আক্কেলপুরে বাচ্চাদের খেলার ছলে পুড়ল কৃষকের খড়ের গাদা
জয়পুরহাটের আক্কেলপুরে বাচ্চাদের খেলার ছলে কৃষকের খড়ের গাদায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে আক্কেলপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ক্ষতিগ্রস্ত কৃষক পৌর এলাকার শান্তা (বেলকুন্ডি) গ্রামের শফির উদ্দীনের ছেলে রাজু মির্জা।
ক্ষতিগ্রস্ত কৃষক, প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিজ বাড়ির পাশে রাখা খড়ের গাদায় বুধবার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাচ্চাদের মোমবাতি দিয়ে খেলার ছলে অসাবধানতায় আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি আক্কেলপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন। আগুনে কৃষক মির্জার প্রায় ৩ হাজার টাকার খড় পুড়ে যায়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, অসাবধানতায় খড়ের গাদায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমরা আগুন নেভাতে সক্ষম হই।
এমএসএম / জামান