নাঙ্গলকোটে নৌকার প্রার্থী নির্ধারণে কাউন্সিলে ভোট কারচুপি ও জাল ভোটের অভিযোগ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নির্ধারণের জন্য মঙ্গলবার রাতে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কাউন্সিল নির্বাচনে একজন ভোটার তালিকাবহির্ভূতভাবে ভোট প্রয়োগ করে এবং অপর এক ভোটার অবৈধভাবে তালিকায় নাম অন্তর্ভুক্ত করে জালিয়াতির মাধ্যমে ভোট প্রয়োগ করার অভিযোগ করেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান ও নৌকার মনোনয়নপ্রত্যাশী এমএ হামিদ।
অবৈধ ও জাল ভোটের এ নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মঙ্গলবার রাতে উপজেলা আ’লীগ নেতৃবৃন্দের বরাবর লিখিত অভিযোগ করেন তিনি। পরে বুধবার দুপুরে পেরিয়া ইউনিয়নের কাজী জোড়পুকুরিয়া এলাকার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুনরায় কাউন্সিল নির্বাচন করে প্রার্থী নির্ধারণের দাবি করেন এমএ হামিদ।
অভিযোগ ও সংবাদ সম্মেলনে এমএ হামিদ বলেন, পেরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় প্রার্থী নির্ধারণে ইউনিয়ন আওয়ামী লীগের ১২ সদস্যবিশিষ্ট কাউন্সিল ভোট অনুষ্ঠিত হয়। ভোটের সময় ভোটকেন্দ্রে এক প্রার্থীর এজেন্ট উপস্থিত রাখলেও এমএ হামিদের কোনো এজেন্ট রাখা হয়নি। আ’লীগ সভাপতি মাস্টার ইসমাইল হোসেন মজুমদার অসুস্থ থাকায় ঢাকার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। ফলে ১১ কাউন্সিলর নিয়ে ভোট হওয়ার কথা থাকলেও ভোট চলাকালীন নিয়মবহির্ভূতভাবে ইউনিয়ন আ’লীগ ২নং সাংগঠনিক সম্পাদককে ভোট প্রদানের সুযোগ দিয়ে ১২ ভোট দেখিয়ে ফলাফল ঘোষণা করা হয়। তাছাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ও ১নং যুগ্ম-আহ্বায়ক ভোট প্রয়োগের কথা থাকলেও ১নং যুগ্ম-আহ্বায়ক জাকারিয়া ইসলাম পরাগকে ভোট প্রদান করতে দেয়া হয়নি। তার পরিবর্তে উপজেলা আ’লীগ ঘোষিত নির্বাচন পদ্ধতির পরিপন্থীভাবে অন্য প্রার্থীকে জয়ী করতে জালিয়াতির মাধ্যমে ২নং যুগ্ম-আহ্বায়কের ভোট নেয়া হয়। এ দুই ভোট জালিয়াতি করে এমএ হামিদ চেয়ারম্যানকে ২ ভোটে দলীয় প্যানেলে পরাজিত দেখানো হয়েছে।
সংবাদ সম্মেলনে এমএ হামিদ আরো বলেন, আমাকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির দলীয় মনোনয়ন বোর্ড মঙ্গলবার সকালে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করে। নৌকার প্রার্থী হিসেবে আমাকে চূড়ান্ত করার পরও পরিকল্পিতভাবে ভোট জালিয়াতি করে আমাকে পরাজিত দেখানো হয়েছে। আমি কারচুপি ও জাল ভোটের কাউন্সিল নির্বাচন বাতিল করে পুনরায় কাউন্সিল ভোট গ্রহণের দাবি জানাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল, ত্রাণ বিষয়ক সম্পাদক দ্বীন মোহাম্মদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ কোরবান আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নুরু, আ’লীগ নেতা হাজী সিদ্দীকুর রহমান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক কামাল হোসেন, মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক শাহাপরান মজুমদার, ১নং যুগ্ম-আহ্বায়ক জাকারিয়া ইসলাম পরাগ প্রমুখ।
এমএসএম / জামান
মুরাদনগরে সাইম-পারভেজের অবৈধ ড্রেজার বানিজ্য ডিসিখাল ভরাট
জুড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নন্দীগ্রামে স্কুল ভবন উদ্বোধন এবং ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত
ধামইরহাটে ফতেপুর বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
চৌদ্দগ্রামে মহাসড়কে ডিবি পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই, থানায় মামলা
বেনাপোলে সেই শিশুকে দত্তক নিলেন ব্যবসায়ী দম্পতি
রাতের আঁধারে মাদ্রাসার গাছ কাটা নিয়ে ইউএনওর কাছে সাবেক সভাপতির অভিযোগ
কোটালীপাড়ায় পারিবারিক পুষ্টিবাগানে কৃষকের হাসি
পাবনা'য় আমনের বাম্পার ফলন: কৃষকের মুখে হাঁসি
সন্দ্বীপে ধানের শীষের প্রচারনায় বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন
পাঁচবিবিতে মাঠ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুড়িগ্রামে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে শীতার্ত মানুষের জন্য আশার কম্বল হস্তান্তর
Link Copied