শ্রীনগরে বৃষ্টির পানিতে শত শত বীজতলা প্লাবিত
গত কয়েক দিনের টানা বৃষ্টিতে আলুর বীজ বপনকৃত জমিসহ শত শত বোরো বীজতলা প্লাবিত হয়েছে। এছাড়াও বোরো ধান চাষকে সামনে রেখে আগাম বীজতলা তৈরি করা হয়েছিল। অসময়ে হঠাৎ বৃষ্টিতে এসব ফসলি জমি সবই ডুবে যাওয়ায় দুশ্চিন্তায় দিশাহারা হয়ে পড়েছেন এখানকার কৃষকরা। হিমেল হাওয়া গায়ে মেখে কাদামাটি, পানি ও কনকনে শীত উপেক্ষা করে বীজতলাগুলো রক্ষায় শ্যালো ইঞ্জিনচালিত মেশিনের মাধ্যমে পানি নিস্কাশনের চেষ্টা করা হচ্ছে। বৃষ্টিতে আর্থিক লোকসানের পাশাপাশি হাজারো কৃষক দুর্ভোগের শিকার হচ্ছেন। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন স্থান ঘুরে এমন চিত্রই লক্ষ্য করা গেছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী এই অঞ্চলে বৃষ্টি না হলেও মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে।
দেখা যায়, বিস্তীর্ণ আড়িয়াল বিল এলাকাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চকের ফসলি জমিগুলো পানিতে ডুবে আছে। দেখে যে কারো মনে হতে পারে এখানকার খাল-বিল, ডোবা-পুকুরে জোয়ারের পানি ঢুকে পরেছে। জমিতে বপনকৃত আলুর জমিগুলোতে জলাবদ্ধাতার সৃষ্টি হয়েছে। জমিতে বীজআলু পচে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বোরো ধানের আগাম বীজতলাগুতে হাঁটুসমান পানি জমে থাকতে দেখা গেছে। বীজতলার পানি নিশ্কাশনের জন্য কৃষকরা অতিরিক্ত অর্থ ব্যয় করে মেশিন ব্যবহার করছেন।
জানা যায়, উপজেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ ও ২ হাজার ২’শত হেক্টর জমিতে আলু চাষ করার লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে কাজ শুরু করেন কৃষক। এছাড়া আগাম সবজিসহ অন্যান্য মৌসুমী ফসলের চাষাবাদ শুরু করেন এই অঞ্চলের হাজারো কৃষক। এসব ফসলি জমি প্লাবিত হওয়ায় কৃষকদের স্বপ্নভঙ্গ হতে যাচ্ছে। এই পরিস্থিতিতে আর্থিকভাবে ব্যাপক লোকসানের মুখে পরেছেন তারা। এ অবস্থায় চোখে মুখে দুশ্চিন্তার ছাঁপ নিয়ে জমির পানি নিস্কাশনের জন্য কাজ করছেন তারা।
আলুচাষিরা জানান, এবছর আলুতে শুরুতেই লোকসানে মুখে পরেছেন। এসব জমিতে পুজী খাটিয়ে পুনরায় বীজ বপন করাটা তাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। বোরো ধান চাষীরা বলেন, বীজতলাগুলো এখন হাঁটুপানির নিচে। ধানের চারা পচে যাওয়া আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন। বৃষ্টির পানি নিষ্কাশনের চেষ্টা করছেন তারা।
স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, টানা বৃষ্টির কারণে উপজেলায় প্রায় ৬০০ হেক্টর আলুর জমি নষ্ট হয়েছে। এছাড়া বিভিন্ন বীজতলায় বৃষ্টির পানি জমেছে। ফসলি জমির পানি নিস্কাশনের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসন ও কৃষি অফিস মাঠে কাজ করছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক প্রণোদনার বিষয়েও ঊর্ধ্বতনদের সাথে আলোচনা করা হবে।
এমএসএম / জামান
বিজিবির অভিযানে কুমিল্লায় ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার
আগামি নির্বাচন হবে গ্রহণযোগ্য ও ইমানদারির : নির্বাচন কমিশনার
রংপুর-৪ আসনে ধানের শীষের প্রচারণা তুঙ্গে, মাঠে যুবদল
৩৮ বছর ইমামতির পর ফুল সজ্জিত প্রাইভেট গাড়িতে ইমামের রাজকীয় বিদায়
দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি, ‘সামনেও পালাবো না,বললেন, -- ডা. শফিকুর রহমান
শেরপুরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বিএনপির প্রার্থী ডাঃ প্রিয়াঙ্কা: 'আমি শাসক বা নিয়ন্ত্রক নয়, জনগণের সেবক হিসেবে এমপি হতে চাই'
টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে ভোটের রিকশা কার্যক্রম শুরু
সারা দেশে হ্যাঁ ভোটের পক্ষে গণজোয়ার : প্রেস সচিব শফিকুল আলম
কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায়, মিছিলে সয়লাভ
ময়মনসিংহে ২২ হাজার পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত হীরা ও সহযোগী গ্রেফতার