ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বাউবিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১২-১২-২০২১ বিকাল ৫:৪
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 
 
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসিম বানু (প্রশাসন), অধ্যাপক ড. মাহবুবা নাসরীন (শিক্ষা), ট্রেজারার অধ্যাপক মোস্তফা কামাল আজাদ। এছাড়াও কর্মশালায় বিভিন্ন স্কুলের ডিন, পরিচালকবৃন্দ ও আঞ্চলিক কেন্দ্রের পরিচালকগণ উপস্থিত ছিলেন। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বাউবির রেজিস্ট্রার ও এপিএ টিম লিডার ড. মহা. শফিকুল আলম। 
 
কর্মশালায় প্রধান অতিথি অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, আমাদের জন সংখ্যাকে জন সম্পদে রূপান্তরে মধ্য দিয়ে রূপকল্প ২০৪১ বাস্তবায়ন সম্ভব। বাংলাদেশের মেগা প্রকল্পগুলো পূর্ণাঙ্গ বাস্তবায়িত হলে বিশ্বের উন্নত বিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হবে। এ জন্য দেশের সকল প্রতিষ্ঠানে সুশাসন ও শুদ্ধাচার বাস্তবায়ন জরুরি। এ ক্ষেত্রে দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলো অগ্রণী ভূমিকা রাখতে পারে।  
 
কর্মশালায় সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে সর্বক্ষেত্রে এপিএ বাস্তবায়নের বিকল্প নেই। এ জন্য তিনি সম্বৃদ্ধ সমাজ গড়ার প্রতি জোর দেন। পারিবারিক শিক্ষা এবং স্কুল পর্যায় থেকে সুষ্ঠু পরিবেশ ও নৈতিক আচরণের মধ্য দিয়ে এদেশে সুশাসন ও শুদ্ধাচার প্রতিষ্ঠা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।  স্কুল পর্যায়ের কোর্স কারিকুলামে পরিবর্তন আনার বিষয়েও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। 
 
এর আগে উপাচার্য সৈয়দ হুমায়ুন আখতারের নেতৃতে বাউবি ক্যাম্পাসে ‘স্বাধীনতা চিরন্তন স্মারক ভাস্কর্যে’ শহীদদের উদ্দেশ্যে পূস্পার্ঘ্য অর্পণ করেন অধ্যাপক ড. আবু মো. তাহের। পরে দুর্নীতি প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি ও কর্মপরিবেশ উন্নয়ন সম্পর্কিত বাউরির বিভিন্ন স্কুল, বিভাগ ও দপ্তরের সৃজনশীল স্লোগান প্ল্যাকার্ডে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

এমএসএম / জামান

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত