ঢাকা বৃহষ্পতিবার, ২০ মার্চ, ২০২৫

জয়ন্তীহাজরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্ঠিত


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৫-১২-২০২১ দুপুর ১২:২১
কুষ্টিয়ার খোকসা উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের উদ্যোগে জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. মো. আকরাম হোসেন দুলালের নির্দেশনায় বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড ঘুরে মোটরসাইকেল শোভাযাত্রা করে এসে সংক্ষিপ্ত পথসভায় মাধ্যমে শেষ হয়।
 
শোভাযাত্রায় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রায় শতাধিক মোটরসাইকেল ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, ভোটার, কর্মী-সমর্থকসহ কয়েক শতাধিক সাধারণ মানুুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা থেকে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রাজ্জাকের পক্ষ থেকে ভোটারদের সালাম জানিয়ে দোয়া ও সমর্থন চাওয়া হয়।
 
মোটরসাইকেল শোভাযাত্রা শেষে পূর্ব গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপস্থিত সকলের উদ্দেশে বক্তব্য রাখেন- জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান অ্যাড. আকরাম হোসেন দুলালসহ অনেকে।
 
এ সময় উপস্থিত সকলের উদ্দেশে অ্যাড. আকরাম হোসেন দুলাল বলেন, আসন্ন জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুর রাজ্জাককে নির্বাচিত করার জন্য ইউনিয়নের সকলকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। নির্বাচন নিয়ে কেউ যেন কোনো প্রকার গুজব ও মিথ্যা খবর ছড়াতে না পারে সকলকে সেদিকে খেয়াল রাখার জন্য আহ্বান জানান তিনি।
 
চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রাজ্জাক বলেন, সকলের চেষ্টা, দোয়া ও সমর্থনে আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে জনগণকে সাথে নিয়ে এ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করব।। শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন করেছে জননেত্রী শেখ হাসিনার সরকার। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য জননেতা মাহবুব-উল আলম হানিফ এমপি মহোদয় কুষ্টিয়ায় ব্যাপক উন্নয়ন সাধন করেছেন।
 
তিনি আরো বলেন, যদি এই ইউনিয়নের আবারো আমি চেয়ারম্যান হতে পারি তাহলে আমার ইউনিয়নকে উন্নয়নের একটি  রোল মডেল হিসেবে গড়ে তুলব। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আমার ইউনিয়নে যে সকল এলাকার রাস্তাঘাট উন্নয়নে কাজ এখনো হয়নি, সে এলাকার রাস্তাঘাটগুলো করব । গ্রামীণ জনপদের মধ্যে শিক্ষার যে অভাব দেখা যায় সেটা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।
 
এ সময় উপস্থিত সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আব্দুর রাজ্জাক নৌকার পক্ষে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি৷

এমএসএম / জামান

লোহাগড়ায় মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশারের বিরুদ্ধে জমি দখল ও নিয়োগ দুর্নীতির

গাইবান্ধার সুন্দরগঞ্জের চন্ডিপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ফুলছড়িতে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে বিএনপির অবস্থান ও বিক্ষোভ মিছিল

হাটহাজারীতে যানজট নিরসনে প্রশাসনের অভিযান, আনসার মোতায়েন

মোটরে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল

মহেশখালীতে সন্ত্রাসীর গুলিয়ে লবণ চাষী নিহত

নেত্রকোনা আটপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে নিহত-১ আহত ৪

ভূঞাপুরে শূকরের বাচ্চা নিয়ে মারামারি, বিএনপির দুই নেতা হাসপাতালে

সিসিকের মশক নিধনে জনবল সংকট, মশার উৎপাতে অতিষ্ট্য জনসাধারণ

নবীনগরে অবসরপ্রাপ্ত ৬৮ জন শিক্ষকদের বিদায় সংবর্ধনা

ভজনপুরে পোস্ট অফিস দখল করে দোকানঘর নির্মানের অভিযোগ

উখিয়ায় বনভূমি উদ্ধারে অভিযান করবে বনবিভাগ