ধর্মঘটে গাজীপুরে যান চলাচল বন্ধ, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা
সারাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ট্রাক-কাভার্ডভ্যানের ধর্মঘট ডাকা হয়েছে। এতে পূর্বঘোষিত সিদ্ধান্তে সকাল হতে মহাসড়কে কোনো ধরনের দূরপাল্লার ও আঞ্চলিক যানবাহন চলছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
শুক্রবার (৫ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কোনো যানবাহন চলছে না। এতে সাধারণ মানুষসহ চাকরির পরীক্ষা দিতে বের হওয়া মানুষের ভোগান্তিতে ক্ষোভ দেখা দিয়েছে।
গাজীপুরের বিভিন্ন মহাসড়কে দেখা যায়, ধর্মঘট শুরু হওয়ায় কোনো বাস চলছে না। এতে শত শত সাধারণ মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছেন। এ সময় দূরপাল্লার কিছু বাস চলাচাল করলেও যাত্রীদের কাছ থেকে প্রায় তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে সিএনজি ও মোটরসাইকেলে করেও অনেকেই গন্তব্যে যাচ্ছেন।
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় দেখা গেছে, এই ধর্মঘট থেকে রেহাই পাননি ব্যাটারিচালিত অটোরিকসাচালকরা। স্থানীয় অটোরিকসাচালক আব্দুর রহিম জানান, আমাদের তো তেল লাগে না। তেলের দাম বাড়ানো-কমানোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তারপরও আমাদের রোডে চলতে গেলে পরিবহন শ্রমিকরা হামলা করছেন। এতে ভোড়ান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
রেহাই পাননি বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষার্থীরাও। রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির পরীক্ষায় অংশ নিতে কয়েকজন পরীক্ষার্থী ময়মনসিংহ থেকে বাসে করে ঢাকায় যাচ্ছিলেন। কিন্তু সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তায় গিয়ে তাদের বহনকারী বাসটি আন্দোলনকারীদের বাধার মুখে পড়ে। তাদের একজন আশিক মাহমুদ বলেন, পরিবহন ধর্মঘটের কারণে ঢাকায় চাকরির পরীক্ষায় অংশ নিতে পারব কি-না এখনো তা অনিশ্চিত। একই কথা জানালেন ওই বাসের যাত্রী ময়মনসিংহের মো. আনোয়ার হোসেন। তিনি আজ বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের স্টাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষা দিতে যাচ্ছিলেন।
এদিন ধর্মঘটের কারণে বিভিন্ন স্ট্যান্ডে, টার্মিনাল ও কাউন্টারের আশপাশে বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। গাজীপুর জেলা সড়ক পরিহবণ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান উদ্দিন সরকার বলেন, ভাড়ার সঙ্গে তেলের মূল্য বৃদ্ধির কোনো সমন্বয় না হওয়ায় কেন্দ্রীয় পরিবহন নেতাদের সিদ্ধান্তে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। হয় তেলের মূল্য কমাতে হবে, তা না হলে ভাড়া বাড়াতে হবে। তা না হলে এ ধর্মঘট চলবে।
গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মো. মাকসুদুর রহমান জানান, পরিবহন ধর্মঘটের কারণে শুক্রবার সকাল থেকে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার কোনো পরিবহন চলছে না। তবে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর জানা নেই। কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
এমএসএম / জামান
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫
চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা
Link Copied