ঢাকা বৃহষ্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

অশ্রু ও হাসি 


শাহনাজ শাহীন photo শাহনাজ শাহীন
প্রকাশিত: ১৫-১১-২০২১ রাত ১০:৩৫
অশ্রু ও হাসি 
শাহনাজ শাহীন 
 
মনের দুঃখ বিনিময় আমি করবো না জনতার আনন্দের জন্য , 
দুঃখ তৈরি করে এমন চোখের জল আমি ফেলব না ,
আমার  থেকে প্রবাহিত দুঃখগলো পরিণত হোক  হাসিতে , 
 আমার জীবন এক ফোঁটা  অশ্রু 
আর এক ঝলক হাসি,  
আখিঁজল আমার অন্তর কে করে শুদ্ধ ,
আর বুঝতে দেয় জীবনের গোপন অধ্যায় কি! 
এক ঝলক হাসি টেনে নেয়   দয়ার সাগরে , 
আর দেয় অলোকিক গৌরবের প্রতীক ,
চোখের জল একত্রিত করে  ভাঙ্গা হৃদয়ের ,
একটি হাসি দেয়  আমার অস্তিত্বের চিহ্ন 
আমি ক্লান্ত আর হতাশার চেয়ে 
সুদীর্ঘ আর কাঙ্ক্ষিত মৃত্যুকে চাই ,
আমি আমার আত্মার গভীরে 
প্রেম ও সৌন্দর্যের জন্য ক্ষুধার্ত হতে চাই ,
কারণ আমি দেখেছি সব চাইতে 
সন্তুষ্টি জনেরা বড় হতভাগা ।

এমএসএম / এমএসএম