ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

ভিক্ষা নয়, শিক্ষার স্বীকৃতি চায় শারীরিক প্রতিবন্ধী বিপ্লব


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩-১২-২০২১ দুপুর ৩:৫১

‘Never Give Up’ লেখা স্কিনপ্রিন্টের গোলগলা টিশার্ট পরে বসেছিল পড়ার টেবিলে। ঘরে ঢুকতেই সালাম দিয়ে নড়েচড়ে বসলো। ছোট ভাইকে চেয়ার আনতে বললো। কিছুক্ষন একদৃষ্টিতে তাকিয়ে রইলাম আর ভাবলাম ‘Never Give Up’ শব্দ তিনটির  মূর্তমান প্রতীক আমার সামনে।তার দুটি হাতেই মাত্র একটি করে আঙ্গুল সদৃশ্য একটি অঙ্গ রয়েছে।দুটি পা’ও গোড়ালি পর্যন্ত, যা  দিয়ে হাটাচলাতো দূরের কথা সোজা হয়ে দাঁড়াতেও পারেনা।এ কটু হাটলেই পায়ে ঘা হয়ে যায়। তারপরও ‘ভিক্ষা নয় কাজ চাই’ এমন কথা বলে নিজের ও পরিবারের পেট চালানোর জন্য কাজের সন্ধান করছেন জন্মলগ্ন থেকেই শারীরিক প্রতিবন্ধী মোঃ বিপ্লব হোসেন।

শারীরিক প্রতিবন্ধী হয়েও  জীবনযুদ্ধে টিকে থাকার জন্য সংগ্রাম করে যাচ্ছেন প্রতিনিয়ত। ভিক্ষা করে নয়, বিভিন্ন পেশায় নিজেকে নিয়োজিত রেখে জীবিকা অর্জন করতে চায় বিপ্লব। শিক্ষার প্রতি তার প্রবল আগ্রহ তাক লাগিয়ে দিয়েছে এলাকাবাসীকে। অনেকেই সুস্থ মানুষ হয়েও সমাজের জন্য বোঝা আবার শারীরিক প্রতিবন্ধী হয়েও বিপ্লব সমাজের গর্ব।  

 সরেজমিনদেখা যায়, বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের জয়নগর গ্রামে জন্মগ্রহণ করা বিপ্লব তিন  ভাইবোনের মধ্যে মেজো।বড় বোনের বিয়ে হয়েছে। ছোট ভাই সরকারি শাহ সুলতান কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।আর বানিছ খামারকান্দি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং শেরপুর টেকনিক্যাল এন্ড বি এম কলেজ থেকে এইচ এস সি   পাশ করে স্থানীয় একটি কলেজের বি এ (পাস) দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রতিবন্ধীত্ব তাকে থামিয়ে দিতে পারেনি। বিপ্লবের বাবা মোঃফজলুল হক দিনমজুরের কাজ করে এবং মা মোছাঃবিলকিস খাতুন একজন গৃহবধু। বিপ্লবের বাবার আয় দিয়ে সংসার চলে না। তাই ছোট ভাই প্রাইভেট পড়িয়ে জীবিকা এবং নিজের পড়ার খরচ চালায়।    

পারিবারিক সূত্রে জানা যায়, দরিদ্রতার সাথে সংগ্রাম করে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে সংসারে বড় হতে  হয়েছেন তিনি। অভাবের কথা মনে করে জীবন সংগ্রামে পিছপা না হয়ে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এইচ এস সি পাশ করেও লেখাপড়া চালিয়ে যাচ্ছেন।

বিপ্লবের গ্রামের বাসিন্দারা জানান, বিপ্লব একটা ভদ্র ও অভাবী পরিবারের শারীরিক প্রতিবন্ধী সন্তান।  শারীরিক অক্ষমতা থাকলেও সে কখনও বসে থাকেনি। নিজের মত করে চলার জন্য সব  সময় চেষ্টা করে পড়াশুনা করে চলেছে। কিন্ত এখন শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারনে জীবন সংগ্রামে পিছিয়ে পড়ছে  ছেলেটি। তবে সে গরীব হলেও এলাকার মধ্যে সততা এবং অদম্য সাহসের এক বিরাট দৃষ্টান্ত। আমিও সরকার  বা সমাজের  বিত্তবান মানুষদের কাছে তাকে প্রতিষ্ঠিত করাত দাবী জানাই।

 এ প্রসঙ্গে শেরপুর উপজেলা শেরপুর উপজেলা নির্বাহী  কর্মকর্তা মো. ময়নুল ইসলামের কাছে তাকে প্রতিষ্ঠিত করার কোন সূযোগ আছে কি না জানতে চাইলে তিনি বলেন আমি বিষয়টি জানতাম না, আমার পক্ষ থেকে অবশ্যই চেষ্টা করবো।  জীবন সংসারে অসহায় এই বিপ্লবের এখন বড় চ্যালেঞ্জ নিজেকে প্রতিষ্ঠিত করা। অদম্য ইচ্ছাশক্তি সম্পন্ন এই বিপ্লব, সমাজের বিত্তবান মানুষদের কাছে ভিক্ষুকের মতো হাত পেতে আর্থিক সহযোগিতা নয় বরং বিপ্লব চায় তার শিক্ষার স্বীকৃতি। সে চায় সে একদিন সুপ্রতিষ্ঠিত হয়ে দেশ ও সমাজের জন্য নিজেকে নিবেদিত করবে।  

জামান / জামান

খালিয়াজুরীতে মিথ্যা মামলায় গ্রেফতার আওয়ামীলীগ নেতা, দাবী পরিবারের

টেকনাফ সদর ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড উদ্ভোদন

মহেশখালীতে ডাকাত সর্দার মঞ্জুর পুলিশের হাতে আটক

হাইব্রিডদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হবে: শেখ সাদী

শ্রীপুরে মাদকমুক্ত যুব সমাজ গড়তে সপ্তাহব্যাপী ফুটবল উৎসব

পুকুর ও খালে ভেঙ্গে পড়েছে সড়ক, ১ লাখ মানুষের দুর্ভোগ

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা