কুষ্টিয়া পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

রোববার (৫ ডিসেম্বর) সকাল ৮টায় পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশ কুষ্টিয়ার মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মাস্টার প্যারেডসহ অন্যান্য প্যারেড ও পিটি ইউনিফর্ম সার্ভিসের জন্য অপরিহার্য, যা নিয়মিত চর্চা করলে শরীরের ফিটনেস ভালো থাকে এবং পুলিশ সদস্যদের কাজে আত্মবিশ্বাস বৃদ্ধি করে। সকল সার্কেল অফিস, পুলিশ লাইনস, সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, তদন্ত কেন্দ্র, ডিবি, ডিএসবি, কোর্ট, ট্রাফিক, মোটরযান শাখাসহ সকল ইউনিটের পুলিশ সদস্যরা মাস্টার প্যারেডে অংশগ্রহণ করেন।
কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উক্ত মাস্টার প্যারেডের সালামী গ্রহণ এবং প্যারেড পরির্দশন করেন। মাস্টার প্যারেডের সালামী গ্রহণ এবং প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার-ফোর্সদের উদ্দেশে ইউনিফর্ম সার্ভিসে প্যারেডের গুরুত্ব, শৃঙ্খলা, নিজেদের স্বাস্থ্য, সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
পুলিশ সুপার মো. খাইরুল আলম এ সময় জেলা পুলিশের সকল ইউনিটে প্যারেড, পিটি ও খেলাধুলা নিয়মিত অনুশীলন করার জন্য সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পুলিশের প্রত্যেক সদস্যকে ড্রেস রুলস অনুযায়ী পোশাক পরিধান করতে হবে। দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও হয়রানি-নির্যাতনমুক্ত পুলিশ প্রশাসন ব্যবস্থা গড়তে হবে এবং বিট পুলিশিংয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে নির্ভেজাল পুলিশি সেবা পৌঁছে দিতে হবে। তিনি প্রত্যেক পুলিশ সদস্যের কল্যাণের ব্যাপারে আন্তরিক হওয়ার জন্য প্রত্যেক ইউনিট ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার আরো বলেন, করোনা ভাইরাস এখনো মানুষের মাঝে সংক্রমিত হচ্ছে। সুতরাং সকল পুলিশ সদস্যের ইউনিফর্মে বাইরে ডিউটিতে গমন করলে আবশ্যিকভাবে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
মাস্টার প্যারেডের প্যারেড কমান্ডার হিসেবে উপস্থিত ছিলেন মো. রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর, কুষ্টিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন- মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মো. ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), কুষ্টিয়া জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, রিজার্ভ ইন্সপেক্টর (আরআই)-সহ সকল ইউনিটের অফিসার ও ফোর্সগণ।
এমএসএম / জামান

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত
Link Copied