ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

করোনা


আহাদ আলী মোল্লা  photo আহাদ আলী মোল্লা
প্রকাশিত: ১০-৬-২০২১ দুপুর ১২:২৩

করোনা
আহাদ আলী মোল্লা 

করোনা খুব গ্রামাঞ্চলেও
ভয়াল আঘাত হানছে,
নতুন নতুন রকম সকম
ধরন-ধারন আনছে।

স্বাস্থ্য বিধি কে কোন সময়
সঠিকভাবে মানছে?
এই কারণেই করোনা রোজ
নিজের পানে টানছে।

কার দেহে কোন ধরন আছে
কেউ কখনো জানছে?
সংক্রমিত হাজার মানুষ
আটকিয়ে দম কানছে।

কোভিড উনিশ দেহে দেহে
ঢেঁকিতে ধান ভানছে
তোমার দেহেও ঢুকতে পারে
রয়েছে সে চান্সে।

এমএসএম / এমএসএম