বন বিভাগের গাফিলতিতে নষ্ট হচ্ছে কয়েক লাখ টাকার গাছ
বন বিভাগের গাফিলতির কারণে সড়ক পাশে সৃজনকৃত সামাজিক বনায়নের কয়েক লাখ টাকার গাছ শুকিয়ে পচে নষ্ট হচ্ছে। ১৯৯৫-৯৬ সালে কমলগঞ্জের শ্রীসূর্য প্রাথমিক বিদ্যালয় হতে পতনঊষার উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়কের দুপাশে এ গাছ গুলো রোপন করা হয়। সামাজিক বনায়নের আওতায় ওই সড়কের দুপাশে দেড় কিলোমিটার এলাকায় রোপনকৃত খাড়া এই গাছগুলো ২০১৪ সালে নিলামে বিক্রি করা হয়। কিন্তু দরপত্রের সাথে গাছের গড়মিল না থাকায় দরপত্র গ্রহীতা খাড়া গাছগুলো কেটে না নেওয়ায় বর্তমানে গাছগুলো শুকিয়ে পচে নষ্ট হচ্ছে। অনেক খাড়া গাছ কুড়াল দিয়ে কেটে স্থানীয়রা জ্বালানি কাঠ সংগ্রহ করছেন।
বন বিভাগ জানায়, ২০১৩ সালের গত ১৭ জানুয়ারী অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির ১১ তম সভায় রাজকান্দি রেঞ্জ মৌলভীবাজার এর মাধ্যমে শ্রীসূর্য এলাকার স্ট্রীপ বাগানটিসহ কয়েকটি বাগানের খাড়া গাছ বিক্রির জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে ২০১৪ সালের ২ নভেম্বর সিলেট বিভাগীয় বন কর্মরর্তা মোঃ দেলোয়ার হোসেন এর স্বাক্ষরে খাড়া গাছ বিক্রয়ের দরপত্র বিজ্ঞপ্তি নং-৪৬/ স্ট্রীপ বাগান ২০১৪-১৫ আহ্বান করা হয়। দরপত্রে উক্ত বাগানে রেইন্ট্রি, আকাশ মনি, মেহগনি, শিশু ও ছাম ইত্যাদিসহ ১৪৩টি গাছের সরকারি ভাবে ২৪০১ ঘনফুট কাঠ এবং অপ্রয়োজনীয় ৮০০ ফুট ডালপালা রয়েছে বলে উল্লেখ করা হয়। পরবর্তীতে দরপত্রের নির্ধারিত তারিখে লটক্রেতা অর্জুন কুমার ধর রাজকান্দি রেঞ্জের লট নাম্বার ৩/ রাজ / কাট ২০১৪-১৫ এর বিপরীতে ৮ লক্ষ ৩৭ হাজার ৩০২ টাকা দর উদ্ধৃত করেন। নির্ধারিত সময়ে মূল্য পরিশোধ না করায় রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা ২০১৭ সালের ১৮ জুলাই, ২০১৯ সালের ৩০ জুন এবং ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর তিনটি পত্রের মাধ্যমে লটক্রেতাকে মূল্য পরিশোধের জন্য নোটিশ করেন। কিন্তু লটক্রেতা অর্জুন কুমার ধর লটের টাকা পরিশোধ না করায় কমলগঞ্জের রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর দরপত্র বিজ্ঞপ্তি নাম্বার ৪৬/ স্ট্রীপ বাগান/ ২০১৬-১৭ তারিখ ২৩ মার্চ ২০১৭ এর ১২ নাম্বার শর্ত ভঙ্গ করায় দরমূল্য বাতিল পূর্বক পুনরায় বিক্রয়ের ব্যাবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন। এবং লটক্রেতা অর্জুন কুমার ধর এর জমাকৃত ৪১ হাজার ৯০০ টাকা সরকারের অনূকূলে বাজেয়াপ্ত করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরবর্তীতে ওই স্ট্রীপ বাগানের লট বিক্রয়ের জন্য একাধিকবার দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে অনেকেই অংশগ্রহন করেন। কিন্তু সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে দরপত্র জমা করায় বনবিভাগ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয়নি। এতে উপকারভোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্থানীয়রা জানান,বন বিভাগের সিদ্ধান্তহীনতায় গাছগুলো নষ্ট হওয়াতে সামাজিক বনায়নের উপকারভোগীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি সরকারও হারাচ্ছে মোটা অংকের রাজস্ব। প্রথম দরপত্রে লটক্রেতা অর্জুন কুমার ধর বলেন বন বিভাগ দরপত্রের বিজ্ঞপ্তিতে যে পরিমাণ কাঠ উল্লেখ করা হয়েছে বাস্তবে তার অর্ধেক নেই।
কমলগঞ্জের রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, যে গাছ গুলা জীবিত আছে সেই সংখ্যা উল্লেখ করে আমরা চলতি মাসের ৮ নভেম্বর নতুন করে বিক্রয়ের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয় কিন্তু সেই দরপত্রে কেউ অংশগ্রহণ করেনি। আমরা পুনরায় আবার দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশ করবো। ক্ষয়ক্ষতির টাকা আদায়ের জন্য লটক্রেতা অর্জুন কুমার ধরের বিরুদ্ধে মামলা করা হবে।
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের প্রাণিসম্পদ সপ্তাহ, প্রদর্শনী এর উদ্বোধন ও দিনব্যাপী প্রশাসনিক কার্যক্রম
ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত
বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান
বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান
কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী
ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম
আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী
হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন
পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ
ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন
Link Copied