ঢাকা রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

ইউপি নির্বাচনে পক্ষে না থাকায় তিন যুবককে লোহার শিকলে বেঁধে মারধর


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২৩-১১-২০২১ দুপুর ১১:৩১

ধামরাইয়ের বালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে পক্ষে না থাকায় তিন যুবককে লোহার শিকলে বেঁধে মারধর ও হত্যাচেষ্টা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম সূত্রাপুর চৌরাস্তা বাজার বাসস্ট্যান্ড এলাকায়। এ ঘটনায় নবনির্বাচিত ওই চেয়ারম্যানসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।

এদিকে মাইকে প্রচার করে চেয়ারম্যানের লোকজন রণ প্রস্তুতির ঘোষণা দেয়। এতে পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে। দফায় দফায় চলে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া। পরে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঘটনায় জড়িতদের গ্রেফতারে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ধামরাই থানা পুলিশি।

এলাকাবাসী জানান, উপজেলার বালিয়া ইউনিয়নের দূনিগ্রাম এলাকার মো. ইসরাফিল হোসেন, মো. শাকিল আহাম্মেদ ও মো. সজিব হোসেন গত ১১ নবেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান বিজয়ী চেয়ারম্যান মো. মজিবর রহমানের বিপক্ষে অবস্থান নেন। এ কারণে ওই চেয়ারম্যানের সঙ্গে তাদের শত্রুতার সৃষ্টি হয়।

নির্বাচনে বিজয়ের পর ওই চেয়ারম্যান, আব্দুল মজিদ শামসুল আলম গেদু এবং সুজন তিন যুবককে বিভিন্ন স্থানে খুঁজে বেড়ান। সোমবার বিকেল ৫টার দিকে একটি মোটরসাইকেলযোগে যাওয়ার সময় পশ্চিম সূত্রাপুর চৌরাস্তা বাজার বাসস্ট্যান্ড এলাকায় ওই তিন যুবককে আটক করে ওই ইউপি চেয়ারম্যান ও তার লোকজন। পরে তাদের লোহার শিকলে বেঁধে রেখে লোহার রড, বাঁশের লাঠি ও হকিস্টিক দিয়ে অমানুষিক নির্যাতন কর‍া হয়। একপর্যায়ে তাদের হাত-পা গুঁড়িয়ে ফেলে হত্যার চেষ্টা করা হয়। তাদের ব্যবহৃত মোটরসাইকেলও ভাংচুর করা হয়। ঘটনাটি এলাকাবাসী জানতে পেরে তারা দ্রুত লাঠিসোটাসহ ওই তিন যুবকের প্রাণ বাঁচাতে এগিয়ে এলে সংঘর্ষ শুরু হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে ওই তিন যুবককে উদ্ধারের পর সাটুরিয়া সরকারি আবাসিক হাসপাতালে নেয়া হলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

খবর পেয়ে সাভার-ধামরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মো. ওয়াহিদ পারভেজ ও কাওয়ারীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. রাসেল মোল্লাসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনস্থলে আসে। এরপর তারা অভিযান চালিয়ে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. মজিবর রহমান, আব্দুল মজিদ, আব্দুর রহমান, শামসুল আলম গেদু, শিহাব আহাম্মেদ, নজুমুদ্দিন, রাজন আহাম্মেদ, মজিবর আলী, পাপিয়া আক্তার ও রাশিদা বেগমকে আটক করে।

এ ব্যাপারে ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মো. ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। একজন জনপ্রতিনিধির নেতৃত্বে এমন কর্মকাণ্ড কাম্য নয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সাভার-ধামরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে নবনির্বাচিত ইউপি সদস্যসহ ১১ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

চট্টগ্রাম ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন

লাকসামের অলি-গলিতে শীতের পিঠা বিক্রেতাদের মহা-ধুমধাম

শেরপুরে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

মনপুরায় আইনের জালে প্রভাবশালী ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার, আ.লীগ নেতা আটক

শালিখায় ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করলেন-জেলা প্রশাসক

গজারিয়া সেনাবাহিনীর অভিযানে আটক ৪

সিংগাইরে জমি বিক্রির পরও দখল বুঝিয়ে না দেয়ার অভিযোগ

চন্দনাইশে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

দাউদকান্দিতে চলন্ত বাসে ভয়াবহ আগুন: নিহত ৪, দগ্ধ অন্তত ৩৫

নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসহ ৬জন গ্রেফতার

‎গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা: কথা বলার ডিভাইসসহ পরীক্ষার্থী আটক

বাউফলে ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২

কুড়িগ্রামে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ১০