বিধি ভঙ্গ করে ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন দাখিল
সরকারি বিধি ভঙ্গ করে ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইব্রাহিম খলিল মামুনের বিরুদ্ধে মনোনয়ন দাখিলের অভিযোগ উঠেছে।ইব্রাহিম খলিল মামুন সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ইব্রাহিম খলিল কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি (কমিউনিটি হেলথ সার্ভিস প্রোভাইডার) পদে ২০১৩ সাল যোগদান করেন। বর্তমানে তিনি উপজেলার ধোকরপাটি কমিউনিটি ক্লিনিকে কর্মরত আছেন।
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন, ২০১৮ এর কর্মকর্তা-কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০১৯ (খসড়া) এর ৩৮ ধারার উপধারা ২ (ক) অনুযায়ী কোন কর্মচারী রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে পারবেন না। এবং উপধারা ৫ অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীর কোন বিষয়ে হস্তক্ষেপের জন্য মন্ত্রী বা সংসদ সদস্য বা অন্য কোন সরকারি-বেসরকারি ব্যক্তির শরণাপন্ন হতে পারবে না। প্রবিধানমালার ৪৩ ধারার উপধারা ১ অনুযায়ী কমিউনিটি ক্লিনিকের কোন কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না। এবং উপধারা ৩ অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ ও প্রভাব খাটাতে পারবেন না।
ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এর জন্য নির্বাচন কমিশন থেকে প্রকাশিত পরিপত্র-২ এ প্রার্থীর অযোগ্যতা অংশে উল্লেখ আছে প্রজাতন্ত্রের কোন লাভজনক পদে সার্বক্ষণিক অধিষ্ঠিত থাকলে প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন।
নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিলেও ইব্রাহিম খলিল এখন পর্যন্ত চাকরি থেকে ইস্তফা দেননি। বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমান বলেন, যেহেতু উনি চাকরি করছেন, তাই রাজনীতিতে অংশ নিতে পারবেন না।সোনাহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ইব্রাহীম খলিল মামুন বলেন, প্রতিটি কমিউনিটি ক্লিনিকে আওয়ামী লীগ পরিবারের লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আমি ও আওয়ামী লীগের রাজনীতি করি, যেহেতু আমি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছি, আমি নির্বাচন করবো, প্রয়োজনে চাকরি ছেড়ে দিব।
উপজেলা নির্বাচন কর্মকর্তা এরশাদুল হক মিয়া বলেন, আমরা বিধিমালা পর্যালোচনা করে সিদ্ধান্ত নিব।পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আমিনুর রহমান বলেন, সিএইচসিপি পদে কর্মরতরা সরকারি তহবিল থেকে বেতন ভোগ করছেন। তাই অবশ্যই এটি লাভজনক পদ।
উল্লেখ্য, ইসি'র তফসিল অনুযায়ী ০৫ জানুয়ারি পঞ্চম ধাপে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীকাল রবিবার প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই হবে।
এমএসএম / এমএসএম
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান