ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

অসুস্থ সুফিয়ার সহায়তায় এগিয়ে এলেন আফরোজা আক্তার ডিউ


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৬-১১-২০২১ বিকাল ৫:৫৮
বছর তিনেক আগে স্ট্রোকের কারণে কথা বলতে পারেন না সুফিয়া বেগম। বাড়িতে বাড়িতে কাজ করে আমাদের বড় করেছেন এবং আমরাও ছোটবেলায় মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতাম। এখন ভ্যান চালাই কিন্তু মাস খানেক আগে এনজিও থেকে লোন নিয়ে ভ্যানের ব্যাটারি কিনেছিলাম। এখন দুই ঘন্টার বেশি চার্জ থাকে না। যা আয় হয় তা দিয়ে কিভাবে সংসার চালাব, লোনের কিস্তি দেব, মার চিকিৎসা করাব বলে জানালেন রেডিও ভ্যানচালক রিপন। 
 
কুষ্টিয়ার কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নপর এলঙ্গীপাড়ার সুফিয়া খাতুন (ফুরকনি) ছিদ্র টিনের ভাঙা বাঁশের বেড়া দেয়া ঘরে বসবাস করেন। আসুখ-বিসুখে আর বয়সের কারণেই কথা  বলতে পারেন না ঠিকমতো। স্বামী কাশেম থেকেও নেই, মানে আরেকটা  বিয়ে করে আরেক জায়গায়  তার সংসার। পরের বাড়িতে গৃহস্থালির কাজ করে ‍এক সময় জীবিকা নির্বাহ করতেন ফুরকুনি। এখন আর খোঁজ রাখে না কেউ। শ্রম বিক্রি করে  আর ভ্যান চালিয়ে যা আয়রোজগার হয়, নিজের সংসার চালিয়ে মায়ের জন্য ভাতের ব্যবস্থা করে মাসের ১০ দিন। তবে চিকিৎসার ব্যবস্থা করতে পারে না সন্তানরা। জানালেন ভ্যানচালক রিপন।
 
রিপন জানান, করোনা ভাইরাসের লকডাউনে আয়-রোজগার খুব কম হওয়ায় মায়ের ওষুধ, ভ্যানের ব্যাটারি নষ্ট, ঘরের টিন দিয়ে পানি পড়ে,  পানির কল নষ্ট;  কিছুই  করতে  পারছি  না। সরকারি কোনো সহযোগিতা পাই না। ৩৩৩-এ ফোন করেছি অনেকবার, কিছুই হয় না। তবে নতুন ইউএনও খাদ্য সহায়তা দিয়েছেন। একটু লেখেন না, কেউ যদি সহযোগিতা করেন। আমার মোবাইল নং ০১৭৫৩৯৬২০৯০ দিয়ে নিউজ করেন দীপু ভাই-  এভাবে রিপনের আকুতি।
 
ফুরকনিদের বৃদ্ধ বয়সে আর কেউ খোঁজ রাখে না। তবে এসব বিষয় গত পরশু জানতে পেরে সঙ্গে সঙ্গে রিপনের ভ্যানের নতুন এক সেট ব্যাটারি  উপহার দিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ ও হাজী রশেদুল ইসলাম বিপ্লব।
 
আজ শনিবার (৬ নভেম্বর) বিকেলে কুমারখালী মিডিয়া জোনে বিতরণের সময় উপস্থিত ছিলেন- আব্দুল মুত্তালিব, ডা. সরোয়ার হোসেন,  আব্দুল মালেক, মোস্তাফা কামাল ওমর ও নাট্যকার লিটন আব্বাস, প্রভাষক কাওছার রেজা পাশা, সুজয় চাকী, আল আমিন, শিক্ষক আব্দুর রহিম, সাংবাদিক হুমায়ুন কবির, এমএ ওহাব, রাকিবুল ইসলাম, রাজিব হোসেন, দীপু মালিক প্রমুখ।

এমএসএম / জামান

ভুরুঙ্গামারী মহিলা কলেজে নবীনদের গাছ দিয়ে বরণ করলো উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল

নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে নবাগত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ওরিয়েন্টেশন ক্লাস

নরসিংদীতে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চন্দনাইশে বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ নিহত-৩, আহত-৭

কুড়িগ্রামে আমনের ভরা মৌসুমে ইউরিয়া সহ বিভিন্ন সার সংকট

চর আষাড়িয়াদহে পদ্মার ভাঙনে ৩০০ পরিবার ছাড়ছে প্রিয় জন্মভূমি

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, মাংস মাটিতে পুঁতে ফেললো প্রশাসন

নির্বাচনের আগেই দেশে ফিরবেন তারেক রহমান, ফেনীতে আবদুল আউয়াল মিন্টু

অভয়নগরের ৭৫ দিনে কুকুরে কামড়ে আক্রান্ত ৬০৫ জন

সন্দ্বীপে ইঞ্জিনিয়ার বেলায়েতের উঠান বৈঠক, আগামী নির্বাচনের প্রস্তুতির আহ্বান

কুষ্টিয়ায় পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনাগরিক গড়ে তোলার প্রত্যয়ে রাজশাহী বরেন্দ্র কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে চিকিৎসার জন্য দেশে এসে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু