অসুস্থ সুফিয়ার সহায়তায় এগিয়ে এলেন আফরোজা আক্তার ডিউ
বছর তিনেক আগে স্ট্রোকের কারণে কথা বলতে পারেন না সুফিয়া বেগম। বাড়িতে বাড়িতে কাজ করে আমাদের বড় করেছেন এবং আমরাও ছোটবেলায় মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতাম। এখন ভ্যান চালাই কিন্তু মাস খানেক আগে এনজিও থেকে লোন নিয়ে ভ্যানের ব্যাটারি কিনেছিলাম। এখন দুই ঘন্টার বেশি চার্জ থাকে না। যা আয় হয় তা দিয়ে কিভাবে সংসার চালাব, লোনের কিস্তি দেব, মার চিকিৎসা করাব বলে জানালেন রেডিও ভ্যানচালক রিপন।
কুষ্টিয়ার কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নপর এলঙ্গীপাড়ার সুফিয়া খাতুন (ফুরকনি) ছিদ্র টিনের ভাঙা বাঁশের বেড়া দেয়া ঘরে বসবাস করেন। আসুখ-বিসুখে আর বয়সের কারণেই কথা বলতে পারেন না ঠিকমতো। স্বামী কাশেম থেকেও নেই, মানে আরেকটা বিয়ে করে আরেক জায়গায় তার সংসার। পরের বাড়িতে গৃহস্থালির কাজ করে এক সময় জীবিকা নির্বাহ করতেন ফুরকুনি। এখন আর খোঁজ রাখে না কেউ। শ্রম বিক্রি করে আর ভ্যান চালিয়ে যা আয়রোজগার হয়, নিজের সংসার চালিয়ে মায়ের জন্য ভাতের ব্যবস্থা করে মাসের ১০ দিন। তবে চিকিৎসার ব্যবস্থা করতে পারে না সন্তানরা। জানালেন ভ্যানচালক রিপন।
রিপন জানান, করোনা ভাইরাসের লকডাউনে আয়-রোজগার খুব কম হওয়ায় মায়ের ওষুধ, ভ্যানের ব্যাটারি নষ্ট, ঘরের টিন দিয়ে পানি পড়ে, পানির কল নষ্ট; কিছুই করতে পারছি না। সরকারি কোনো সহযোগিতা পাই না। ৩৩৩-এ ফোন করেছি অনেকবার, কিছুই হয় না। তবে নতুন ইউএনও খাদ্য সহায়তা দিয়েছেন। একটু লেখেন না, কেউ যদি সহযোগিতা করেন। আমার মোবাইল নং ০১৭৫৩৯৬২০৯০ দিয়ে নিউজ করেন দীপু ভাই- এভাবে রিপনের আকুতি।
ফুরকনিদের বৃদ্ধ বয়সে আর কেউ খোঁজ রাখে না। তবে এসব বিষয় গত পরশু জানতে পেরে সঙ্গে সঙ্গে রিপনের ভ্যানের নতুন এক সেট ব্যাটারি উপহার দিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ ও হাজী রশেদুল ইসলাম বিপ্লব।
আজ শনিবার (৬ নভেম্বর) বিকেলে কুমারখালী মিডিয়া জোনে বিতরণের সময় উপস্থিত ছিলেন- আব্দুল মুত্তালিব, ডা. সরোয়ার হোসেন, আব্দুল মালেক, মোস্তাফা কামাল ওমর ও নাট্যকার লিটন আব্বাস, প্রভাষক কাওছার রেজা পাশা, সুজয় চাকী, আল আমিন, শিক্ষক আব্দুর রহিম, সাংবাদিক হুমায়ুন কবির, এমএ ওহাব, রাকিবুল ইসলাম, রাজিব হোসেন, দীপু মালিক প্রমুখ।
এমএসএম / জামান
মৎস্য রপ্তানীর নীতিমালা ও প্রস্তুতিতে সরকার কাজ করবে: উপদেষ্টা ফরিদা আখতার
বিএনপি প্রার্থী আজম খানের মনোনয়ন বাতিলের দাবিতে ভূঞাপুরে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ
শেরপুরের ঝিনাইগাতীতে তিন দিনব্যাপী ওয়ানগালা উৎসব শুরু
"নতুন বাংলাদেশে একরাম পরিবারের মত কাউকে দখল করতে দিবোনা" জাহের
নবীনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভা
দেবীগঞ্জ পৌরসভায় ভুয়া ভাউচারে টাকা আত্মসাৎ
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় কাউনিয়ার সরোয়ার গ্রেফতার
রোহিঙ্গা পরিবারের স্থায়ীভাবে বসবাস: গণবিজ্ঞপ্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন
কুড়িগ্রাম ফিস্টুলা মুক্ত ঘোষণা প্রক্রিয়ায় অগ্রযাত্রা
খালিয়াজুরীতে জমির বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
কর্ণফুলীতে জুলধা স্পোটস একাডেমির শুভ উদ্ভোধন
ভূরুঙ্গামারীতে এনসিপি'র দলীয় কার্যালয় উদ্বোধন
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- ডাঃ আনোয়ারুল হক
Link Copied