সড়ক পরিবহন বাংলাদেশের একটি শিল্প : শাজাহান খান এমপি
কুষ্টিয়া জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া শহরের পুরাতন আলফার মোড়স্থ সজীব অডিটরিয়ামে এ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুল হাসান রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান এমপি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সড়ক পরিবহন শিল্প বাংলাদেশের অন্যতম বড় শিল্প। বাংলাদেশের দুটি শিল্পে শ্রমিকদের সংখ্যা বেশি। এরমধ্যে একটি পোশাক শিল্প অন্যটি সড়ক পরিবহন শিল্প। সড়ক পরিবহন শিল্পে ৬০ লাখ ও পোশাক শিল্পে ৪০ লাখ শ্রমিক নিয়োজিত আছেন। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন একটি সম্মানী সংগঠনের নাম। সংগঠনটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হলেও ১৯৭২ সালে এর নামকরণ করা হয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি শ্রমিকদের পাশে থেকে তাদের বিপদ-আপদে কাজ করে চলেছে।
তিনি আরো বলেন, গত ৩ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে মালিক-শ্রমিকরা পরিবহন ধর্মঘট করেননি। বর্তমানে তেলের যে মূল্য এই মূল্য দিয়ে তেল কিনে তাদের পক্ষে পরিবহন ব্যবসা চালানো সম্ভব নয়। পরিবহন ব্যবসা পরিচালনা করতে পারবে না বলে তাদের যে আশঙ্কা সেই জায়গা থেকেই তারা পরিবহন বন্ধ করে রেখেছে মাত্র। আগামীকাল বিআরটিএ ভবনে বর্তমান সঙ্কট নিরসনে একটি সভা ডাকা হয়েছে। আশা করি আগামীকালই এই সঙ্কট নিরসন করা সম্ভব হবে এবং পরিবহন আগের মতোই স্বাভাবিকভাবে চলবে। কুষ্টিয়া সড়ক পরিবহন শ্রমিক সংগঠনকে যত দ্রুত সম্ভব ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য জায়গা নির্বাচনপূর্বক স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে প্রজেক্ট জমা দিতে বলেন তিনি। সেই সাথে তিনি সকলকে পরিবহন শ্রমিকদের অবহেলা না করতে অনুরোধ জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন- কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন কুষ্টিয়ার উপ-পরিচালক জহিরুল হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সম্পাদক সাদেক আহমেদ, ঢাকার কার্যকরী সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি। এছাড়া মুক্ত আলোচনায় কুষ্টিয়া সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন আজাদুল ইসলাম তারেক।
এমএসএম / জামান
শিবচরে গণমাধ্যমকর্মীদের সাথে বিএনপি মনোনয়নপ্রত্যাশী রোকনউদ্দিন মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত
মনপুরায় অবৈধ স-মিল দিয়ে চলছে রমরমা ব্যবসা,ধ্বংস করা হচ্ছে বনাঞ্চল
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইমাম মোয়াজ্জেম ও খতিবদের সাথে বিএনপির নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
পাঁচবিবিতে জাতীয় সমবায় দিবস উদযাপন
চিতলমারীতে জমি বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত চারজন
ঘূর্ণিঝড় মন্থার প্রবাবে রাণীনগরে নূয়ে পড়েছে রোপা-আমন ধান ফলন নিয়ে সংখ্যা
বালিয়াকান্দিতে সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
শেরপুরে দুই দিনব্যাপী ফাতেমা রাণীর তীর্থোৎসব সমাপ্ত
রাস্তায় জ্বালাও পোড়াও করে তারেক রহমানের কমিটি বাতিল করা যাবে না-- খন্দকার নাসিরুল ইসলাম
যশোরে চারদফা দাবিতে গ্রামীণ ডাক কর্মচারী ইউনিয়নের মানববন্ধন
সন্দ্বীপে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অসময়ের বৃষ্টিতে ক্ষেতলালে কৃষি বিপর্যয়: রোপা আমন ধানের ক্ষতি, দিশেহারা কৃষক
Link Copied