ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

কুষ্টিয়া জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ-২০২১ অনুষ্ঠিত


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২০-১২-২০২১ বিকাল ৫:৭

" শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা" স্লোগান নিয়ে কুষ্টিয়া জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ-২০২১ অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন (পিএএমএস)। (সোমবার) ২০ ডিসেম্বর সকাল ১১ টায় কুষ্টিয়া জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে কোরআন তেলাওয়াত ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে জেলা সমাবেশের  উদ্বোধন করা হয়। জেলা সমাবেশ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ সোহেলুর রহমান। জেলা সমাবেশ অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো:আজগর আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মোঃ ইলিয়াস হোসেন,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা। সমাবেশে বক্তারা বলেন, আনাসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশের আত্মসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রেখে আসছে। শুধু তাই নয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামও আনসার বাহিনীর রয়েছে গুরুত্বপূর্ন অবদান। বাংলাদেশের যে কয়টি আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সে গুলোর মত আনাসার বাহিনীও সুসংগঠিত ও সুশৃঙ্খল।অন্যান্য বাহিনীর পাশাপাশি এই বাহিনী আজ আধুনিক, সুসজ্জিত। আগামী দিনে এই বাহিনী প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাবে।জেলা সমাবেশ-২০২১ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন দল পতিরা তাদের প্রেজেন্টেশন তুলে ধরেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার আনসার ও ভিডিপির কর্তকর্তারা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে ২৮ টি সাইকেল,৪টি সেলাই মেশিন, ১০ টা ছাতা ও প্রত্যেক জনকে শুভেচ্ছা উপহার  দেওয়া হয়। জেলা সমাবেশ অনুষ্ঠানের সঞ্চালনা করেন হামিদা পারভিন।

এমএসএম / এমএসএম

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র‍্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২

মনোহরগঞ্জে মডেল মসজিদ বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্ভোগে মুসল্লিরা