ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ভয়াল ইয়াসের তান্ডবে

আশাশুনির প্রতাপনগর এখনো পানিবন্দি, দুর্ভোগে হাজারো পরিবার


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৬-১১-২০২১ দুপুর ৪:১

সাতক্ষীরা আশাশুনি উপজেলার প্রতাপনগর এলাকায় প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডরের পর পেরিয়ে গেছে ৬ মাসের ও অধিক সময়। খোলপেটুয়া নদীর বাঁধ সংস্কার এখনো শেষ না হওয়ায় জোয়ারের পানিতে এখনো ভাসছে প্রতাপনগর ইউনিয়ন। ২২টি গ্রামের মধ্যে ১৮টি গ্রাম এখনো পানিবন্দি। ফলে এখানকার মানবসম্পদ ও অর্থনীতি চরম ঝুঁকিতে পড়েছে। নদীর বন্যতলা বাঁধ সংস্কার না হওয়ায় টানা পাঁচ মাসেরও বেশি সময় ধরে ডুবে থাকায় নিঃস্ব হয়েছেন এলাকার ঘের ব্যবসায়ীরা। আশাশুনির সাথে প্রতাপনগরের সরাসরি যাতায়াতের রাস্তাটি এখনো পুরোপুরি সংস্কার হয়নি। উপকূলবাসীকে চলাচল করতে হচ্ছে বাঁশের সাঁকো, কাঠের ভেলা ও নৌকায়। নদী ও প্রকৃতির সাথে লড়াই করে টিকতে না পেরে হাজার হাজার উপকূলবাসী বাপ-দাদার ভিটামাটি ছেড়ে চলে গেছে অন্য স্থানে। অনেকে আবার কোনোরকমে স্ত্রী-সন্তান ও বৃদ্ধ মা-বাবাকে নিয়ে উঁচু স্থানে বেড়িবাঁধের ওপর খুপড়ি ঘর বেঁধে বসবাস করছে। ক্ষতিগ্রস্ত এ ইউনিয়নের মানুষের দাবি- ত্রাণ নয়, চাই বেঁচে থাকার জন্য দীর্ঘমেয়াদি পরিবেশবান্ধব টেকসই বেড়িবাঁধ নির্মাণ। তবে দুর্ভোগ লাঘবে পানি উন্নয়ন বোর্ডের তেমন কোনো কার্যকরী পদক্ষেপ না থাকায় গ্রামবাসীদের অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তরের স্থানীয় নির্বাহী প্রকৌশলীদের বিরুদ্ধে।

এদিকে জলবায়ুর বিরূপ প্রভাব ও পরিবেশ বিপর্যয়ের ফলে উপকূলীয় অঞ্চলে হুমকির মুখে পড়েছে খাদ্য নিরাপত্তা ও জীব বৈচিত্র। প্রতিবছর ঝড় ও জলচ্ছাসে নদীর বেড়িবাঁধ ভাঙ্গন, জোয়র ভাটা, জমির লবণাক্ততা বৃদ্বি, সুপেয় পানির সংকট, ক্ষরা, জরা, তাপমাত্রার পরিমাণ বেড়ে যাওয়া ও গাছ মরে যাওয়া, অতিমাত্রায় লবনাক্ততার কারনে স্বাস্থ্য ঝুকিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে চরম দূর্ভোগের মধ্যে সববাস করছে উপকূলের মানুষ। দেশের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে দেশের সর্ব দক্ষিণ-পশ্চিাঞ্চলের জনপদ সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়ন এবং আশাশুনি উপজেলার প্রতাপনগরের মানুষ। জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রকৃতির সাথে লড়াই করে কোন রকমে পরিবার-পরিজন নিয়ে নিজ ভিটায় টিকে আছে অনেক উপকূলবাসী।

