শাহজাদপরে ইউপি নির্বাচন
নৌকার পক্ষে কায়েমপুর ইউনিয়নে আলোচনা সভা
আগামী ২৬ ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের শাহজাদপুরের ১নং কায়েমপুর ইউনিয়নের নৌকা প্রতিকের পক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত ৭টায় ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবু ইসহাক ঠান্ডু, ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেদুল হাসান রুবেল ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপুলের উদ্যোগে বনগ্রাম বলাকা সংঘ ক্লাব মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কামাল হোসেন শাহাদত মাস্টার।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক মিল্ক ভিটার ভাইস চেয়ারম্যান ও সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাভলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ১নং কায়েমপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি, বর্তমান ইউপি চেয়ারম্যান ও নৌকার প্রার্থী এসএম হাসিবুল হক হাসান, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রাজিব শেখ, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আব্দুল কাদের মিঠু, সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ।
আরো বক্তব্য রাখেন, রাসেদুল হাসান রুবেল, বীর মুক্তিযোদ্ধা ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সাহেব আলী, বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আব্দুস ছাত্তার, আহসান হাবীব সুমন, সাইমন আহমেদ চাহিল, রফিকুল ইসলাম স্বপন, সভাপতি-ইউনিয়ন যুবলীগ।
আলোচনা সভার শুরুতেই নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাসিবুল হক হাসান তার বক্তব্যে বলেন, আমি আজ আপনাদের মাঝে এসেছি, দায়িত্ব পালনের সময় কোন ভুলত্রুটি হলে ক্ষমা চাওয়ার জন্য। নৌকা মুক্তিযুদ্ধের প্রতিক, স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতিক। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার পক্ষে ভোট চান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. আব্দুল হামিদ লাভলু বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের প্রান্তিক পর্যায়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছে। তাই স্বাধীনতার সপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাসিবুল হক হাসান ভোট দিয়ে জয়যুক্ত করুন। তিনি আরও বলেন, সারাদেশের ন্যায় এই কায়েমপুর ইউনিয়নেও ব্যাপক উন্নয়ন ঘটেছে। তাই এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য সবাইকে আহ্বান জানান।
এমএসএম / জামান
কুড়িপাড়া ভূমি অফিস সেবা গ্রহিতার আতঙ্কের নাম ওমেদার দিয়ে চলে ঘুষ বানিজ্য
পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় মনোনীত প্রার্থী এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
পাইকগাছায় বাসস চেয়ারম্যান উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ
অতিরিক্ত দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার বিপাকে পড়ে মাটির চুলা ব্যবহার
নির্বাচনে কঠোর অবস্থানে পুলিশ : ডিআইজি ঢাকা রেঞ্জ
কুমিল্লা সীমান্তে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা
‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ : ত্রিশালে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম
কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান
রামুতে পুলিশের যৌথ অভিযান: ধানের বস্তায় মিলল রাইফেলের গুলি, অস্ত্র কারিগর কালু গ্রেফতার
প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান
তারাগঞ্জে মহাসড়কে যত্রতত্র আটো রিকশা, সিএনজি পার্কিং,বাড়ছে দুর্ঘটনা