ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

অপরাধ বেড়েই চলেছে পটিয়া আশ্রয়ণ প্রকল্প ঘিরে


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ৩-১২-২০২১ রাত ৮:৩৪

চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ও হাইদগাঁও ইউনিয়নের গুচ্ছ গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প ঘিরে অপরাধ বেড়েই চলেছে। পাহাড়ের নির্জন এলাকা হওয়ায় প্রতিনিয়ত ঘটে চলেছে সব ধরনের অপরাধ কর্মকান্ড। সর্বশেষ কেলিশহর গুচ্ছ গ্রামের ২২৩ নং ঘরের পিঁছনে টয়লেটের রিংয়ের ভেতর থেকে আকিব হাসান (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ। এলাকাবাসীর দাবি উপজেলা প্রশাসন ও পটিয়া থানা পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে খালি হয়ে যাবে এভাবে অনেক বাবার বুক।

জানা যায়, পটিয়া উপজেলার কেলিশহর ও হাইদগাঁও ইউনিয়নের গুচ্ছ গ্রামে এলাকায় আশ্রায়ন প্রকল্পের আওতাধিন বিভিন্ন মেয়াদে প্রায় সাড়ে তিন শতাধিক টিন ও পাকা ঘর নির্মাণ করেছে বর্তমান সরকার। সম্প্রতি সময়ে যাদের নামে ঘর গুলো বরাদ্ধ দেওয়া হয়েছে তার অধিকাংশ পরিবারেই আশ্রয়ন প্রকল্প এলাকায় বসবাস না করায় ঘরগুলোতে থালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। ফলে মাদক পাচারকারী, ইয়াবা সেবনকারী, বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডসহ খুনিদের নিরাপদ স্থান ও অপরাধের স্বর্ঘরাজ্য হিসেবে পরিনত হয়েছে আশ্রয়ন প্রকল্প এলাকা।

সরেজমীনে গিয়ে জানা যায়, পটিয়া পৌরসদরের মধ্যম গোবিন্দরখীল এলাকার কামাল কোম্পানি বাড়ি এলাকায় মোহাম্মদ আলীর ছেলে আকিব হাসান কে গত শুক্রবার রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে তাঁর এক বন্ধু মোবাইল ফোন করে তাঁকে (আকিব) ঘর থেকে বের করে নিয়ে যায়। এর পর থেকে আকিব কে অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি তাঁর পরিবার। বৃহস্পতিবার বিকেলে আশ্রয়ন প্রকল্পের ২২৩ নং ঘরের বরাদ্ধকৃত মালিক এসে টয়লেট ব্যবহার করার সময় টয়লেটের পানি নিষ্কাষন না হওয়ায় ঘরের পিছঁনে স্থাপনকৃত টয়লেটের ডাকনা খুললে চোখে পরে লোমহর্ষক এক বড় আকৃতির দেহ। এর পর স্থানীয়রা পটিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) প্রেরণ করেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, এই গুচ্ছ গ্রাম এলাকায় বকুল, জসীম, ওয়াসিম, মোনাফ নামের আরো ৪ জন খুন হয়। এছাড়া প্রতিদিন গুচ্ছ গ্রাম এলাকায় অপরাধের আদিপত্য বিস্তাররেক কেন্দ্র করে কয়েকটি সিন্ডিকেটের সাথে মারামারি, খাটাখাটি এবং এ খুনের ঘটনাও ঘটে চলেছে।

আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্ধা সাঘরিকা জানান, যাদের নামে এ ঘরঘুলো বরাদ্ধ হয়েছে তাদের বেশিরভাগই এখানে বসবাস করছেনা। ফলে সন্ধা নামলেই আশ্রয়ন প্রকল্প ঘিরে চলে অপরাধের সকল কর্মকান্ড। তিনি জানান, আশ্রয়ন প্রকল্প এলাকায় প্রতিটি বিদ্যুৎ কুটিতে বাল্ব লাগানো সহ উপজেলা প্রশাসন ও পুলিশ তৎপর হয় তাহলে অনেকাংশে কমে আসবে এ অপরাধ।

নিহতের পিতা মোহম্মদ আলী বলেন, গত শুক্রবার রাত ১০টায় আকিবের এক বন্ধু মোবাইলে ফোন করে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আকিবের আর খোঁজ মেলেনি। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। ।

এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজমুদার এই প্রতিবেদককে জানান, লোকজনরে কাছে খবর পেয়ে আমরা আশ্রয়ন প্রকল্প এলাকা থেকে লাশ উদ্ধার করি। লাশে পঁচন ধরছে। বাথরুমের রিংয়ের ভেতর মোচড়িয়ে অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। তার পরিবারের অভিযোগ আমরা খতিয়ে দেখছি। একজনকে আটক করে জিঞ্জাসাবাদ করা হচ্ছে।  লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক জনকে আটক করা হয়। 

জামান / জামান

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

কাপাসিয়ায় কড়িহাতা ইউনিয়নের মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের' উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা মাজহারুল ইসলাম ইমন

সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে মানুষের পায়ের কঙ্কাল উদ্ধার

পাবিপ্রবি’র শিক্ষকদের জন্য কর্মশালা শুরু

ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে চলছে মাছ ধরার প্রতিযোগিতা

হাটহাজারীতে মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নাচোলে যথাযোগ্য মর্যাদায় ইলা মিত্রের জন্মশত বার্ষিকী পালিত

পাঁচবিবিতে গভীর রাতে ঝগড়া থামাতে বলায় প্রতিবেশির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভায় বেগম সেলিমা রহমান

দাগনভূঞায় ফেনী-৩ উন্নয়ন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজারের বেশি রোগীকে সেবা প্রদান

ভূরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীর তৎপরতায় এক শিক্ষার্থী ফিরে পেল বই-খাতা আর স্বপ্নের স্কুলজীবন