ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা দেয়াল নির্মাণের অভিযোগ


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১২-২০২১ দুপুর ২:১৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ১নং দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ছালেমা ছায়েফ বালিকা উচ্চ বিদ্যালয় সংযুক্ত খেলার মাঠকে আলাদা করতে মাঝ  মাঠে প্রতিহিংসাবশত পাকা দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে আদালতে বিচারাধীন থাকায় স্থিতাবস্থার আদেশ জারি রয়েছে। কিন্তু প্রতিপক্ষরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় গত ১৮ ডিসেম্বর শনিবার সকাল থেকে দিন-দুপুরে দেয়ার নির্মাণের কাজ শুরু করেছেন।

স্থানীয় সূত্র জানায়, ১৯৩২ সালে তৎকালীন ব্রিটিশ শাসনামলে দাউদপুর মৌজার সিএস ও এসএ দাগ নং ১৭৩,১৭৪,১৭৬ তে মোট ৯৬ শতক ডিআর মধ্য বাংলা (এম ই) স্কুলের নামে দান করেন। সে সময়ের জমি দাতা ছিলেন স্থানীয় বাসিন্দা আজগর আলী গং। সময়ের ব্যবধানে স্বাধীনতা পরবর্তী ওই বিদ্যালয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে রূপান্তর হয়। তবে আরএস রেকর্ডে ওই স্কুলের জমি ৯৬ শতকের পরিবর্তে ১৩১ শতক করে নেয়। পরে স্থানীয় জমিদাতাদের মধ্য থেকে অতিরিক্ত জমি স্কুলের নয় মর্মে বিরোধ তৈরি হয়। আর ওই বিরোধের জেরে বিষয়টি মীমাংসার জন্য ছালেমা ছায়েফ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন, যার নং ৮৬/২০ এবং দেওয়ানি মামলা নং ৬৫৮/২০।

ওই মামলায় সম্প্রতি উভয়পক্ষকে স্থিতাবস্থায় থাকার আদেশ দান করে আদালত। ওই আদেশ বলে দুটি বিদ্যালয়ের মাঝ মাঠে কোনো দেয়াল করতে না পারলেও সরকারি স্কুলের বর্তমান ম্যানেজিং কমিটির লোকজন জোরপূর্বক দেয়াল নির্মাণ শুরু করেন। পরে বিষয়টি রূপগঞ্জ থানা ও উপজেলা প্রশাসনকে জানানো হলেও কোনো সুরাহা পাননি।

এসব বিষয়ে জানতে চাইলে দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির বাবু বলেন, আদালতের নিষেধাজ্ঞা আছে জেনে সংশ্লিষ্ট ঠিকাদারকে নিষেধ করেছি। কিন্তু তারা এলজিইডির আদেশ না পেলে কাজ বন্ধ করবে না বলে জানিয়ে দেয়। এতে আমার কিছু করার নেই।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান বলেন, বিষয়টি জানলাম। আদালতের আদেশ পালন করতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / প্রীতি

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন