রূপগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অনিয়ম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুঃস্থ নারী সেলাই প্রশিক্ষনার্থীদের কাছ থেকে মেশিন ক্রয়ে টাকা কেটে নেয়ার অভিযোগ ওঠেছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই কার্যালয়ের দুই নারীর সিন্ডিকেটে ভুয়া প্রশিক্ষনার্থী দেখিয়ে সরকারী অনুদানের অর্থ আত্নসাতের রয়েছে অভিযোগ।
বিশ্বস্ত সূত্র জানায়, প্রতি বছর দুঃস্থ নারী সদস্যদের সাবলম্বি করে অর্থনৈতিক সচ্চলতা আনতে সরকারের পক্ষ থেকে দেয়া হয় বিভিন্ন কাজের উপর প্রশিক্ষণ। এর আঁওতায় রয়েছে সেলাইকাজের প্রশিক্ষন দিয়ে নারীদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্য। এতোদিন বিতরন করা হতো সেলাই মেশিন। অতীতে সেলাই মেশিন বিতরনে নানা কারিগরি ত্রুটি দেখা দিলে সম্প্রতি সেলাই মেশিন বাবদ টাকা বিতরণ কর্মসূচী চালু হয়। এরই ধারাবাহিকতায় বিগত ০৪ মার্চ ২০২১ ইং থেকে ৩ মাস মেয়াদী ৩০জন প্রশিক্ষনার্থীকে জনপ্রতি ৬ হাজার টাকা সরকারী সহায়তার আশ্বাস দিয়ে ভর্তি দেখানো হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অধীনে ওই ব্যাচে মূলত ২০জন নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করেন। তবে বাকি ১০জন কারা তা অন্য প্রশিক্ষনার্থীরা জানেন না। কিংবা অফিসের কেউ তাদের পরিচয়ও জানেন না বলে রয়েছে অভিযোগ। তবে প্রশিক্ষনার্থীর তালিকায় ৩০জনের নাম রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রশিক্ষনার্থীরা জানায়, সেলাই মেশিনবাবদ ৬ হাজার টাকা আশ্বাসে তাদের প্রশিক্ষন দেয়া শুরু হয় কভিড-১৯কালীন অযুহাত দেখিয়ে ৩ মাসের স্থলে ১ মাস ক্লাস করে গত ২৫ অক্টোবর শেষ হয় প্রশিক্ষণ। আশ্বাসমতে প্রশিক্ষনার্থী প্রতি ৬ হাজার দেয়ার কথা থাকলেও তাদের কাছ থেকে কেটে রাখা হয় ৯শত টাকা করে। আবার সনদ দেয়ার কথা বলে আরো ১শত টাকা নেয়া হয় তাদের কাছ থেকে। ফলে তারা পায় ৫ হাজার টাকা মাত্র। শুধূ তাই নয়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে খুশি করতে আরো ৫ শত টাকা করে দাবী করারও রয়েছে অভিযোগ।
এমন অভিযোগকারী মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী দড়িকান্দি এলাকার জান্নাতি বলেন, আমাদের ৬ হাজার টাকা দেয়ার কথা বলে সেলাই প্রশিক্ষণে ভর্তি করায়। প্রশিক্ষন শেষে ৬ হাজার টাকার স্থলে ৫ হাজার ১শত টাকা দেয়া হয়। আবার ওই টাকা থেকে ১শত টাকা সনদ বাবদ কেটে রাখা হয়। করোনাকালীন আমার কিছু অনুপস্থিত থাকায় ম্যাডাম(উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা)কে খুশি করতে আরো ৫শত টাকা রেখে দেয় ওই অফিসের সহায়ক সুমাইয়া। এভাবে প্রতিজন প্রশিক্ষনার্থীর কাছ থেকে তাদের প্রাপ্য থেকে কমিশন রেখে নারীদের ঠকাচ্ছে। সূত্র জানায়, একই তারিখে ওই প্রশিক্ষণে অংশ নেন, মুড়াপাড়ার পাবৈ এলাকার বাসিন্দা রেশমা, সরকারপাড়ার রাজিয়া, দড়িকান্দির জান্নাতি, সামিয়া, ব্রাহ্মনগাঁও‘র মুক্তা আক্তার, রানু বেগম, নগর এলাকার পলি,
সনিয়া, চাঁদনীসহ নিয়মিত ২০জন প্রশিক্ষনার্থী। তবে রেজিষ্ট্রারে আরো কাল্পনিক ১০ জনসহ ৩০ জনের একটি প্রশিক্ষনার্থী টীম দেখানো হয়। এভাবে ২০জনের কাছ থেকে ৯শত টাকা করে ১৮ হাজার টাকা এবং ১০ জনের ৬ হাজার করে আরো ৬০ হাজার টাকা আত্নসাৎ করার রয়েছে অভিযোগ।
এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা
