ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

বন্ধুরা


এসএম সোলায়মান photo এসএম সোলায়মান
প্রকাশিত: ২০-১২-২০২১ দুপুর ১:৫৪

বন্ধুরা

এস. এম সোলায়মান


মনে পড়ে খুব তোমাদের কথা
ওগো মোর প্রাণের বন্ধুরা
তোমাদের বিহণে লাগে বড় একা।
ব্যথা লাগে মনে তোমাদের ভেবে
মনে পড়ে যায় স্মৃতি গুলো,
এক সাথে ঘুরে প্রেম পিরিতী করে
কতইনা মজা পেতাম বলো।
থাকতাম এক সাথে,ঘুরতাম মাঠে ঘাটে
করতাম মজা কতো,
সবই স্মৃতি আজ নেই তোমরা
একা আমি যেন ইয়াতিমের মতো।
তোমাদের লাগি মন প্রাণ কাঁদে
কিন্তু কি করি বলো,
যেখানে নেই কাজ, নেই লেখা পড়া
সেই দেশে যাই চলো।
বন্ধুরা মোরে যেওনা’ক ভুলে
সর্বদা রেখো পাশে,
মাঝে মাঝে ভাবি আর দোয়া করি
আহা, সেই দিন যেন ফিরে আসে।

এমএসএম / এমএসএম