ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

তিন যুগেও পদোন্নতি পায়নি দেড় হাজার ফরেস্ট গার্ড!


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৮-১২-২০২১ দুপুর ১:৪৬

বন বিভাগে টানা দীর্ঘ তিন যুগ ধরে চাকরি করার পরও পদোন্নতি মেলেনি দেড় হাজার ফরেস্ট গার্ডের। ‘জ্যেষ্ঠতা আর নিয়মিতকরণ’-এর গ্যাঁড়াকলে পিষ্ট হয়েছেন এই দেড় হাজার কর্মী। যথাসময়ে নিয়মিতকরণ না করায় এ জটিলতা সৃষ্টি হয়েছে। দফায় দফায় আবেদন নিবেদন করেও কোনো ফল হয়নি। একই পদে তাদের অনেক পরে যোগদান করেও নিয়মিতকরণের ফলে জ্যেষ্ঠতা নির্ধারণ হয়েছে অনেকের।

১৯৯৪ সালে সাল ও তার পরবর্তী সময়ে যোগদান করেও তারা সিনিয়র হয়ে গেছেন। এমনকি ২০০৬ ও ২০১৭ সালে যোগদানকারীদের থেকেও পিছিয়ে পড়েছেন তারা। তাদের নিয়মিতকরণে বন বিভাগের প্রধান অফিস থেকে দেয়া আদেশও কার্যকর করেনি জেলা ও বিভাগীয় অফিসগুলো। দীর্ঘ বছরেও পদোন্নতি না পেয়ে হতাশা, ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে তাদের মধ্যে। অনেকেই ক্ষোভে স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নেয়ার কথাও ভাবছেন।

বাংলাদেশ বনপ্রহরী কল্যাণ সমিতি সূত্রে জানা গেছে, ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত এ আট বছরে অন্তত দুই হাজার ফরেস্ট গার্ড নিয়োগ করা হয়। এদের মধ্যে ৫০০ জনের নিয়মিতকরণ ও পদোন্নতি পেলেও বাকি ১৫০০ কর্মী এখনো বঞ্চিত রয়ে গেছেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, বন বিভাগের বিধি অনুযায়ী নিয়মিতকরণ না হলে পদোন্নতি দেয়া যায় না। এ বিভাবের বিধিমালা অনুযায়ী যোগদানের দুই বছর পরেই নিয়মিতকরণ করার বিধান রয়েছে। কিন্তু ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত নিয়োগ পাওয়া ১৫০০ ফরেস্ট গার্ডকে নিয়মিতকরণে সেই বিধান মানা হয়নি। বিধি অনুযায়ী যোগদানের তারিখ থেকেই  জ্যেষ্ঠতা নির্ধারণ করা বাধ্যতামূলক। কিন্তু এ ১৫০০ ফরেস্ট গার্ডকে যোগদানের তারিখ থেকে  অদৃশ্যকারণে  জ্যেষ্ঠতা নির্ধারণও করা হয়নি। এ কারণে তাদের নিয়মিতকরণ ও পদোন্নতিতে জটিলতা দেখা দেয়। 

কর্মরত ফরেস্ট গার্ডের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘ বছর চাকরি করার পরও অনেক কর্মচারী চাকরির শেষ পর্যায়ে এসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাফিলতির কারণে নিয়মিতকরণ ও পদোন্নতিবঞ্চিত হওয়ায় ফরেস্ট গার্ডদের কষ্ট আরো বেড়েছে। পদোন্নতির বিষয়ে ২০১০ ও  ২০১৬ সালে  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে পর পর দুটি পত্র জারি করা হলেও বিভাগ ও জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদাসীনতায় তা কার্যকর হয়নি। এটাই অসন্তোষের মূল কারণ বলে মনে করেন বন প্রহরীরা। অথচ অতীতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দেয়া হয়েছে।

বাংলাদেশ বন প্রহরী কল্যাণ সমিতি সূত্রে জানা গেছে, ২০১০ এবং ২০১৬ সালে তৎকালীন সহকারী প্রধান বন সংরক্ষক মো. রকিবুল হাসান মুকুল ফরেস্ট গার্ড থেকে ‘ফরেস্টার’ পদে পদোন্নতির জন্য চাকরি বহি ও হালনাগাদ তথ্যাদি প্রেরণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিঠি দেন। চিঠিতে কোনো কর্মচারীর চাকরি স্থায়ী ও নিয়মিত করা না হয়ে থাকলে চাকরি স্থায়ী ও নিয়মিত করে চাকরি বহিতে এন্ট্রি প্রদানপূর্বক হালনাগাদ চাকরি বহি প্রেরণ করতে ওই বছরের ২০ জুন পর্যন্ত সময় বেঁধে দেন তিনি। কিন্তু সে নির্দেশনা বিভাগীয় কর্মকর্তারা কার্যকর করেননি। 

