ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

দেখিই না কী হয়


আহাদ আলী মোল্লা  photo আহাদ আলী মোল্লা
প্রকাশিত: ২৫-৫-২০২১ দুপুর ১:৩১

আসছে ইয়াস গতির কী বেগ
নাম জানো নিশ্চয়,
সব মানুষের মধ্যে এখন
অজানা এক ভয়;
দেখিই না কী হয়!

আমরা গরিব দেশের মানুষ
দুর্বার দুর্জয়,
এই জীবনে দেখে এলাম
অনেক ভাঙন-ক্ষয়;
দেখিই না কী হয়!

আসছে মাতাল বন্য দাঁতাল
থাকব কী অক্ষয়;
আসুক ইয়াস করব লড়াই
হবেই হবে জয়
দেখিই না কী হয়!

সাদিক পলাশ / সাদিক পলাশ