সরেজমিন দেখা গেছে, চারি দিকে পানি আর পানি। প্রলয়ংকারী ঘূর্নিঝড় আম্ফানের পর দীর্ঘ দেড় বছরেও এই এলাকার রাস্তাঘাট পুরোপুরি সংস্কার হয়নি। আশাশুনি সদর থেকে মানিকখালি ব্রীজ হয়ে মাদিয়া বিলের মধ্যদিয়ে সরাসরি প্রতাপনগর ইউনিয়ন পরিষদ সংগলœ প্রধান সড়কটির ভেঙ্গে যাওয়া গড়িমহল খাল এলাকায় রাস্তা নির্মাণের কাজ চলছে। বরাদ্দ না থাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের ব্যক্তি অর্থায়নে পানির মধ্যে বালির বস্তা দিয়ে ও ইট-বালি ফেলে রাস্তা নির্মাণের কাজ চলছে। চারি দিকে পানি থাকায় মাদিয়া বিলের গড়িমহল খাল দিয়ে নৌকা যোগে এলাকাবাসী ও স্কুলগামী শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রতিদিন দুই বার খোলপেটুয়া নদীর জোয়ার ভাটার নোনা পানি বসতবাড়ীর আঙ্গিনায় উঠানামা করছে। জোয়ারের কোমর সমান পানির কারনে বাঁশের সাঁকো, কাঠের ভেলা আর নৌকায় যাতাওয়াত করছে এলাকাবাসী। জমিতে ফসল ফলে না। কাজ না থাকায় এলাকায় বেকারত্ব বাড়ছে। জমিতে লবনাক্ততার পরিমান বৃদ্বি পাওয়ায় গাছ-গাছালি মারা যাচ্ছে। রয়েছে তীব্র খাবার পানির সংকট। সব মিলিয়ে লবণ পানির আগ্রাসন পরিবেশ বিপর্যয় দেখাদিয়েছে। চারি দিকে এখনো ছড়িয়ে-ছিটিয়ে আছে ২০০৯ সালে প্রথম ঘটে যাওয়া প্রলংকারি ঘূর্ণিঝড় ও জলোচ্ছাস আইলাসহ ঘুর্নিঝড় সিডর, মহাশেন, আম্ফান ও সর্বশেষ ইয়াসের প্রভাবে লন্ড ভন্ড হয়ে যাওয়া ধ্বংসস্থুপ। গত কয়েক দশক ধরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল নিমজ্জ্বিত ও লবণাক্ত পানি বৃদ্ধিসহ প্রতি বছর ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের আঘাতে এ অঞ্চল ক্ষতিগ্রস্থ্য হচ্ছে।

প্রতাপনগরের জাফর আলী গাজী জানান, ইয়াসের সময় নদীর বাঁধ ভেঙে যায়। ভিটেবাড়িসহ জমি, মাছের ঘের সব নদীতে চলে গেছে। আমার তিন বিঘা জমি এখন নদীতে। খুব করুণ অবস্থায় রয়েছি। চোঁখে না দেখলে কেউ বিশ^াস করবে না। এখানে আমার মত ২০টা পরিবারের ঘরবাড়ি ভেঙে চলে গেছে নদীতে। কেউ বাঁধের উপর বসবাস করছে আর কেউ কেউ চলে গেছে অন্যত্র।

গত ২৬ মে প্রাকৃতিক দূর্যোগ ইয়াসের প্রভাবে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের বন্যতলা খোলপেটুয়া নদীর ৮০ মিটার ভেঙে যাওয়া বেড়িবাঁধটি এখনো সংস্কার করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। দাতা সংস্থা জাইকার অর্থায়নে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে বন্যতলা এলাকার বাঁধটি সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। ৩ কোটি ৪৩ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পে বাঁধ মেরামত কাজটি বাস্তবায়ন করছেন ফেনী জেলার সালেহ আহম্মেদ নামের একজন ঠিকাদার। কিন্তু কাজের কোন অগ্রগতি নেই। ধীর গতিতে কাজ হওয়ায় স্থানীয় বাসিন্দারের দূর্ভোগ বেড়েছে। সেখান দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে প্রতাপনগরসহ পাশ্ববর্তী শ্রীউলা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে আছে।

দিকে সাহেল আহম্মেদ ঠিকাদারি প্রতিষ্ঠাণের ব্যবসায়িক পার্টনার জাকির হোসেন জানান, ইয়াসের এক সপ্তাহ আগে আমরা বাঁধ মেরামতের ওয়ার্ক অর্ডারটি পেয়েছিলাম। তবে এখন সেখানে নির্মাণ করতে হচ্ছে ক্লোজার। যে টাকা বরাদ্দ ছিল সেই টাকায় ক্লোজার সম্পন্ন করা সম্ভব নয়।সেকারণে কাজটি করতে দেরী হয়েছে। তবে এটি মেরামত করতে না পারায় এলাকার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে এমন অভিযোগ সঠিক নয়।
দাতা সংস্থা জাইকার বন্যতলা ভেঁড়িবাঁধ সংস্কার প্রকল্পের কনসালটেন্ট আব্দুল মালেক জানান, জাইকার অর্থায়নে বাঁধ মেরামত কাজটি চলমান রয়েছে। অচিরেই কাজটি শেষ হবে বলে জানান তিনি।

আশাশুনি উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, প্রতাপনগর ইউনিয়নে মোট ১৪৭৭টি মাছের ঘের রয়েছে। এর আয়তন ১৫৩০ হেক্টর। বন্যতলা বাঁধ মেরামত না হওয়ায় ১৩০০ ছোট বড় মৎস্য চাষীর ১৫ কোটি ৩০ লাখ টাকা ক্ষতিহয়েছে। দিনকে দিন এখানকার অর্থনীতি হুমকির মধ্যে পড়েছে। খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙ্গে গোটা ইউনিয়ন এখনো প্লাবিত।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান জানান, চলতি বছরের ২৬মে প্রাকৃতিক দূর্যোগ ইয়াসের সময়

