অসম্পন্ন কাজ সম্পন্ন করতে আবারো সুযোগ চাই : মহন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ২নং ওয়ার্ডের অসম্পন্ন কাজগুলো সম্পন্ন করতে আবারো সুযোগ চেয়েছেন বর্তমান ইউপি সদস্য রেজাউর রহমান (মহন)। তিনি টানা তিনবার নির্বাচিত হয়ে মোট ১৯ বছরে ব্যাপক উন্নয়ন করেছেন বলেও জানান ২নং ওয়ার্ডের এলাকাবাসী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট আগামী ১১ নভেম্বর। এ ওয়ার্ডে মোট ৪ জন ইউপি সদস্য হিসেবে নির্বাচন করছেন। এবারের নির্বাচনে রেজাউর রহমান (মহন) টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
এলাকাবাসী জানান, বর্তমান ইউপি সদস্য রেজাউর রহমান মহন বিগত সময়ে এলাকাবাসীর সুখ-দুঃখে পাশে ছিলেন। যে কোনো সময় এলাকার মানুষ তাকে ফোন দিলে সর্বাত্মক সহযোগিতা পেয়েছেন তার কাছ থেকে। এছাড়াও তিনি এ ওয়ার্ডের রাস্তাঘাট ও পানি নিষ্কাশনের জন্য সব সময় এলাকার মানুষকে নিয়ে কাজ করেছেন। এলাকাবাসী মনে করছেন, তাকে জয়ী করে অসম্পন্ন কাজগুলো সম্পন্ন করার সুযোগ দেয়া উচিত। রেজাউর রহমান মহন বিগত করোনার সময়ে জীবনের ঝুঁকি নিয়েও এলাকাবাসীর পাশে থেকে সহযোগিতা করেছেন বলেও জানান তারা।
এ ব্যাপারে বর্তমান ইউপি সদস্য রেজাউর রহমান মহন বলেন, আমি যদি ভালো কাজ করে থাকি তবে এলাকাবাসী আমাকে ভোট দেবেন। না করে থাকলে মুখ ফিরিয়ে নেবেন। শুধু যে নির্বাচিত হলে মানুষের পাশে থাকব তা নয়, আমি সব সময় এলাকার মানুষের পাশে থাকতে চাই। গত নির্বাচনে আমাকে এলাকার মানুষজন ভোট দিয়ে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। আমি আমাদের রূপগঞ্জের রূপকার বস্ত্র ও পাটমন্ত্রী এবং তার সুযোগ্য পুত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মুর্তজা পাপ্পা ভাইয়ের সহযোগিতায় এলাকাবাসীর সুযোগ-সুবিধার জন্য কাজ করে গিয়েছি। এখন এলাকাবাসী যদি মনে করেন আমি যোগ্য তবে ভোট দিয়ে আবার সুযোগ করে দেবেন ইনশা আল্লাহ।
তিনি আরো বলেন, আমি আবার নির্বাচিত হলে এই এলাকার সন্ত্রাস নির্মূলে প্রশাসনকে সাথে নিয়ে কাজ করব। সেই সাথে আমার এলাকার পানি নিষ্কাশনে সর্বাত্মকভাবে কাজ করে যাব। মন্ত্রী মহোদয় গোলাম দস্তগীর গাজী সাহেবের সহযোগিতায় ড্রেনেজ ব্যবস্থার কাজ করে যাব। এছাড়া আমার এলাকা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এখানে বিভিন্ন এলাকা থেকে এসে কলকারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করেন মানুষ। তাই তারা যাতে নির্বিঘ্নে কাজে যেতে পারেন, এ ব্যাপারে আমি খেয়াল রাখব এবং প্রশাসনকে সাথে রেখে যাতে করে চুরি-ছিনতাই না হয় সে ব্যাপারেও কঠোর পদক্ষেপ নেব।
এমএসএম / জামান

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা
