ঢাকা মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

আজ ভোটের শেষ রাত, হাড়ভাঙা লড়াইয়ের ফলাফল কাল


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০-১১-২০২১ দুপুর ২:৪৪

বালাগঞ্জ উপজেলার ৬ ইউপি নির্বাচনে উত্তাপ ছড়াচ্ছেন প্রার্থীর সমর্থকরা। সিলেটের বালাগঞ্জ উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ আগামী বৃহস্পতিবার (১১ নভেম্বর)। গতকাল মঙ্গলবার মধ্যরাতে প্রচার-প্রচারণা শেষ হয়েছে। নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী ও দলের বিদ্রোহী এবং স্বতন্ত্র প্রার্থী প্রায় দুই ডজন। এ নির্বাচনকে কেন্দ্র প্রতিটি ইউনিয়নে দলের এবং স্বতন্ত্র প্রভাবশালী প্রার্থীদের কর্মী-সমর্থকদের মাঝে টান টান উত্তেজনা বিরাজ করছে। কে হাসবে শেষ হাসি! এর মাঝেই সকলে তাকিয়ে রয়েছেন উপজেলা সদর ইউনিয়নের দিকে।

১৬৩.১৫ বর্গকিলোমিটারের বালাগঞ্জ উপজেলার মোট ভোটার সংখ্যা ৮৬হাজার ৯৯৯ জন। প্রতিটি ইউপিতে ভোটকেন্দ্র রয়েছে ৯টি। বিপুলসংখ্যক প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার এবং ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র‌্যাব, পুলিশের স্ট্রাইকিং ফোর্স, আনসার সদস্যসহ একাধিক আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা নির্বাচনের দিন মাঠে থাকবেন। এতসব প্রশাসনিক নিরাপত্তার বলয় থাকবে এদিন।

এদিকে অতিগুরুত্বপূর্ণ বালাগঞ্জ সদর ইউনিয়নের ব্যাপক ভোটের নির্বাচনে বেশি উত্তাপ বিধায় প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তাসহ ব্যাপক প্রস্তুতি। এ ইউপি নির্বাচনকে ঘিরে প্রার্থীদের নেতৃবৃন্দের জয়-পরাজয় নিয়ে হিসাবনিকাশ রয়েছে। এ নির্বাচনকে ঘিরে সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন বালাগঞ্জ থানায় নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে পুলিশ প্রশাসনসহ অন্যদের নিয়ে মতবিনিমিয় সভা করেছেন।

এদিকে পূর্ব পৈলনপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিহাব উদ্দিন (নৌকা), খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো. মিছবাহ উদ্দিন মিছলু (দেয়াল ঘড়ি), স্বতন্ত্রপ্রার্থী মো. নজরুল ইসলাম (আনারস), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল মতিন (ঘোড়া), মো. মারুফ মিয়া (মোটরসাইকেল) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বোয়ালজুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আনহার মিয়া (নৌকা), স্বতন্ত্র মানিক মিয়া (ঘোড়া)। দেওয়ানবাজার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ছহুল এ মুনিম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী নাজমুল আলম (ঘোড়া) প্রতীকে নির্বাচন করছেন।

পশ্চিম গৌরীপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আমিরুল ইসলাম মধু (নৌকা), স্বতন্ত্রপ্রার্থী আব্দুর রহমান (আনারস), আব্দুল মুকিত শরীফ (ঘোড়া), মুশাহিদ শিকদার (চশমা) প্রতীক পেয়েছেন। বালাগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জুনেদ মিয়া (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মুনিম (আনারস) প্রতীকে নির্বাচন করছেন। পূর্ব গৌরীপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিমাংশু রঞ্জন দাস (নৌকা), ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আওলাদ মিয়া (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান (আনারস), তামিমুল করিম হৃদয় (চশমা), আব্দুল মতিন (ঘোড়া) তীক নিয়ে প্রচার-প্রচারণা শেষ করেছেন। যার যার কর্মের ফল ভোটের সমীকরণে দেখা যাবে আগামীকাল।

বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কৃষিবিদ সুমন মিয়া, উৎপল চক্রবর্তী ও ইসি অফিসার সোহরাব আহমেদ জানান, বালাগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট থাকবেন। এছাড়া ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তারা জানান, ঝুঁকিপূর্ণ কয়েকটি কেন্দ্রের কথা লিখিতভাবে জানিয়েছেন প্রার্থীরা। এগুলোতে আমরা বিশেষ নজরদারিতে রেখে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করেছি। এছাড়া রির্টানিং অফিসার সার্বক্ষণিক নির্বাচনটি পর্যবেক্ষণ করবেন বলে জানান তারা।

বালাগঞ্জ থানার ওসি নাজমুল হাসান জানান, এ ‍উপজেলায় সুষ্ঠ‍ু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের নজরদারি থাকবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে।

এমএসএম / জামান

সীতাকুণ্ডের সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রাণীনগরে বিএনপির সৈনিক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

হাতিয়ায় ডাকাত চক্রের ৫ আগ্নেয়াস্ত্র, ২০ ভরি স্বর্ণ উদ্ধার, আটক ৪

বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

কুড়িগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর মতবিনিময় সভা

আবু সাঈদের কবর জিয়ারত করে এনসিপির জুলাই পদযাত্রা শুরু

বোয়ালমারীতে গবাদিপশুর এলএসডি রোগ নিরাময়ে টিকাদান কর্মসূচি

সাতকানিয়ায় বিয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণ, যুবক গ্রেপ্তার

দৌলতপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: ঐক্য ও সংগঠনের বার্তা

পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সিন্ডিকেটের ঘুষ বাণিজ্য: অসহায় শিক্ষকরা

মুকসুদপুরে ভিডব্লিউবি উপকারভোগী বাছাইয়ে গণশুনানি

কাউনিয়ায় ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

আওয়ামী লীগের দোসর কালাম কল্যানের মদদে সাতক্ষীরা প্রেসক্লাব দখলের চেষ্টা