ইউপি নির্বাচনে পক্ষে না থাকায় তিন যুবককে লোহার শিকলে বেঁধে মারধর

ধামরাইয়ের বালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে পক্ষে না থাকায় তিন যুবককে লোহার শিকলে বেঁধে মারধর ও হত্যাচেষ্টা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম সূত্রাপুর চৌরাস্তা বাজার বাসস্ট্যান্ড এলাকায়। এ ঘটনায় নবনির্বাচিত ওই চেয়ারম্যানসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।
এদিকে মাইকে প্রচার করে চেয়ারম্যানের লোকজন রণ প্রস্তুতির ঘোষণা দেয়। এতে পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে। দফায় দফায় চলে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া। পরে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঘটনায় জড়িতদের গ্রেফতারে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ধামরাই থানা পুলিশি।
এলাকাবাসী জানান, উপজেলার বালিয়া ইউনিয়নের দূনিগ্রাম এলাকার মো. ইসরাফিল হোসেন, মো. শাকিল আহাম্মেদ ও মো. সজিব হোসেন গত ১১ নবেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান বিজয়ী চেয়ারম্যান মো. মজিবর রহমানের বিপক্ষে অবস্থান নেন। এ কারণে ওই চেয়ারম্যানের সঙ্গে তাদের শত্রুতার সৃষ্টি হয়।
নির্বাচনে বিজয়ের পর ওই চেয়ারম্যান, আব্দুল মজিদ শামসুল আলম গেদু এবং সুজন তিন যুবককে বিভিন্ন স্থানে খুঁজে বেড়ান। সোমবার বিকেল ৫টার দিকে একটি মোটরসাইকেলযোগে যাওয়ার সময় পশ্চিম সূত্রাপুর চৌরাস্তা বাজার বাসস্ট্যান্ড এলাকায় ওই তিন যুবককে আটক করে ওই ইউপি চেয়ারম্যান ও তার লোকজন। পরে তাদের লোহার শিকলে বেঁধে রেখে লোহার রড, বাঁশের লাঠি ও হকিস্টিক দিয়ে অমানুষিক নির্যাতন করা হয়। একপর্যায়ে তাদের হাত-পা গুঁড়িয়ে ফেলে হত্যার চেষ্টা করা হয়। তাদের ব্যবহৃত মোটরসাইকেলও ভাংচুর করা হয়। ঘটনাটি এলাকাবাসী জানতে পেরে তারা দ্রুত লাঠিসোটাসহ ওই তিন যুবকের প্রাণ বাঁচাতে এগিয়ে এলে সংঘর্ষ শুরু হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে ওই তিন যুবককে উদ্ধারের পর সাটুরিয়া সরকারি আবাসিক হাসপাতালে নেয়া হলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
খবর পেয়ে সাভার-ধামরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মো. ওয়াহিদ পারভেজ ও কাওয়ারীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. রাসেল মোল্লাসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনস্থলে আসে। এরপর তারা অভিযান চালিয়ে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. মজিবর রহমান, আব্দুল মজিদ, আব্দুর রহমান, শামসুল আলম গেদু, শিহাব আহাম্মেদ, নজুমুদ্দিন, রাজন আহাম্মেদ, মজিবর আলী, পাপিয়া আক্তার ও রাশিদা বেগমকে আটক করে।
এ ব্যাপারে ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মো. ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। একজন জনপ্রতিনিধির নেতৃত্বে এমন কর্মকাণ্ড কাম্য নয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সাভার-ধামরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে নবনির্বাচিত ইউপি সদস্যসহ ১১ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন

শান্তিগঞ্জে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন
