ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

শাহজাদপরে ইউপি নির্বাচন

নৌকার পক্ষে কায়েমপুর ইউনিয়নে আলোচনা সভা


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৮-১২-২০২১ দুপুর ৪:২২

আগামী ২৬ ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের শাহজাদপুরের ১নং কায়েমপুর ইউনিয়নের নৌকা প্রতিকের পক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত ৭টায় ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবু ইসহাক ঠান্ডু, ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেদুল হাসান রুবেল ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপুলের উদ্যোগে বনগ্রাম বলাকা সংঘ ক্লাব মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কামাল হোসেন শাহাদত মাস্টার।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক মিল্ক ভিটার ভাইস চেয়ারম্যান ও সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাভলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ১নং কায়েমপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি, বর্তমান ইউপি চেয়ারম্যান ও নৌকার প্রার্থী এসএম হাসিবুল হক হাসান, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রাজিব শেখ, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আব্দুল কাদের মিঠু, সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ।

আরো বক্তব্য রাখেন, রাসেদুল হাসান রুবেল, বীর মুক্তিযোদ্ধা ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সাহেব আলী, বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আব্দুস ছাত্তার, আহসান হাবীব সুমন, সাইমন আহমেদ চাহিল, রফিকুল ইসলাম স্বপন, সভাপতি-ইউনিয়ন যুবলীগ।

আলোচনা সভার শুরুতেই নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাসিবুল হক হাসান তার বক্তব্যে বলেন, আমি আজ আপনাদের মাঝে এসেছি, দায়িত্ব পালনের সময় কোন ভুলত্রুটি হলে ক্ষমা চাওয়ার জন্য। নৌকা মুক্তিযুদ্ধের প্রতিক, স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতিক। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার পক্ষে ভোট চান।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. আব্দুল হামিদ লাভলু বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের প্রান্তিক পর্যায়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছে। তাই স্বাধীনতার সপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাসিবুল হক হাসান ভোট দিয়ে জয়যুক্ত করুন। তিনি আরও বলেন, সারাদেশের ন্যায় এই কায়েমপুর ইউনিয়নেও ব্যাপক উন্নয়ন ঘটেছে। তাই এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য সবাইকে আহ্বান জানান।

এমএসএম / জামান

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