আশাশুনির খোলপেটুয়া নদীর বন্যতলা এলাকায় ৮০ মিটার ভেঁড়িবাঁধ সংস্কারের জন্য কাজ করছে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ৩ কোটি ৪৩ লক্ষ টাকার কাজ। অগ্রগতির বিষয়টি তারা বলতে পারবেন। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর অধিনে খুলনা-সাতক্ষীরা মিলে ৪২৬ কিলোমিটার বেঁড়িবাধ রয়েছে। এছাড়া-১ ও ২ এর অধীনে জেলায় উপকূলীয় বেড়িবাঁধ রয়েছে ৬৮০ কিলোমিটার। সংস্কারের জন্য দরপত্র আহবান করা হয়েছে। অচিরেই কাজ শুরু হবে। তিনি আরও জানান উপকূলের টেকসই বেঁড়িবাধ নির্মানের ৪৭৫ কোটি টাকা অনুমোদন হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার বেতনা ও মরিচ্চাপ নদী খনন, ৮৮টি খাল খনন, স্লুইচগেট রিপিয়ারসহ আর বিভিন্ন ধরনের সংস্কারের কাজ রয়েছে।

আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী জানান, প্রতি বছর বিভিন্ন সুপার সাইক্লোনে সাতক্ষীরার উপকূলে বিধস্ত হয় আশাশুনি উপজেলা। কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর বাঁধভেঙ্গে ভেসে যায় শত শত কোটি টাকার মাছ। এই মূর্হুতে প্রায় ২৫ শতাংশ স্থানে বেড়িবাঁধের চিহ্ন বিলিন হয়েগেছে। ৫০ ভাগ বেড়িবাঁধ কম-বেশি বিধ্বস্ত ও জরাজীর্ণ। পানি উন্নয়ন বোর্ডের একশ্রেণির অসৎ প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী-ঠিকাদার মিলে সংঘবদ্ধ চক্র বেড়িবাঁধ নির্মাণের নামে নয়-ছয় করেই সারাবছর করেন সংস্কারের কাজ। পাউবোর অসৎ কর্মকর্তাদের যোগসাজসে নামমাত্র কাজ করেই মোটা অঙ্কের টাকা উত্তোলন করেন ঠিকাদাররা। ফলে ভাঙ্গাচোরা বেড়িবাঁধ উপকূলবাসীর মরণফাঁদে পরিণত হয়েছে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শুরু হয়েছে কোপ-২৬ বৈশ্বিক জলবায়ু সম্মেলন। ১২ দিনের বৈঠকে বৈশ্বিক উষ্ণতা হৃাসে করণীয় এবং তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে আলোচনা চলছে। এবারের কোপ ২৬ সম্মেলনে জলবায়ু পরিবর্তন রোধে ও উপকূলীয় অঞ্চলের পরিবেশ সহায়ক টেকসই দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহনের মধ্যদিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকূলের মানুষের জীবনমান বাঁচাতে প্রবিবেশ সম্মত টেকসই বেড়িবাঁধ নির্মানে কার্যকারি পদক্ষেপ গ্রহনের দাবি জানিয়েছেন সাতক্ষীরার উপকুলের মানুষ।

সাতক্ষীরা জেলা প্রশাসনের তথ্যমতে, আম্ফানের আঘাতে সাতক্ষীরায় ১৬ জনের প্রাণহানি ঘটে। ৮৩ হাজার ৪৩১টি ঘরবাড়ি বিধ্বস্থ হয় ও ৮১ কিলোমিটার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া সাড়ে ৫৬ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। ১৭৬ কোটি ৩ লাখ টাকা মৎস্য খাতে ও কৃষিতে মোট ১৩৭ কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকা এবং প্রাণিসম্পদে ৯৫ লাখ ৩৮ হাজার ৬১৬ টাকার ক্ষতি হয়। এর আগে ২০১৯ সালের ১১ নভেম্বর ঘূর্ণিঝড় বুলবুল এর আঘাতে লন্ডভন্ড হয়ে যায় উপকূলীয় অঞ্চল। হাজার হাজার বিঘা ক্ষেতের ফসল নষ্ট হয়। ঘরবাড়ি, গবাদি পশু, গাছপালা ইত্যাদি ক্ষতির পাশাপাশি ১৮ জনের প্রাণহানি ঘটে। একই বছরের ১২মে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ফণী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য মতে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ৫৩৬ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকার ক্ষয় ক্ষতি হয়। চলতি বছরের ২৬মে ঘূণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে আবারও রিং বাঁধ ভেঙে প্লাবিত হয়। 

এমএসএম / জামান

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও