ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা দেয়াল নির্মাণের অভিযোগ


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১২-২০২১ দুপুর ২:১৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ১নং দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ছালেমা ছায়েফ বালিকা উচ্চ বিদ্যালয় সংযুক্ত খেলার মাঠকে আলাদা করতে মাঝ  মাঠে প্রতিহিংসাবশত পাকা দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে আদালতে বিচারাধীন থাকায় স্থিতাবস্থার আদেশ জারি রয়েছে। কিন্তু প্রতিপক্ষরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় গত ১৮ ডিসেম্বর শনিবার সকাল থেকে দিন-দুপুরে দেয়ার নির্মাণের কাজ শুরু করেছেন।

স্থানীয় সূত্র জানায়, ১৯৩২ সালে তৎকালীন ব্রিটিশ শাসনামলে দাউদপুর মৌজার সিএস ও এসএ দাগ নং ১৭৩,১৭৪,১৭৬ তে মোট ৯৬ শতক ডিআর মধ্য বাংলা (এম ই) স্কুলের নামে দান করেন। সে সময়ের জমি দাতা ছিলেন স্থানীয় বাসিন্দা আজগর আলী গং। সময়ের ব্যবধানে স্বাধীনতা পরবর্তী ওই বিদ্যালয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে রূপান্তর হয়। তবে আরএস রেকর্ডে ওই স্কুলের জমি ৯৬ শতকের পরিবর্তে ১৩১ শতক করে নেয়। পরে স্থানীয় জমিদাতাদের মধ্য থেকে অতিরিক্ত জমি স্কুলের নয় মর্মে বিরোধ তৈরি হয়। আর ওই বিরোধের জেরে বিষয়টি মীমাংসার জন্য ছালেমা ছায়েফ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন, যার নং ৮৬/২০ এবং দেওয়ানি মামলা নং ৬৫৮/২০।

ওই মামলায় সম্প্রতি উভয়পক্ষকে স্থিতাবস্থায় থাকার আদেশ দান করে আদালত। ওই আদেশ বলে দুটি বিদ্যালয়ের মাঝ মাঠে কোনো দেয়াল করতে না পারলেও সরকারি স্কুলের বর্তমান ম্যানেজিং কমিটির লোকজন জোরপূর্বক দেয়াল নির্মাণ শুরু করেন। পরে বিষয়টি রূপগঞ্জ থানা ও উপজেলা প্রশাসনকে জানানো হলেও কোনো সুরাহা পাননি।

এসব বিষয়ে জানতে চাইলে দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির বাবু বলেন, আদালতের নিষেধাজ্ঞা আছে জেনে সংশ্লিষ্ট ঠিকাদারকে নিষেধ করেছি। কিন্তু তারা এলজিইডির আদেশ না পেলে কাজ বন্ধ করবে না বলে জানিয়ে দেয়। এতে আমার কিছু করার নেই।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান বলেন, বিষয়টি জানলাম। আদালতের আদেশ পালন করতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / প্রীতি

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত