীতে বিক্ষোভ সমাবেশ

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লার নাঙ্গলকোটে সাংবাদিককে হুমকি

ভূরুঙ্গামারীতে বসতভিটা দখলের প্রতিবাদে মানববন্ধন

রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ: বাগান থেকে মটর সাইকেল উদ্ধার

সাংবাদিক জগতের নক্ষত্র ছিলেন প্রয়াত সাংবাদিক সাঈদুর রহমান রিমনঃ সিআরএ

কাপ্তাইয়ে ১৪ হাজার ৭শত ৪২ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে
