দক্ষিণ সুরমা কলেজের ইংরেজি ডিপার্টমেন্টের সেমিনার লাইব্রেরির উদ্বোধন

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে দক্ষিণ সুরমা কলেজের ইংরেজি ডিপার্টমেন্টের সেমিনার হলরুমে সেমিনার লাইব্রেরির উদ্বোধন ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে ইংরেজি বিভাগের প্রভাষক শ্যামলী চক্রবর্তীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবজিৎ সিনহা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আখঞ্জি।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষাবিদ রেজাউল কিবরিয়া, দক্ষিণ সুরমা কলেজের শিক্ষক মতিউর রহমান, মোহাম্মদ আশরাফুল হক, রাহেলা হক, রওনক জাহান, সালমা ইয়াসমিন, মো. মুহিবুর রহমান, মো. সাব্বির আহমদ, মো. আতাউর রহমান, পলাশ রঞ্জন দাশ, সুভাষ চন্দ্র সাহা, সুমন রায়, মোস্তাফিজুর রহমান, মো. মুহিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে দেবজিৎ সিনহা বলেন, বর্তমান সময়ে শিক্ষা কার্যক্রমের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আরো মনোযোগী হতে হবে। দক্ষিণ সুরমা সরকারি কলেজে আজকের এই লাইব্রেরি সেমিনার হল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বিশেষ করে ইংরেজি ডিপার্টমেন্ট ইংরেজি সাহিত্যের ছাত্র-ছাত্রীদের জন্য এটা খুবই জরুরি।
বিশেষ বক্তার বক্তব্যে সিলেট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হায়াতুল ইসলাম আখঞ্জি বলেন, জীবন পুষ্পশয্যা নয়, অনেক বেশি কণ্টাকাকীর্ণ। জয়ী হওয়ার মনোভাব নিয়ে যুদ্ধে গেলে জয়লাভ করা যায়। জীবন একটি যুদ্ধক্ষেত্রই। অধ্যবসায়, অনুশীলন আর সততার মাধ্যমে জীবনকে উপভোগ করতে হবে। আর ইংরেজি ছাড়া সাফল্যময় ক্যারিয়ার ভাবাই যায় না। তিনি ইংরেজি দক্ষতা অর্জনের আহ্বান জানান এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে সবাইকে কাজ করতে উদ্বুদ্ধ করেন।
সভাপতির বক্তব্যে দক্ষিণ সুরমা কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ড. দিপু মনির নেতৃত্বে বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে এগিয়ে গেছে বহুদূর। বর্তমানে বাংলাদেশ সম্পূর্ণভাবে নিরক্ষরমুক্ত দেশ হওয়ার পথে হাঁটছে। সরকারের আন্তরিকতা ও যুগোপযোগী সিদ্ধান্তের কারণে বিশ্বদরবারে বাংলাদেশ শিক্ষা বিপ্লব আলোচিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ সুরমা সরকারি কলেজ ও সুনামের সাথে সিলেটে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করে যাচ্ছে এবং আগামীতেও সিলেটের ভালো ফলাফল নিয়ে আসবে আমাদের কলেজ,
তিনি আরো বলেন, কলেজের ইংরেজি ডিপার্টমেন্টে সেমিনার লাইব্রেরি কলেজের শিক্ষা ক্রার্যক্রমকে আরো একধাপ এগিয়ে নিয়ে গেছে। তিনি সার্টিফিকেটপ্রাপ্ত সবাইকে ধন্যবাদ ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে সদ্য স্নাতক সম্পন্ন ছাত্রছাত্রীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা
