মুক্তিযোদ্ধার স্বীকৃতি আদায়ে এখনো যুদ্ধ করে যাচ্ছেন শামসুল ইসলাম

দেশ স্বাধীন হয়ে পার হয়েছে ৫০ বছর। তৎকালীন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অধিনায়ক জেনারেল আতাউল গণি ওসমানী স্বাক্ষরিত স্বাধীনতা সংগ্রামের সনদ পেলেও মন্ত্রণালয়ের গেজেটে নাম আসেনি ১৯৭১ সালে দেশ স্বাধীনে অংশ নেয়া সাহসী সম্মুখযোদ্ধা শামসুল ইলামের। মুক্তিযোদ্ধার স্বীকৃতি না পাওয়ায় বঞ্চিত হচ্ছেন সব ধরনের সুযোগ-সুবিধা থেকে। জীবনের শেষ সময়ে এসে একজন দেশপ্রেমিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির তালিকায় নিজের নাম দেখে মরতে চান দেশমাতৃকার টানে ঝাঁপিয়ে পড়া এই মুক্তিযোদ্ধা।
মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম জানান, ভারতের হরিনা আর্মি ক্যাম্পে ট্রেনিং ইনস্ট্রাক্টর (সীতাকুণ্ড, চট্টগ্রাম) মরহুম হাবিলদার ওয়াজিউল্লাহর ইউনিটে ১৪ দিন ট্রেইনিং শেষে দেশে এসে আবু সালেহ নেতৃত্বাধীন যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার শামসুদ্দিনের অধীনে চট্টগ্রাম-কক্সবাজার এরিয়ায় সম্মুখ সমরে যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি।
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের মজিদের পাড়া গ্রামে তার জন্ম। যুদ্ধপরবর্তী সময়ে প্রবাসে চলে যাওয়ায় মুক্তিযোদ্ধাদের গেজেটে নাম আসেনি। দেশে ফিরে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও কোনো কাজ হয়নি। সবশেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আবেদনপত্রের অনুলিপি তিনি জামুকায় জমা দেন।
তিনি বলেন, জামুকায় অনুলিপি জমা দেয়ার পর বহুদিন চলে গেছে, জামুকা থেকে কোনো চিঠি দিয়ে আমাকে কিছুই জানায়নি। আমি জানি না কবে এ স্বীকৃতি পাওয়া যাবে। যে দেশের জন্য এত করেছি সে দেশের মুক্তিযুদ্ধের স্বীকৃতি নিয়ে শেষশয্যায় যেতে পারব কি-না জানি না।
এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার বলেন, শামসুল ইসলাম মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন, এতে কোনো সন্দেহ নেই। দীর্ঘদিন প্রবাসে থাকায় তালিকাভুক্ত হতে পারেননি। এখন কাগজপত্র জমা দিয়ে আপিলের সুযোগ রয়েছে কি-না তা খতিয়ে দেখব।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু বলেন, ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত লোহাগাড়ায় নতুনভাবে ৪ জনের নাম তালিকায় এসেছে। তিনি মুক্তিযোদ্ধা শামসুল ইসলামের রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার বিষয়টি গুরুত্বের সহিত দেখবেন বলে আশ্বস্ত করেন এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) যোগাযোগ করার পরামর্শ প্রদান করেন।
এমএসএম / জামান

আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি

নোয়াখালী -৪ আসন থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় দেশসেরা বড়লেখা সরকার ডিগ্রি কলেজ

কুড়িগ্রামে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র্যালী

ভোটাধিকার ফিরিয়ে আনা ও নির্যাতনের বিচারই প্রথম কাজঃ কুমিল্লায় ডা. জাহিদ হোসেন

বড়লেখায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৫

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে সীতাকুণ্ড বিএনপি- জামায়াতের বিশাল মিছিল

ঘোড়াঘাটে সেনাবাহিনীর সংস্থা এমএফআরও কর্তৃক প্রেস ব্রিফিং

কুতুবদিয়ায় গাঁজাসহ একজন গ্রেফতার

আনোয়ারা উপজেলা বিএনপির ঐতিহাসিক বিজয় র্যালীতে নেতাকর্মীর ঢল

কোম্পানীগঞ্জের হাজারীহাট হাই স্কুল এন্ড কলেজ'র এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রক্তঝরা জুলাই গনঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বড়লেখায় জামায়াতের গন সমাবেশ
