আক্কেলপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ
জয়পুরহাটের আক্কেলপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণের পাশাপাশি উপজেলা শিশুপার্ক উদ্বোধন, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লোজ সার্কিট ক্যামেরা ও ডিজিটাল হাজিরা মেশিন উদ্বোধন এবং ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক শরীফুল ইসলাম। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আহাম্মদ ভুঞা।
রোববার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে শিশুপার্ক উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বিশেষ এলাকার উন্নয়ন সহায়তার কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১০ জন শিক্ষার্থীর হাতে বাইসাইকেল, মাধ্যমিক পর্যায়ের ১৫ জন শিক্ষার্থীর হাতে ৬ হাজার ও প্রাথমিক পর্যায়ের ৩০ জনের মাঝে প্রত্যেককে ২ হাজার ৪০০ টকা বিতরণ করা হয়।
বাইসাইকেল ও বৃত্তি প্রদান শেষে ইউপি নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লোজ সার্কিট ক্যামেরা ও ডিজিটাল হাজিরা মেশিন উদ্বোধন ও ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী হক, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান, উপজেলা নির্বাচন কর্তা সুদীপ কুমার প্রমুখ।
এমএসএম / জামান