ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

কুষ্টিয়ায় জোরপূর্বক ধর্ষণ, বিয়ের নামে প্রতারণা ও ভিকটিমকে হত‍্যাচেষ্টার অভিযোগ


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৩-১২-২০২১ বিকাল ৬:৩৩
কুষ্টিয়ায় শাফায়াত নামে এক যুবকের বিরুদ্ধে এক প্রতিবন্ধীকে জোরপূর্বক অপহরণ ও  ধর্ষণ ‍এবং বিয়ের নামে প্রতারণা ও হত‍্যাচেষ্টার অভিযোগ উঠেছে। সে মিরপুর উপজেলার নতুন সুতাইল গ্রামের নুমাজ আলীর ছেলে। সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি হলরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন ভিকটিমের কাকা। 
 
ভুক্তভোগী পরিবারের ভাষ‍্য, স্ত্রী০সন্তান থাকা সত্ত্বেও গত ৫-৬ মাসের মধ‍্যে বিভিন্ন সময় প্রতিবন্ধী নাবালিকাকে চানাচুর, লজেন্সের লোভ দেখিয়ে একাধিকবার লালসা চরিতার্থ করেছে প্রতিবেশী লম্পট শাফায়াত। পরিবারের অগোচরে চলছিল এসব। গত ১১ নভেম্বর রাত ৮টায় প্রকৃতির ডাকে সাড়া দিতে ওঠে ওই প্রতিবন্ধী। একা পেয়ে পূর্ব থেকে ওতপেতে থাকা শাফায়াতসহ অজ্ঞাতনামা ১০-১২ জন মুখোশধারী সন্ত্রাসী জোরপূর্বক অপহরণ করে ওই প্রতিবন্ধীকে জনৈক রহম আলীর গোয়ালঘরের পেছনে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় প্রতিবন্ধীর আর্তনাদ শুনে রঙ্গিলা, জরিনা, কল্পনাসহ কয়েকজন প্রতিবেশী ছুটে এসে তাকে উদ্ধার করেন ‍এবংং শাফায়াতকে হাতেনাতে ধরে ফেলেন। টর্চের আলোয় শাফায়াতের সহযোগী রোকমানকে পালিয়ে যেতে দেখতে পেয়েছেন তারা। 
 
ধর্ষনের ঘটনা ধামাচাপা দিতে ঘটনাস্থলে ছুটে আসেন অভিযুক্তের দুলাভাই হারান। বিয়ের প্রস্তাবে রাজি না হলে ভিকটিমের পরিবারকে হত‍্যা করবে মর্মে হুমকি দেয়। প্রাণভয়ে অসম বিয়ের প্রস্তাব মেনে নেয় ভিকটিমের পরিবার। গত ১২ নভেম্বর রাত ১০টায় স্থানীয় গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গের উপস্থিতিতে সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে ৭ লাখ টাকা মোহরানা ধার্যে বিনা ওয়াসিলে বিয়ে করে শাফায়াত। কিন্তু এটা ছিল নাটক। 
 
গত ১৯ নভেম্বর -২০২১ শাফায়াতের বাড়িতে প্রতিবন্ধীর দরিদ্র কৃষক ও লোকবলহীন বাবা আবের আলী মেয়েকে দেখতে যান। মেয়েকে না পেয়ে ভেঙে পড়েন তিনি। তার অভিযোগ, প্রতিবন্ধীকে অজ্ঞাত স্থানে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে শাফায়াত। ২৯ নভেম্বর মিরপুর থানা পুলিশের সহায়তায় মেয়েকে উদ্ধার করেন হতভাগ্য বাবা। ঘটনাক্রমে  প্রতিবন্ধী এখন ৪ মাসের অন্তঃসত্বা। সন্তানের পিতৃত্ব অস্বীকার করছেন শাফায়াত। স্ত্রীর ভরণ-পোষণ দিচ্ছেন না। এমনকি  ভিকটিম প্রতিবন্ধীকে একাধিকবার হত‍্যার চেষ্টা করেছে শাফায়াত। 
 
ভিকটিম ও তার পরিবারের সদস্যরা বতর্মানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। সুষ্ঠু তদন্তের মাধ‍্যমে শাফায়াত ও তার সহযোগীদের গ্রেফতারের দাবীবিজানিয়েছেন হতভাগ্য বাবা।

এমএসএম / জামান

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র‍্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২

মনোহরগঞ্জে মডেল মসজিদ বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্ভোগে মুসল্লিরা