কুষ্টিয়া পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত
রোববার (৫ ডিসেম্বর) সকাল ৮টায় পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশ কুষ্টিয়ার মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মাস্টার প্যারেডসহ অন্যান্য প্যারেড ও পিটি ইউনিফর্ম সার্ভিসের জন্য অপরিহার্য, যা নিয়মিত চর্চা করলে শরীরের ফিটনেস ভালো থাকে এবং পুলিশ সদস্যদের কাজে আত্মবিশ্বাস বৃদ্ধি করে। সকল সার্কেল অফিস, পুলিশ লাইনস, সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, তদন্ত কেন্দ্র, ডিবি, ডিএসবি, কোর্ট, ট্রাফিক, মোটরযান শাখাসহ সকল ইউনিটের পুলিশ সদস্যরা মাস্টার প্যারেডে অংশগ্রহণ করেন।
কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উক্ত মাস্টার প্যারেডের সালামী গ্রহণ এবং প্যারেড পরির্দশন করেন। মাস্টার প্যারেডের সালামী গ্রহণ এবং প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার-ফোর্সদের উদ্দেশে ইউনিফর্ম সার্ভিসে প্যারেডের গুরুত্ব, শৃঙ্খলা, নিজেদের স্বাস্থ্য, সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
পুলিশ সুপার মো. খাইরুল আলম এ সময় জেলা পুলিশের সকল ইউনিটে প্যারেড, পিটি ও খেলাধুলা নিয়মিত অনুশীলন করার জন্য সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পুলিশের প্রত্যেক সদস্যকে ড্রেস রুলস অনুযায়ী পোশাক পরিধান করতে হবে। দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও হয়রানি-নির্যাতনমুক্ত পুলিশ প্রশাসন ব্যবস্থা গড়তে হবে এবং বিট পুলিশিংয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে নির্ভেজাল পুলিশি সেবা পৌঁছে দিতে হবে। তিনি প্রত্যেক পুলিশ সদস্যের কল্যাণের ব্যাপারে আন্তরিক হওয়ার জন্য প্রত্যেক ইউনিট ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার আরো বলেন, করোনা ভাইরাস এখনো মানুষের মাঝে সংক্রমিত হচ্ছে। সুতরাং সকল পুলিশ সদস্যের ইউনিফর্মে বাইরে ডিউটিতে গমন করলে আবশ্যিকভাবে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
মাস্টার প্যারেডের প্যারেড কমান্ডার হিসেবে উপস্থিত ছিলেন মো. রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর, কুষ্টিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন- মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মো. ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), কুষ্টিয়া জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, রিজার্ভ ইন্সপেক্টর (আরআই)-সহ সকল ইউনিটের অফিসার ও ফোর্সগণ।
এমএসএম / জামান
একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন: মুহাম্মদ শাহেদ
মীর হেলালকে এমপি প্রার্থী করায় চট্টগ্রামে দোয়া মাহফিল
কোটালীপাড়ায় গভীর রাতে গোয়ালঘর ভেঙে ৫ গরু ডাকাতি, নিঃস্ব কৃষক দম্পত্তির আহাজারি
চন্দনাইশে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত
বাড়িয়াঘোনায় হালদার পানিতে প্লাবন থেকে রক্ষায় স্যুইচগেট স্থাপনের দাবিতে মানববন্ধন
স্ত্রীকে ডিজেল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
সাভারের বেদে পল্লিতে হামলা, একই পরিবারের নারীসহ আহত ৩
ভূররুঙ্গামারী উপজেলা প্রেসক্লাবে বই উপহার দিলেন ডাক্তার মোঃ মিলন
দখল–দূষণে ১৪০ ফুট ডাকাতিয়া নদী সঙ্কুচিত হয়ে ৪০–৬০ ফুট, ভাঙ্গা ব্রিজে দুর্ঘটনার ঝুঁকি
মৎস্য রপ্তানীর নীতিমালা ও প্রস্তুতিতে সরকার কাজ করবে: উপদেষ্টা ফরিদা আখতার
বিএনপি প্রার্থী আজম খানের মনোনয়ন বাতিলের দাবিতে ভূঞাপুরে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ
শেরপুরের ঝিনাইগাতীতে তিন দিনব্যাপী ওয়ানগালা উৎসব শুরু
"নতুন বাংলাদেশে একরাম পরিবারের মত কাউকে দখল করতে দিবোনা" জাহের
Link Copied