এ প্রসঙ্গে প্রধান বন সংরক্ষক (সিসিএফ) আমীর হোসাইন চৌধুরী বলেন,  ফরেস্ট গার্ডদের পদোন্নতি দিতে গিয়ে আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই।  এডহক ও রেভিনিউ থেকে ফরেস্ট গার্ডদের নিয়মিতকরণ হয়েছে বিভিন্ন তারিখে। নিয়মিতকরণের আগে রাজস্ব খাতে যাওয়ার তারিখ থেকে জ্যেষ্ঠতা নির্ধারণের সুযোগ নেই। যে তারিখ থেকে নিয়মিতকরণের আদেশ জারি হবে, সে তারিখ থেকে জ্যেষ্ঠতা নির্ধারণ হবে। এটাই বিধি। তিনি বলেন, বিভিন্ন ডিভিশন বিভিন্ন সময় নিয়মিতকরণ করাতেও জটিলতা সৃষ্টি হয়েছ।  বিগত দিনের তারিখ থেকে নিয়মিতকরণের সুযোগ নেই। রাজস্ব খাতে যাওয়ার তিন বছর পরে নিয়মিতকরণ করা হলে আজ এ জটিলতা সৃষ্টি হতো না। তখনকার কর্তৃপক্ষ কেন করেননি, তা আমার পক্ষে জানা সম্ভব নয়। হয়তো কেউ ভাবতে পারেননি যে, ভবিষ্যতে নিয়মিতকরণ বিষয়ক এতো জটিলতা সৃষ্টি হবে। ফরেস্ট গার্ড অনেকেই রাজস্ব খাতে আসার পর অনুধাবন করতে পারেননি যে নিয়মিতকরণ হতে হবে।
তিনি আরও বলেন, নিয়মিতকরণ যে জ্যেষ্ঠতার সঙ্গে সম্পৃক্ত এটা এখন অনেকেই অনুধাবন করতে পারছেন। প্রকল্প থেকে যারা এসেছেন জ্যেষ্ঠতা পেতে নিয়মিতকরণ তাদের জন্য সবচাইতে বড় নিয়ামক। যারা দীর্ঘদিন ধরে ফরেস্ট গার্ড পদে কর্মরত, আমি চাই জ্যেষ্ঠতা ভিত্তিতে তাদের পদোন্নতি নিশ্চিত হোক। এটি মানবিক বিষয়। বিধিবহির্ভূতভাবে তাদের জ্যেষ্ঠতা প্রদানের সুযোগ আমার হাতে নেই। 

প্রধান বন সংরক্ষক বলেন, বিধির বাইরে ফরেস্ট গার্ডদের জ্যেষ্ঠতার দাবি সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের কাছ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে না গিয়ে আমার কাছে আসলে করণীয় কিছুই নেই। কেননা ডিপার্টমেন্টাল প্রমোশন বোর্ড আছে। যেখানে প্রধান বন সংরক্ষকের এককভাবে পদোন্নতির ব্যাপারে বিধিবহির্ভূত সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই।

সূত্র জানায়, বন অধিদপ্তর থেকে একই সাথে দেশের সকল ফরেস্ট গার্ডদের একযোগে একই তারিখে নিয়মিতকরণের জন্য  আদেশ জারি হলেও তা মানা হয়নি। ভিন্ন ভিন্ন তারিখে একেক জেলা ও বিভাগ থেকে একেক সময়ে নিয়মিতকরণের আদেশ জারি করা হয়। একারণে জটিলতা দেখা দেয় । 

বন অধিদপ্তরের সহকারী প্রধান বন সংরক্ষক (সংস্থাপন) মো. রাকিবুল হাসান মুকুল ২০১৬ সালের ২৭ এপ্রিল স্বাক্ষরিত এক আদেশে রাজস্বখাতে যোগদানকৃত ফরেস্ট গার্ডদের ওই বছরের ১২ জুন চাকুরি নিয়মিত ও স্থায়ীকরণের নির্দেশনা প্রদান করা হয়। আদেশে বলা হয়, এ আদেশের ফলে  জ্যেষ্ঠতা নির্ধারণে কোনো জটিলতা থাকবে না। একই সাথে সারাদেশে ফরেস্ট গার্ডদের একই দিনে নিয়মিতকরণের আদেশ দেয়া হয়। কিন্তু অজ্ঞাতকারণে তা কার্যকর হয়নি। 

