রোবেল বাহিনীর হামলা রূপগঞ্জে মানসিক প্রতিবন্ধীসহ চারজনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোবেল বাহিনীর সন্ত্রাসীরা হামলা চালিয়ে এক মানসিক প্রতিবন্ধীসহ একই পরিবারের নারীসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এ ব্যাপারে কোনো প্রকার মামলা-মোকদ্দমা করলে পরিবারের সদল সদস্যকে হত্যা করা হবে বলেও হুমকি দিয়ে আসছে তারা। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনার পর থেকে আশপাশের এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। গতকাল রোববার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার তারাব পৌরসভার তারাব দক্ষিণপাড়া এলাকায় ঘটে এ ঘটনা।
জানা গেছে, কলেজ পড়ুয়া আহত হিরা মনি জানান, পার্শ্ববর্তী বাড়ির মামদ আলীর ছেলে জাহাদ আলী ময়লা ফেলানোর জন্য একটি হাউস নির্মাণ করতে যায়। ময়লার হাউসটি হিরা মনিদের ঘরের জানালাঘেঁষা হওয়ায় দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই হাউসটি অন্যত্র করার জন্য অনুরোধ জানান। এতে জাহাদ আলী ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে জাহাদ আলী তার ভাড়াটে সন্ত্রাসী রোবেল বাহিনীর প্রধান রোবেল ভূঁইয়াসহ সিয়াম, হৃদয়ের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল ধারালো ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হিরা মনিদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হিরা মনির বড় ভাই মানসিক প্রতিবন্ধী আব্দুল্লাহ মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে বাধা দিতে গেলে হিরা মনি, তার মা রাজিয়া বেগম ও ভাই রহিম বাদশাকে এলোপাতাড়িভাবে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, রোবেল বাহিনীর সদস্যরা এলাকায় চাঁদাবাজি, অস্ত্র, মাদক, জমি দখল থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। এদের ভয়ে এলাকার মানুষ কথা বলার সাহসটুকুও পায় না। আর রোবেল বাহিনীর নেতৃত্ব দেয় আকবর বাদশা নামে একজন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের ঘটনা আমার জানা নেই। অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত
Link Copied