ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

বালাগঞ্জে ভোটাদের শতভাগ উপস্থিতি দেখিয়ে আলোচনায় ইসি


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১১-২০২১ দুপুর ২:৪৩

বিগত পাঁচটি বছর একটি মানুষ মৃত্যুবরণ করেনি, প্রবাসেও যায়নি এবং বেশ কয়েক বছরের ইতিহাস পাল্টে দিয়েছে শতভাগ ভোট গ্রহণ দেখিয়ে এমন আচমকা তথ্য পাওয়া গেয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে। সিলেটের বালাগঞ্জে গত ১১ নভেম্বর ২য় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা সদর ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতির সংখ্যা নিয়ে আলোচনার তর্ক-বিতর্কের থুপে পড়েছে বালাগঞ্জ উপজেলা নির্বাচন অফিস।

ফরম-ঠ-১ নির্বাচনের প্রিজাইডিং অফিসার কর্তৃক সরবরাহকৃত গণনার ফলাফলের তালিকায় দেখা যায়, সদর ইউনিয়নের বির্ত্তুনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২হাজার ২শ ৬৯টি। নির্বাচনের ফলাফলেও দেখা হয়েছে শতভাগ উপস্থিতি অর্থাৎ ভোট কাস্ট হয়েছে ২হাজার ২শ ৬৯টি। এ নিয়ে জনমনে উপহাস-ক্ষোভের রাজ্যে পরিনত হয়েছে এনির্বাচন। এবং সোশ্যাল মিডিয়ায় এনিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। জন্মদিচ্ছে নতুন নতুন প্রশ্নের! এই ভোট সেন্টারের নির্বাচনের ডিউটিরত এক বিশ্বস্থ মাধ্যম ও একাধিক নাগরিকের কাছ জানা যায়, ভোট কেন্দ্রে সেদিন তেমন ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। ধারণা করা হচ্ছে ৭০শতাংশ ভোটারদের উপস্থিতি।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সচেতন নাগরিক বলেছেন, নির্বাচন কেমন স্বচ্ছ হয়েছে তা বির্ত্তুনীয়া ভোট কেন্দ্রের দিকে থাকালে বুঝা যায়। এই এলাকার অনেক মানুষ মৃত্যুবরণ করছেন আবার অনেকেই প্রবাসে রয়েছেন। তাহলে কিভাবে কাঁটায় কাঁটায় শতভাগ ভোট কাষ্ট হলো ? এদিকে সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গৌরীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জালিয়াতি করে সাধারণ সদস্য পদে পরাজিত প্রার্থীকে ১০ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণার অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে ব্যালট পেপারে অমিল পাওয়ার অভিযোগ ওঠেছে। এমন সব অভিযোগের পর সাঙ্গ হয়েছে বালাগঞ্জ ইউপি নির্বাচন।

নির্বাচনোত্তর এমন আলোচনা-সমালোচনার স্তুপে পরেছে ইউপি নির্বাচন। এব্যাপারে বির্ত্তুনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাডিং অফিসার পল্লি দারিদ্র বিমোচন ফাউন্ডেশন অফিসার ফরহাদ মনসুর জানান, আমার উপর চতুর্দিক থেকে চাপসৃষ্টি করা হয়েছে। আমাকে বার বার ভয়ভীতি দেখানো হয়েছে। সেই পরিস্থিতিতে আমি ফলাফল তৈরী করেছি ভুলভ্রান্তি হওয়াটা স্বাভাবিক। ফলাফল পুনঃগণনা হলে সেই ভুলটা বের হবে। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, নির্বাচন অফিসার ফলাফল গণনার সময় আমাকে একটু সতর্ক করলে তখনই এটির সমাধান হয়েযেতো।
এপ্রসঙ্গেঁ দেওয়ানবাজার, বালাগঞ্জ, পশ্চিম গৌরীপুর ইউপির দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহরাব আহমেদ কে মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। 

এমএসএম / এমএসএম

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩০তম কারাম উৎসব পালিত