ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

মেয়র পদ হারানোর আগেই স্বেচ্ছায় পদত্যাগ করবেন জাহাঙ্গীর


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ২২-১১-২০২১ দুপুর ৩:২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার করার পর জাহাঙ্গীর আলম এবার মেয়র পদও হারাতে পারেন বলে মনে করেন আইন বিষেজ্ঞরা। তবে মেয়র পর হারানোর আগেই স্বেচ্ছায় পদত্যাগ করারও গুঞ্জন রয়েছে।

সুপ্রিমকোর্টের আইনজীবী রেজাউল করিম রেজা বলেন, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ধারা ১৩(ঘ) এবং ১২(১) ধারা অনুসারে গুরুতর অসদাচরণের জন্য গাজীপুর সিটি কপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে তার মেয়র পদ থেকে সাময়িক বহিষ্কার অথবা চূড়ান্ত বহিষ্কার করার ক্ষমতা স্থানীয় সরকার বিভাগের রয়েছে। ফলে মেয়র ইচ্ছা করলেও আর তার পদে বহাল থাকার কোনো সুযোগ নেই। অন্যদিকে মেয়র স্বেচ্ছায় পদত্যাগ করবেন, ‍এমন গুঞ্জন এখন সর্বত্র ছড়িয়ে গেছে। আর স্বেচ্ছায় পদত্যাগ না করলেও তিনি মেয়র হিসেবে থাকতে পারছেন না।

এই আইনজীবীর মতে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধকে নিয়ে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি ও অথবা কোনো ব্যক্তি বিরূপ কুরুচিসম্পূর্ণ মন্তব্য ও বিতর্কের সৃষ্টি করলে সেটি সরাসরি রাষ্ট্রদোহিতার শামিল হিসেবে গন্য হয়। শুধু স্থানীয় সরকার আইন নয়, পাশপাশি ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ধারা ২১(২) ও ২৯-এর বিধান মতে ১০ বছরের সাজা অথবা ১ কোটি জরিমানা হতে পারে। অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন মেয়র জাহাঙ্গীর।

আওয়ামীলীগ থেকে বহিষ্কার হওয়ার পর থেকে পরিস্থিতির নানা দিক বিবেচনা করার জন্য দিনে-রাতে মেয়র জাহাঙ্গীর তার অনুসারীদের বাসায় ডেকে নিয়ে আসছেন। ঘণ্টার পর ঘণ্টা করছেন রুদ্ধদ্বার বৈঠক।

মেয়রের বাসায় বৈঠকে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা বলেন, প্রধানমন্ত্রী চাইলে তিনি মেয়র পদ থেকেও সরে দা‍ঁড়াবেন। এছাড়া দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার পরামর্শ দেন। পাশপাশি রিভিউ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সবকিছুই যদি তার (মেয়র) প্রতিকূলে থাকে তখন আর কিছুই কী করার থাকবে সরে দাঁড়ানো ছাড়া।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে মন্ত্রিসভা বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের একই ধরনের কথা গণ্যমাধ্যমে প্রকাশ পায়। দল থেকে বহিষ্কার হওয়ার পর গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়ে ‘আইনটা (সিটি করপোরেশন আইন) দেখে পর্যালোচনা করে ২-১ দিনের মধ্যে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

অন্যদিকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ্ খান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করে যে ধৃষ্টতা দেখিয়েছে মেয়র জাহাঙ্গীর, তা শুধু বহিষ্কারে শেষ হতে পারে না। আমার বিশ্বাস, খুব শীঘ্রই দলের হাইকমান্ড থেকে সিদ্ধান্ত আসবে তার বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার মামলা করার। আমাদের মামলার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্দেশ পাওয়ামাত্রই মামলা দায়ের করা হবে। এছাড়া আমি গাজীপুরের নাগরিক হয়ে কখনো স্বাধীনতাবিরোধীমনা একজন মানুষকে মেয়র মানি না। তাকে বরখাস্ত করা হোক।

এমএসএম / জামান

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি

মেহেরপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের মৃত ভাতা প্রদান

ভূরুঙ্গামারীতে নদীর বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে

নরসিংদীতে সম্মানজনক বেতন ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

দোহার-নবাবগঞ্জে পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত