শাহজাদপরে ইউপি নির্বাচন
নৌকার পক্ষে কায়েমপুর ইউনিয়নে আলোচনা সভা
আগামী ২৬ ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের শাহজাদপুরের ১নং কায়েমপুর ইউনিয়নের নৌকা প্রতিকের পক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত ৭টায় ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবু ইসহাক ঠান্ডু, ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেদুল হাসান রুবেল ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপুলের উদ্যোগে বনগ্রাম বলাকা সংঘ ক্লাব মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কামাল হোসেন শাহাদত মাস্টার।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক মিল্ক ভিটার ভাইস চেয়ারম্যান ও সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাভলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ১নং কায়েমপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি, বর্তমান ইউপি চেয়ারম্যান ও নৌকার প্রার্থী এসএম হাসিবুল হক হাসান, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রাজিব শেখ, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আব্দুল কাদের মিঠু, সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ।
আরো বক্তব্য রাখেন, রাসেদুল হাসান রুবেল, বীর মুক্তিযোদ্ধা ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সাহেব আলী, বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আব্দুস ছাত্তার, আহসান হাবীব সুমন, সাইমন আহমেদ চাহিল, রফিকুল ইসলাম স্বপন, সভাপতি-ইউনিয়ন যুবলীগ।
আলোচনা সভার শুরুতেই নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাসিবুল হক হাসান তার বক্তব্যে বলেন, আমি আজ আপনাদের মাঝে এসেছি, দায়িত্ব পালনের সময় কোন ভুলত্রুটি হলে ক্ষমা চাওয়ার জন্য। নৌকা মুক্তিযুদ্ধের প্রতিক, স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতিক। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার পক্ষে ভোট চান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. আব্দুল হামিদ লাভলু বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের প্রান্তিক পর্যায়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছে। তাই স্বাধীনতার সপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাসিবুল হক হাসান ভোট দিয়ে জয়যুক্ত করুন। তিনি আরও বলেন, সারাদেশের ন্যায় এই কায়েমপুর ইউনিয়নেও ব্যাপক উন্নয়ন ঘটেছে। তাই এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য সবাইকে আহ্বান জানান।
এমএসএম / জামান
লোহাগড়ায় চুরি-ছিনতাই অভিযুক্ত হিজবুল্লাহ জামিনে মুক্ত; সাধারণ মানুষ আতঙ্কে
বেনাপোল সীমান্ত থেকে উইনকোরেক্স সিরাপ ও ফেন্সিডিল আটক
শাহজাদপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ
বালিয়াডাঙ্গী সীমান্তে মাদকসহ ১ জন গ্রেপ্তার: ৭০০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৩টি বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার
ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর
মোহনগঞ্জে গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার
প্রতারণার বিচার চাওয়ায় কুয়েত প্রবাসীকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলন করে অভিযোগ
রেল শ্রমিকদের ৫ দফা দাবি মানতে হবে: লুৎফর রহমান
ছারছীনা দরবার শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল
চারঘাট-বাঘায় উন্নয়ন অঙ্গীকার ও নির্বাচন বার্তা দিলেন আবু সাঈদ চাঁদ