বন প্রহরীরা দুঃখ প্রকাশ করে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাফিলতির কারণে নতুন প্রকাশকৃত জ্যেষ্ঠতার ভিত্তিতে তালিকায় যারা ২০০৬ ও ২০১৬ সালে যোগদানকারী তারা তালিকায় প্রথমে রয়েছে। এরপর ১৯৯৪ ও পরবর্তী বিভিন্ন প্রকল্প থেকে আসা ফরেস্ট গার্ডরা রয়েছেন।  কিন্তু ১৯৮৩ থেকে ১৯৯০সাল যোগদানকারী ফরেস্ট গার্ডরা তাদের পেছনে পড়ে গেছে। 
ফরেস্ট গার্ডরা জানান,যোগদানের ভিত্তিতে জ্যেষ্ঠ্যতা নির্ধারণ ও নিয়মিতকরণ করলে এবং সারাদেশে একই সাথে নিয়মিতকরণ করলে এ জটিলতা সৃষ্টি হত না। 

বাংলাদেশ ফরেস্ট গার্ড কল্যাণ সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মোস্তফা জামাল উদ্দিন তালুকদার বলেন, পদোন্নতি লাভের নিমিত্তে নিয়মিতকরণে আমাদের অধিকার ছিল এবং আছে। কিন্তু আমাদের অধিকার রক্ষা হয়নি। আমাদের অনেক পরে যোগদান করে অনেক সহকর্মীর নিয়মিতকরণের ফলে তারা জ্যেষ্ঠতা পেয়েছেন।  চাকুরির বিধিবিধানে স্বীকৃত পদোন্নতি লাভের অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। তিনি বলেন, চাকুরির পদোন্নতি সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে কর্তৃপক্ষের সদয় বিবেচনার জন্য আপত্তি জানিয়েছি। কোন অসংগতি থাকলে সদস্যদের আবেদন করতে বলেছি। 

তিনি বলেন, বিধিবিধান হচ্ছে অধিকার ভোগের রক্ষাকবচ। কোন বিধিবিধানের আলোকে কাউকে যোগদানের তারিখ থেকে আবার কাউকে আদেশ জারির তারিখ থেকে নিয়মিতকরণ করা হল তা বোধগম্য নয়। যার চাকুরি আগে নিয়মিতকরণ করা হয়েছে সে আগে জ্যেষ্ঠতা পেয়েছে। আমাদের যথাসময়ে নিয়মিতকরণ করা হয়নি। কেন করা হয়নি তা জানি না। এখানে বিধিবিধান মানা হয়নি। বিধিবিধান কারো অনুকুলে আর কারো প্রতিকুলে বাস্তবায়ন করা হয়েছে। এক দেশে দুই আইন থাকতে পারে না। বন বিভাগ থেকে ইতিপূর্বে জারি করা,আদেশ বাস্তবায়ন করলে এ জটিলতা সৃষ্টি হত না। 

তিনি বলেন, বৈষম্য নিরসনকল্পে আমরা মাননীয়  মন্ত্রী, সচিব, প্রধান বন সংরক্ষকমহোদয়সহ সংশ্লিষ্ট মহলে বার বার আবেদন নিবেদন করেও কোন ফলোদয় হয়নি। তিনি দুঃখ প্রকাশ করে বলেন,আমাদের গরীবদের এত ক্ষীনকণ্ঠ অত বড় কান পর্যন্ত পৌঁছায়না।

তিনি বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোট কর্মচারিদের ন্যায্য দাবির প্রতি একাত্মতা প্রকাশ করতে গিয়ে ছাত্রত্ব হারিয়েছিলেন।   তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর রাজনৈতিক ও মুক্তিযুদ্ধে অবদানের কারণে রাজাকার আলবদররা আমাদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়ে আমাদের পরিবারকে বাস্তুচ্যুত করেছিল। এবার হয়ত ইজ্জতের কারণে চাকুরি ছাড়তে হবে। আশা করও উনার সুযোগ্য কন্যা আমাদের দিকে নজর দিবেন। আমরা এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

তিনি বলেন, সিনিয়রদের বাদ দিয়ে জুনিয়রদের পদোন্নতি দিলে চেইন অব কমান্ড ভেঙ্গে পড়বে। বিশৃঙ্খলা দেখা দিবে। বন প্রহরীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিবে। 

বন বিভাগ সূত্রে জানা গেছে, ১৮৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সময়ে চাকুরিতে যোগদান করে পদোন্নতি না পেয়ে তারা হতাশ হয়ে পড়েছেন। নির্ধারিত সময়ে নিয়মিতকরণ ও যোগদানের তারিখ থেকে জ্যেষ্ঠতা নির্ধারণ না করায় বঞ্চিত হয়েছেন দেড় হাজার বন প্রহরী।

এমএসএম / জামান

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩০তম কারাম উৎসব পালিত