আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা দেয়াল নির্মাণের অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ১নং দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ছালেমা ছায়েফ বালিকা উচ্চ বিদ্যালয় সংযুক্ত খেলার মাঠকে আলাদা করতে মাঝ মাঠে প্রতিহিংসাবশত পাকা দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে আদালতে বিচারাধীন থাকায় স্থিতাবস্থার আদেশ জারি রয়েছে। কিন্তু প্রতিপক্ষরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় গত ১৮ ডিসেম্বর শনিবার সকাল থেকে দিন-দুপুরে দেয়ার নির্মাণের কাজ শুরু করেছেন।
স্থানীয় সূত্র জানায়, ১৯৩২ সালে তৎকালীন ব্রিটিশ শাসনামলে দাউদপুর মৌজার সিএস ও এসএ দাগ নং ১৭৩,১৭৪,১৭৬ তে মোট ৯৬ শতক ডিআর মধ্য বাংলা (এম ই) স্কুলের নামে দান করেন। সে সময়ের জমি দাতা ছিলেন স্থানীয় বাসিন্দা আজগর আলী গং। সময়ের ব্যবধানে স্বাধীনতা পরবর্তী ওই বিদ্যালয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে রূপান্তর হয়। তবে আরএস রেকর্ডে ওই স্কুলের জমি ৯৬ শতকের পরিবর্তে ১৩১ শতক করে নেয়। পরে স্থানীয় জমিদাতাদের মধ্য থেকে অতিরিক্ত জমি স্কুলের নয় মর্মে বিরোধ তৈরি হয়। আর ওই বিরোধের জেরে বিষয়টি মীমাংসার জন্য ছালেমা ছায়েফ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন, যার নং ৮৬/২০ এবং দেওয়ানি মামলা নং ৬৫৮/২০।
ওই মামলায় সম্প্রতি উভয়পক্ষকে স্থিতাবস্থায় থাকার আদেশ দান করে আদালত। ওই আদেশ বলে দুটি বিদ্যালয়ের মাঝ মাঠে কোনো দেয়াল করতে না পারলেও সরকারি স্কুলের বর্তমান ম্যানেজিং কমিটির লোকজন জোরপূর্বক দেয়াল নির্মাণ শুরু করেন। পরে বিষয়টি রূপগঞ্জ থানা ও উপজেলা প্রশাসনকে জানানো হলেও কোনো সুরাহা পাননি।
এসব বিষয়ে জানতে চাইলে দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির বাবু বলেন, আদালতের নিষেধাজ্ঞা আছে জেনে সংশ্লিষ্ট ঠিকাদারকে নিষেধ করেছি। কিন্তু তারা এলজিইডির আদেশ না পেলে কাজ বন্ধ করবে না বলে জানিয়ে দেয়। এতে আমার কিছু করার নেই।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান বলেন, বিষয়টি জানলাম। আদালতের আদেশ পালন করতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / প্রীতি
বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগনের মৌলিক অধিকার নিয়ে কাজ করছেঃ ড. শফিকুল ইসলাম মাসুদ
“অদম্য নারী’ পুরস্কারপ্রাপ্ত তিন সদস্যকে চাঁপাইনবাবগঞ্জ ফেন্ডস এন্ড ফ্যামেলী সমবায় সমিতির সংবর্ধনা
নড়াইলে পাতিয়ার খালে বিষ দিয়ে মাছ ধ্বংসের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল
নড়াইল ১ আসনে ইসলামি আন্দোলনের গন সমাবেশে প্রসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী
উল্লাপাড়া রামকৃষ্ণপুরে সচিব-প্রশাসকের দায়িত্বে অবহেলার অভিযোগ
চাঁদপুরে কাভার্ড ভ্যান চাপায় যুবক নিহত, আহত ২
গাইড বই না কিনলে ফেল করানোর হুমকি
চট্টগ্রাম প্রতিদিন সম্পাদকের বাবার ইন্তেকাল, সাংবাদিক সংগঠনের শোক
মাদকবিরোধী অভিযানে কাউনিয়া থানার সাফল্য: ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক
সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন
তেঁতুলিয়ায় আজও তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে