হাটহাজারীতে কৃষকদের মধ্যে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ
চট্টগ্রামের হাটহাজারীতে কৃষকদের মধ্যে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) ২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় উপজেলা কৃষি অফিস বীজ, সার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ১৪টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও দক্ষিণ পাহাড়তলী ১নং সিটি ওয়ার্ডের ৩ হাজার ৯২০ কৃষকের মধ্যে জনপ্রতি ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ এবং ৭২০ জনের মধ্যে জনপ্রতি ৫ কেজি উফশী জাতের ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। চলতি বছরে বোরো মৌসুমে উপজেলার আওতাধীন ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিগত আমন মৌসুমে ৯ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল। ইতোমধ্যে এ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।
উপজেলা কৃষি ভবন মিলনায়তে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ শাহিদুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাশেদুল আলম। প্রধান আলোচক ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. আল মামুন শিকদার। বিশেষ অতিথি ছিলেন- প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য দিদারুল আলম বাবুল ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন কুমার শীল।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ তসলিম হায়দার।
এমএসএম / জামান