ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বিশ্বের সব দেশেই তেলের দাম বৃদ্ধি পেয়েছে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৪-১১-২০২১ দুপুর ৩:৫

বিশ্বের সব দেশেই তেলের দাম বৃদ্ধি পেয়েছে, পত্র-পত্রিকায় লিখেছে ভারতে কমেছে। তারপরও বাংলাদেশের চেয়ে বেশি রয়েছে। আমারা তেলের বিপুল পরিমাণ ভর্তুকি দিচ্ছি। প্রধানমন্ত্রী দেশে এসেছেন, বিষয়টি বিবেচনা করতে পারেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। রোববার (১৪ নভেম্বর) দুপুরে গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সাধারণ আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় আনসার সদস্যদের উদ্দেশে তিনি বলেন, প্রশিক্ষণ গ্রহণকারী সদস্যরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান, মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

মন্ত্রী আরো বলেন, বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় বাহিনীর অন্যান্য সদস্য, সদস্যাদের ন্যায় সাধারণ আনসার সদস্যদের আত্মত্যাগ, দায়িত্ব-কর্তব্য ও নিষ্ঠা সবার প্রশংসা অর্জন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি কুচকাওয়াজ অনুষ্ঠানের সালাম গ্রহণ করেন। এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মাহবুবুর রহমানসহ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

১১৯৮ জন সাধারণ আনসার সদস্য ১০ সপ্তাহ মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে সমাপনী কুচাকাওয়াজে অংশগ্রহণ করেন। কুচাকাওয়াজের শুরুতে প্রধান অতিথি প্যারেড পরিদর্শন করেন। পরে প্রশিক্ষণার্থীরা ৬ সারিতে মার্চপাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানান। এরপর প্রধান অতিথি কৃতী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন। মো. শহিদ হোসেন (শ্রেষ্ঠ ড্রিল), মো. তামজীদ হুসাইন (শ্রেষ্ঠ ফায়ারার) এবং আখিবুল ইসলাম (চৌকস) প্রশিক্ষণার্থী সাধারণ আনসার হিসেবে প্রধান অতিথির নিকট থেকে এ পুরস্কার গ্রহণ করেন।

বিমানবন্দর, সমুদ্রবন্দর, বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, সংসদ ভবন, মেট্রোরেল, পদ্মা সেতু, হোটেল, ইপিজেডসহ সারাদেশে সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ৪ হাজার ৭৪৯টি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৭৬৩ জন অঙ্গীভূত আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

এমএসএম / জামান

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত