ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

সড়ক পরিবহন বাংলাদেশের একটি শিল্প : শাজাহান খান এমপি


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৭-১১-২০২১ দুপুর ৩:২৫
কুষ্টিয়া জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া শহরের পুরাতন আলফার মোড়স্থ সজীব অডিটরিয়ামে এ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের  সভাপতি মাহবুল হাসান রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান এমপি।
 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সড়ক পরিবহন শিল্প বাংলাদেশের অন্যতম বড় শিল্প। বাংলাদেশের দুটি শিল্পে শ্রমিকদের সংখ্যা বেশি। এরমধ্যে একটি পোশাক শিল্প অন্যটি সড়ক পরিবহন শিল্প। সড়ক পরিবহন শিল্পে ৬০ লাখ ও পোশাক শিল্পে ৪০ লাখ শ্রমিক নিয়োজিত আছেন। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন একটি সম্মানী সংগঠনের নাম। সংগঠনটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হলেও ১৯৭২ সালে এর নামকরণ করা হয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি শ্রমিকদের পাশে থেকে তাদের বিপদ-আপদে কাজ করে চলেছে। 
 
তিনি আরো বলেন, গত ৩ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে মালিক-শ্রমিকরা পরিবহন ধর্মঘট করেননি। বর্তমানে তেলের যে মূল্য এই মূল্য দিয়ে তেল কিনে তাদের পক্ষে পরিবহন ব্যবসা চালানো সম্ভব নয়। পরিবহন ব্যবসা পরিচালনা করতে পারবে না বলে তাদের যে আশঙ্কা সেই জায়গা থেকেই তারা পরিবহন বন্ধ করে রেখেছে মাত্র। আগামীকাল বিআরটিএ ভবনে বর্তমান সঙ্কট নিরসনে একটি সভা ডাকা হয়েছে। আশা করি আগামীকালই এই সঙ্কট নিরসন করা সম্ভব হবে এবং পরিবহন আগের মতোই স্বাভাবিকভাবে চলবে। কুষ্টিয়া সড়ক পরিবহন শ্রমিক সংগঠনকে যত দ্রুত সম্ভব ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য জায়গা নির্বাচনপূর্বক স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে প্রজেক্ট জমা দিতে বলেন তিনি। সেই সাথে তিনি সকলকে পরিবহন শ্রমিকদের অবহেলা না করতে অনুরোধ জানান।
 
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন- কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন কুষ্টিয়ার উপ-পরিচালক জহিরুল হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সম্পাদক সাদেক আহমেদ, ঢাকার কার্যকরী সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি। এছাড়া মুক্ত আলোচনায় কুষ্টিয়া সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন আজাদুল ইসলাম তারেক।

এমএসএম / জামান

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত