হাটহাজারীতে ছেলের হাতে বাবা খুন : ছেলে আটক
চট্টগ্রামের হাটহাজারীতে ছেলে জাহেদুল ইসলামের (১৮) হাতে বাবা শাহআলম (৫০) খুন হয়েছেন। শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আমিন মোহাম্মদ মুন্সি আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়, প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নিহত শাহআলম মাদক সেবন করার জন্য টাকা চাইতে গেলে পরিবারের সাথে ঝগড়া শুরু করে। একপর্যায়ে জাহেদুল আলম ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। উপস্থিত লোকজন জাহেদুল আলমকে আটক করে থানা পুলিশকে অবহিত করেন।
এদিকে আহতাবস্থায় শাহআলমকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পু্লশি ঘটনাস্থলে গিয়ে খুনি ছেলেকে আটক করে।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজিব শর্মা জানান, খবর পাওয়ার পর অভিযুক্ত জাহেদুল ইসলামকে আটক করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান