ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

পটিয়ায় ৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ২৯-১১-২০২১ রাত ১১:১

৪র্থ ধাপের ইউপি নির্বাচনে চট্টগ্রামের পটিয়ায় ১৭টি ইউনিয়নের ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে উপজেলা নির্বাচন কমিশন। এর মধ্যে ৩জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, ৩জন সাধারণ সদস্য, এবং সংরক্ষিত নারী সদস্য রয়েছে ২জন।

সোমবার (২৯ নভেম্বর) সন্ধায় মনোনয়ন ফরম যাচাই-বাছাই শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইনী এই তথ্য গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।মনোনয়ন হারানো প্রার্থীরা হলেন, ছনহরা ইউনিয়নের ইসলামী আন্দোলন থেকে চেয়ারম্যান প্রার্থী আ.ফ.ম মোহাম্মদ আইয়ুব, কাশিয়াইশ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ কাইছ ও কুসুমপুরা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাকারিয়া ডালিম।

এছাড়াও সদস্য পদে কুসুমপুরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আবু তৈয়ব, কেলিশহর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মোহাম্মদ রফিক এবং ৯ নং ওয়ার্ডের মোহাম্মদ খোরশেদ, হাইদগাঁও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের তসলিমা নুর, হাবিলাসদ্বীপ ইউনিয়নের ১, ২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের শারমিন আকতারের মনোনয়ন বাতিল করা হয়েছে।

উপজেলা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে, দলীয় কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আইয়ুবের মনোনয়ন বাতিল করা হয়েছে। আর ঋণ খেলাপি হওয়ায় বাতিল হয়েছে কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কাইছের মনোনয়ন।

এছাড়া আয়কর রির্টানের সত্যায়িত কপি দেখাতে না পারায় কুসুমপুরা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাকারিয়া ডালিমের মনোনয়ন বাতিল করেন নির্বাচন অফিস।এদিকে বড়লিয়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহীনুল ইসলাম সানু এবং শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এহছানুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। তাঁরা দুজনই স্ব স্ব ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

এ বিষয়ে পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইনী জানান, উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত ১৭ জন, স্বতন্ত্র প্রার্থী ৪৩ জন মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। সাধারণ সদস্য পদে ৬১৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১৪১ জন মনোনয়ন ফরম জমা দেন। সোমবার যাচাই-বাছাই শেষে ৩ জন চেয়ারম্যান, ২ জন সংরক্ষিত নারী সদস্য এবং ৩ জন সাধারণ সদস্যের মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে।

বাছাই শেষে ৫৭ জন চেয়ারম্যান প্রার্থী, ৬১৩ জন সাধারণ সদস্য ও ১৩৯ জন সংরক্ষিত নারী সদস্যের মনোনয়ন বৈধ ঘোষণা করেন নির্বাচন অফিস।

তিনি আরো জানান, ৩০ নভেম্বর (মঙ্গলবার) থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বাদ পড়া প্রার্থীরা আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। ভোটগ্রহণ ২৬ ডিসেম্বর। উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে কুসুমপুরা ও হাবিলাসদ্বীপ ইউনিয়নে এবার প্রথম ইভিএম পদ্ধতিতে এবং বাকি ১৫টি ইউনিয়নে ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে।

এমএসএম / এমএসএম

দেবিদ্বার রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে আদর্শ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ও অভিভাবক সমাবেশ

পর্যটন খাতকে সমৃদ্ধ করলে উদ্যোক্তা সৃষ্টি হবে, অর্থনীতি হবে সমৃদ্ধ: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

বেনাপোলে মিজান কসাইকে জবাই করে হত্যা

রোহিঙ্গা অনুপ্রবেশ; সীমান্তে আরও অপেক্ষামাণ ২০থেকে ২৫ হাজার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন