কুষ্টিয়া কুমারখালী উপজেলার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এনামুল হক মনজু'র প্রচারণায় হামলা

কুষ্টিয়া কুমারখালী উপজেলার ৬ নং চাপড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ এনামুল হক মনজু' র প্রচারণা সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৮ ডিসেম্বর ) সন্ধ্যা ছয়টার দিকে কুষ্টিয়া কুমারখালী উপজেলার ৬ নং চাপড়া ইউনিয়নের সাওতা কারিগরপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কুষ্টিয়া কুমারখালী উপজেলার ৬ নং চাপড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ এনামুল হক মনজু' র প্রচারণায় রিকশাচালক ফয়েজ বিভিন্ন স্থানে পোস্টার লাগানোর জন্য বের হয় । সন্ধ্যা ৬ টার দিকে সাওতা কারিগর পাড়া বাজারে পৌঁছালে তাকে ৭/৮ টি মোটরসাইকেল নিয়ে ১৫/২০ জন যুবক তকে চারপাশ থেকে ঘিরে ধরে।মোটরসাইকেল থেকে নেমে চড় থাপ্পড় লাথি মারে এবং শর্ট গান দিয়ে গুলি করে হত্যার হুমকি দেয়। স্থানীয়দের সহযোগিতায় সে কোনরকম ওই স্থান থেকে পালিয়ে আসে।
রিকশাচালক ফয়েজ বলেন,
বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া কুমারখালী উপজেলার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এনামুল হক মনজু'র প্রচারণায় সাওতা কারিগর পাড়া বাজার নামক স্থানে মাইক ও পোস্টার নিয়ে পৌঁছালে আমাকে ৭/৮ টা মোটরসাইকেল নিয়ে আনুমানিক ১৫/২০ জন যুবক চড় থাপ্পড় লাথি মারে।শটগান দিয়ে গুলি করে আমাকে হত্যার হুমকি দেয়। স্থানীয়দের সহযোগিতায় আমি কোন রকম প্রাণে বেঁচে ওই স্থান পালিয়ে আসি। তাদের মোটরসাইকেলে নৌকার চেয়ারম্যান প্রার্থী মনির হাসান রিন্টুর ফ্ল্যাগ লাগানো ছিল। কয়েকজন কে আমি চিনতে পারি। তারমধ্যে একজন চাপড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি খায়রুল আলম খোকন। স্থানীয়দের মাধ্যমে জানতে পারি হামলাকারীরা সকলের যুবলীগের নেতা-কর্মী।
আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোঃ এনামুল হক মনজু বলেন,ঘটনাটি শোনার পর আমি কুমারখালী থানার ওসিকে জানিয়েছি ও নির্বাচন কমিশনারকে বিষয়টি অবহিত করি।এই ধরনের অনাকাঙ্ক্ষিত ন্যক্কারজনক ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল।আমি আশা করি অপ্রীতিকর ঘটনা আর যাতে না হয় প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন।আসলে নৌকার চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে আগে বুঝে গেছে আমার জয় কোন ভাবে তারা রুদ্ধ করতে পারবে না। এইজন্য এই ধরনের হামলা চালায় প্রতিপক্ষ।
এমএসএম / এমএসএম

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত
Link Copied