মুক্তিযোদ্ধার স্বীকৃতি আদায়ে এখনো যুদ্ধ করে যাচ্ছেন শামসুল ইসলাম
দেশ স্বাধীন হয়ে পার হয়েছে ৫০ বছর। তৎকালীন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অধিনায়ক জেনারেল আতাউল গণি ওসমানী স্বাক্ষরিত স্বাধীনতা সংগ্রামের সনদ পেলেও মন্ত্রণালয়ের গেজেটে নাম আসেনি ১৯৭১ সালে দেশ স্বাধীনে অংশ নেয়া সাহসী সম্মুখযোদ্ধা শামসুল ইলামের। মুক্তিযোদ্ধার স্বীকৃতি না পাওয়ায় বঞ্চিত হচ্ছেন সব ধরনের সুযোগ-সুবিধা থেকে। জীবনের শেষ সময়ে এসে একজন দেশপ্রেমিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির তালিকায় নিজের নাম দেখে মরতে চান দেশমাতৃকার টানে ঝাঁপিয়ে পড়া এই মুক্তিযোদ্ধা।
মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম জানান, ভারতের হরিনা আর্মি ক্যাম্পে ট্রেনিং ইনস্ট্রাক্টর (সীতাকুণ্ড, চট্টগ্রাম) মরহুম হাবিলদার ওয়াজিউল্লাহর ইউনিটে ১৪ দিন ট্রেইনিং শেষে দেশে এসে আবু সালেহ নেতৃত্বাধীন যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার শামসুদ্দিনের অধীনে চট্টগ্রাম-কক্সবাজার এরিয়ায় সম্মুখ সমরে যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি।
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের মজিদের পাড়া গ্রামে তার জন্ম। যুদ্ধপরবর্তী সময়ে প্রবাসে চলে যাওয়ায় মুক্তিযোদ্ধাদের গেজেটে নাম আসেনি। দেশে ফিরে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও কোনো কাজ হয়নি। সবশেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আবেদনপত্রের অনুলিপি তিনি জামুকায় জমা দেন।
তিনি বলেন, জামুকায় অনুলিপি জমা দেয়ার পর বহুদিন চলে গেছে, জামুকা থেকে কোনো চিঠি দিয়ে আমাকে কিছুই জানায়নি। আমি জানি না কবে এ স্বীকৃতি পাওয়া যাবে। যে দেশের জন্য এত করেছি সে দেশের মুক্তিযুদ্ধের স্বীকৃতি নিয়ে শেষশয্যায় যেতে পারব কি-না জানি না।
এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার বলেন, শামসুল ইসলাম মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন, এতে কোনো সন্দেহ নেই। দীর্ঘদিন প্রবাসে থাকায় তালিকাভুক্ত হতে পারেননি। এখন কাগজপত্র জমা দিয়ে আপিলের সুযোগ রয়েছে কি-না তা খতিয়ে দেখব।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু বলেন, ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত লোহাগাড়ায় নতুনভাবে ৪ জনের নাম তালিকায় এসেছে। তিনি মুক্তিযোদ্ধা শামসুল ইসলামের রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার বিষয়টি গুরুত্বের সহিত দেখবেন বলে আশ্বস্ত করেন এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) যোগাযোগ করার পরামর্শ প্রদান করেন।
এমএসএম / জামান
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