ঢাকা বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

কলাপাড়ায় বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ কেটে ইট তৈরি করছে প্রভাবশালী মহল


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ১৩-১২-২০২১ বিকাল ৫:৪২

কলাপাড়ায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ কেটে বেড়িবাঁধের মাটি নেয়া হচ্ছে প্রভাবশালী এক ইটভাটা মালিকের ভাটায়, যা ইটের কাঁচামাল হিসেবেব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। এতে আন্ধারমানিক নদীতীরবর্তী পায়রাবন্দরসংলগ্ন পাউবোর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৫০০-৬০০ ফুট স্লোভ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার বৃষ্টির মধ্যে এভাবে বেড়িবাঁধের স্লোভ কেটে মাটি সরিয়ে ফেলায় বাঁধ ধসের ‍আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র জানায়, কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রাম এলাকায় আন্ধারমানিক নদীতীরবর্তী পাউবোর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, পোল্ডার নম্বর৪৩/১বির কান্ট্রি সাইডে গড়ে তোলা হয়েছে সোহাগ ব্রিক্স নামে একটি ইটভাটা। বাঁধের রিভার সাইডে স্থাপন করা হয় নিজস্ব স’ মিল। সম্প্রতি বন্দর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি, বিএনপি নেতা নুরুল হক মুন্সী তার মালিকানাধীন এ ইটভাটার রিভার সাইড থেকে স’ মিল স্থানান্তর করে বেড়িবাঁধ ঘে‍ঁষে স্থাপন করেন শ্রমিকদের বিশ্রাম শেড। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ কেটে বেড়িবাঁধের মাটি ভাটায় ইট তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এতে মূল বাঁধের ৫০০-৬০০ ফুট স্লোভ ক্ষতিগ্রস্ত হয়েছে। এভাবে বেড়িবাঁধের স্লোভ কেটে মাটি সরিয়ে ফেলায় বর্ষায় মাটি নরম হয়ে বাঁধ ধসের আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে সোহাগ ব্রিক্সের স্বত্বাধিকারী নুরুল হক মুন্সী বলেন, বেড়িবাঁধের মাটি কাটা হয়নি। বাঁধের প্রস্থ, উচ্চতা, স্লোভ সব ঠিক আছে। তার দাবি, বাঁধঘেঁষে ব্রিক্সের স’ মিল ও ৫০ হাজার মাটি রাখা ছিল, যা সরিয়ে ফেলা হয়েছে।

পাউবোর কলাপাড়া অঞ্চলের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমার স্বস্তিক বলেন, বিষয়টি আপনার কাছ থেকে প্রথম জানলাম। আপনি আমার হোয়াটসঅ্যাপে সংশ্লিষ্ট ছবি পাঠান, যা দেখে এবং সরেজমিন গিয়ে তথ্য-প্রমাণ যাচাই করে বাঁধের স্লোভ কাটার সত্যতা পাওয়া গেলে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ধারা ১৫ অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করা হবে।

এমএসএম / জামান

পায়গ্রাম কসবায় প্রভাতী সমাজ উন্নয়ন যুব সংঘের দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাঁশখালীতে নির্বিচারে কাটছে চরের মাটি, ঝুঁকিতে বেরিবাঁধ

শান্তিগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

কম দামের ফাঁদে কৃষক, রায়গঞ্জে ভেজাল সার-কীটনাশকে ফলন বিপর্যয়ের শঙ্কা

বাঙ্গালহালিয়া বাজারে বহু বছর ধরে জরাজীর্ণ ঝুঁকিতে গুরুত্বপূর্ণ একমাত্র যাত্রী ছাউনি

কুমিল্লায় নিহত র‍্যাব সদস্যের গার্ড অব অনার দিয়ে দাফন সম্পন্ন

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ

গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান

আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক

সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা

আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা