ঢাকা শনিবার, ১ নভেম্বর, ২০২৫

জয়ন্তীহাজরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্ঠিত


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৫-১২-২০২১ দুপুর ১২:২১
কুষ্টিয়ার খোকসা উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের উদ্যোগে জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. মো. আকরাম হোসেন দুলালের নির্দেশনায় বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড ঘুরে মোটরসাইকেল শোভাযাত্রা করে এসে সংক্ষিপ্ত পথসভায় মাধ্যমে শেষ হয়।
 
শোভাযাত্রায় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রায় শতাধিক মোটরসাইকেল ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, ভোটার, কর্মী-সমর্থকসহ কয়েক শতাধিক সাধারণ মানুুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা থেকে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রাজ্জাকের পক্ষ থেকে ভোটারদের সালাম জানিয়ে দোয়া ও সমর্থন চাওয়া হয়।
 
মোটরসাইকেল শোভাযাত্রা শেষে পূর্ব গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপস্থিত সকলের উদ্দেশে বক্তব্য রাখেন- জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান অ্যাড. আকরাম হোসেন দুলালসহ অনেকে।
 
এ সময় উপস্থিত সকলের উদ্দেশে অ্যাড. আকরাম হোসেন দুলাল বলেন, আসন্ন জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুর রাজ্জাককে নির্বাচিত করার জন্য ইউনিয়নের সকলকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। নির্বাচন নিয়ে কেউ যেন কোনো প্রকার গুজব ও মিথ্যা খবর ছড়াতে না পারে সকলকে সেদিকে খেয়াল রাখার জন্য আহ্বান জানান তিনি।
 
চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রাজ্জাক বলেন, সকলের চেষ্টা, দোয়া ও সমর্থনে আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে জনগণকে সাথে নিয়ে এ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করব।। শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন করেছে জননেত্রী শেখ হাসিনার সরকার। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য জননেতা মাহবুব-উল আলম হানিফ এমপি মহোদয় কুষ্টিয়ায় ব্যাপক উন্নয়ন সাধন করেছেন।
 
তিনি আরো বলেন, যদি এই ইউনিয়নের আবারো আমি চেয়ারম্যান হতে পারি তাহলে আমার ইউনিয়নকে উন্নয়নের একটি  রোল মডেল হিসেবে গড়ে তুলব। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আমার ইউনিয়নে যে সকল এলাকার রাস্তাঘাট উন্নয়নে কাজ এখনো হয়নি, সে এলাকার রাস্তাঘাটগুলো করব । গ্রামীণ জনপদের মধ্যে শিক্ষার যে অভাব দেখা যায় সেটা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।
 
এ সময় উপস্থিত সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আব্দুর রাজ্জাক নৌকার পক্ষে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি৷

এমএসএম / জামান

শিবচরে গণমাধ্যমকর্মীদের সাথে বিএনপি মনোনয়নপ্রত্যাশী রোকনউদ্দিন মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত

মনপুরায় অবৈধ স-মিল দিয়ে চলছে রমরমা ব্যবসা,ধ্বংস করা হচ্ছে বনাঞ্চল

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইমাম মোয়াজ্জেম ও খতিবদের সাথে বিএনপির নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

পাঁচবিবিতে জাতীয় সমবায় দিবস উদযাপন

চিতলমারীতে জমি বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত চারজন

ঘূর্ণিঝড় মন্থার প্রবাবে রাণীনগরে নূয়ে পড়েছে রোপা-আমন ধান ফলন নিয়ে সংখ্যা

বালিয়াকান্দিতে সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

শেরপুরে দুই দিনব্যাপী ফাতেমা রাণীর তীর্থোৎসব সমাপ্ত

রাস্তায় জ্বালাও পোড়াও করে তারেক রহমানের কমিটি বাতিল করা যাবে না-- খন্দকার নাসিরুল ইসলাম

যশোরে চারদফা দাবিতে গ্রামীণ ডাক কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

সন্দ্বীপে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎অসময়ের বৃষ্টিতে ক্ষেতলালে কৃষি বিপর্যয়: রোপা আমন ধানের ক্ষতি, দিশেহারা কৃষক