ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বন বিভাগের গাফিলতিতে নষ্ট হচ্ছে কয়েক লাখ টাকার গাছ


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ১২-১১-২০২১ বিকাল ৬:৩২
বন বিভাগের গাফিলতির কারণে সড়ক পাশে সৃজনকৃত সামাজিক বনায়নের কয়েক লাখ টাকার গাছ শুকিয়ে পচে নষ্ট হচ্ছে। ১৯৯৫-৯৬ সালে কমলগঞ্জের শ্রীসূর্য প্রাথমিক বিদ্যালয় হতে পতনঊষার উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়কের দুপাশে এ গাছ গুলো রোপন করা হয়। সামাজিক বনায়নের আওতায় ওই সড়কের দুপাশে দেড় কিলোমিটার এলাকায় রোপনকৃত খাড়া এই গাছগুলো ২০১৪ সালে নিলামে বিক্রি করা হয়। কিন্তু দরপত্রের সাথে গাছের গড়মিল না থাকায় দরপত্র গ্রহীতা খাড়া গাছগুলো কেটে না নেওয়ায় বর্তমানে গাছগুলো শুকিয়ে পচে নষ্ট হচ্ছে। অনেক খাড়া গাছ কুড়াল দিয়ে কেটে স্থানীয়রা জ্বালানি কাঠ সংগ্রহ করছেন।
বন বিভাগ জানায়, ২০১৩ সালের গত ১৭ জানুয়ারী অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির ১১ তম সভায় রাজকান্দি রেঞ্জ মৌলভীবাজার এর মাধ্যমে শ্রীসূর্য এলাকার স্ট্রীপ বাগানটিসহ কয়েকটি বাগানের খাড়া গাছ বিক্রির জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে ২০১৪ সালের ২ নভেম্বর সিলেট বিভাগীয় বন কর্মরর্তা মোঃ দেলোয়ার হোসেন এর স্বাক্ষরে খাড়া গাছ বিক্রয়ের দরপত্র বিজ্ঞপ্তি নং-৪৬/ স্ট্রীপ বাগান ২০১৪-১৫ আহ্বান করা হয়। দরপত্রে উক্ত বাগানে রেইন্ট্রি, আকাশ মনি, মেহগনি, শিশু ও ছাম ইত্যাদিসহ ১৪৩টি গাছের সরকারি ভাবে ২৪০১ ঘনফুট কাঠ এবং অপ্রয়োজনীয় ৮০০ ফুট ডালপালা রয়েছে বলে উল্লেখ করা হয়। পরবর্তীতে দরপত্রের নির্ধারিত তারিখে লটক্রেতা অর্জুন কুমার ধর রাজকান্দি রেঞ্জের লট নাম্বার ৩/ রাজ / কাট ২০১৪-১৫ এর বিপরীতে ৮ লক্ষ ৩৭ হাজার ৩০২ টাকা দর উদ্ধৃত করেন। নির্ধারিত সময়ে মূল্য পরিশোধ না করায় রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা ২০১৭ সালের ১৮ জুলাই, ২০১৯ সালের ৩০ জুন এবং ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর তিনটি পত্রের মাধ্যমে লটক্রেতাকে মূল্য পরিশোধের জন্য নোটিশ করেন। কিন্তু লটক্রেতা অর্জুন কুমার ধর লটের টাকা পরিশোধ না করায় কমলগঞ্জের রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর দরপত্র বিজ্ঞপ্তি নাম্বার ৪৬/ স্ট্রীপ বাগান/ ২০১৬-১৭ তারিখ ২৩ মার্চ ২০১৭ এর ১২ নাম্বার শর্ত ভঙ্গ করায় দরমূল্য বাতিল পূর্বক পুনরায় বিক্রয়ের ব্যাবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন। এবং লটক্রেতা অর্জুন কুমার ধর এর জমাকৃত ৪১ হাজার ৯০০ টাকা সরকারের অনূকূলে বাজেয়াপ্ত করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরবর্তীতে ওই স্ট্রীপ বাগানের লট বিক্রয়ের জন্য একাধিকবার দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে অনেকেই অংশগ্রহন করেন। কিন্তু সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে দরপত্র জমা করায় বনবিভাগ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয়নি। এতে উপকারভোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্থানীয়রা জানান,বন বিভাগের সিদ্ধান্তহীনতায় গাছগুলো নষ্ট হওয়াতে সামাজিক বনায়নের উপকারভোগীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি সরকারও হারাচ্ছে মোটা অংকের রাজস্ব। প্রথম দরপত্রে লটক্রেতা অর্জুন কুমার ধর বলেন বন বিভাগ দরপত্রের বিজ্ঞপ্তিতে যে পরিমাণ কাঠ উল্লেখ করা হয়েছে বাস্তবে তার অর্ধেক নেই।
কমলগঞ্জের রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, যে গাছ গুলা জীবিত আছে সেই সংখ্যা উল্লেখ করে আমরা চলতি মাসের ৮ নভেম্বর নতুন করে বিক্রয়ের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয় কিন্তু সেই দরপত্রে কেউ অংশগ্রহণ করেনি। আমরা পুনরায় আবার দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশ করবো। ক্ষয়ক্ষতির টাকা আদায়ের জন্য লটক্রেতা অর্জুন কুমার ধরের বিরুদ্ধে মামলা করা হবে।

এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত