ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

মির্জাগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ


মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ photo মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ
প্রকাশিত: ২১-১১-২০২১ দুপুর ৪:২০
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে পাল্টাপাল্টি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। গতকাল শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর একাধিক নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। গত দুদিন আগে নির্বাচনী প্রচারণা করার সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এতে দুপক্ষের কমপক্ষে ৬ জন আহত হয়। স্বতন্ত্র প্রার্থীর ৩ সমার্থক এখনো মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে মজিদবাড়িয়া ইউনিয়নে উত্তেজনাকর ও ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে।
 
রোববার (২১ নভেম্বর) দুপুরে স্বতন্ত্র প্রার্থী মো. সহিদুল্লাহ (সানু মোল্লা) তার নির্বাচনী ক্যাম্প ও তার কর্মীদের জীবননাশের হুমকি এবং দোকান ভাংচুর করে মালামালের ক্ষয়ক্ষতির অভিযোগ দিয়েছেন দায়িত্বরত রিটার্নিং অফিসার মো. তানজিমুল ইসলামের কাছে। অভিযোগে তিনি ‍উল্লেখ করেন, ২০ নভেম্বর শনিবার সন্ধ্যার পর আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী মো. গোলাম সরোয়ার (কিচলু) হাওলাদারের দুই ছেলের নেতেৃত্বে শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে আমার বাড়ির সামনে কুদবারচর হাবিব বাজার থেকে মিছিলের পাশাপাশি দোকানে ও নির্বাচনী ক্যাম্পে হামলা চালায়। এছাড়াও ইউনিয়নের গাজীর বাজার ও খলিশাখালী বাজারের নির্বাচনী ক্যাম্পে হামলা করে অফিস ঘরের চেয়ার ভাংচুর করে এবং সাউন্ডবক্স সড়কের পাশে ফেলে দেয় নৌকার সমর্থকরা।
 
এ বিষয়ে নৌকা মার্কার প্রার্থী মো. গোলাম সরোয়ার কিচলু এ ঘটনা অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে তারা নানা কথা রটাচ্ছে। আমি এবার এমন একটি নির্বাচন করছি তা আমি স্বপ্নেও ভাবেনি। আজকে একটি স্বাধীনতাবিরোধী রাজাকার পরিবার ও শান্তি কমিটির লোকের সাথে নির্বাচন করছি। স্থানীয় আওয়ামী লীগের নামধারী কিছুসংখ্যক লোকের ইন্ধনে তারা এটা করছে। স্বতন্ত্র প্রার্থীর লোকজন আমার ইউনিয়নের হাবিব বাজার ও কুদবারচরের পাগলা বাজারে একটি ফার্মেসি, দোকানঘর, চায়ের দোকান, নির্বাচনী অফিস ভাংচুর করেছে গত কয়েকদিন আগে। আমার কর্মী নির্বাচনী পোস্টার লাগানোর সময়ে ৩ জনকে পিটিয়ে আহত করেছে স্বতন্ত্র প্রার্থীর লোকজন। স্বতন্ত্র প্রার্থী এলাকার বাইর থেকে লোকজন ভাড়া করে এলাকার মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করছে। 
 
এ ব্যাপারে উপজেলা দায়িত্বরত রিটার্নিং অফিসার ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ দিয়েছেন নৌকা মার্কার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 
 
মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই ইউনিয়নে পুলিশের টহল জোরদার রয়েছে। টহল পুলিশ শনিবার বিকেলে হাবিব বাজার এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ (ছোরা) একজনকে আটক করে। তবে নির্বাচনী ক্যাম্প ভাংচুরের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

কুলাউড়ায় ১০ কোটি টাকার সরকারি জমি দখল করে ইকোপার্ক, গুঁড়িয়ে দিলো প্রশাসন

চৌগাছার রাবেয়া হত্যা মামলার আসামী তামিম অবশেষে আটক

মির্জাগঞ্জে টাকার অভাবে চিকিৎসা বন্ধ নিজাম মিয়ার

খুলনা নড়াইল মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

সওজের জমি লীজের নামে সার্ভেয়ার আজিজের অবৈধ সম্পদ অর্জন

গোপালগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রী ডেন্টাল ক্যাম্পেইন আয়োজনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন

বিএনপি ক্ষমতায় আসলে কৃষকের মুখে হাসি ফুটবে: হাসান জাফির তুহিন

বিএনপি ক্ষমতায় আসলে জনগণের মৌলিক অধিকার পূরণ করা হবে: ডা. শাহাদাত

উলিপুরে ভালো ফলনের সম্ভাবনা কপি চাষে বেশি দামে বিক্রির আশায় পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা

শান্তিগঞ্জে পিআইসি সদস্যদের নিয়ে কর্মশালা

শান্তিগঞ্জের পাগলায় পিকআপের ধাক্কায় যুবক নিহত

৩৩ নং ওয়ার্ড বিএনপিকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই : মোহাম্মদ আলী

বাঁশখালীতে চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি ত্রাস রাসেল রাহী গ্রেফতার