ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

বগুড়ার শেরপুরে অর্জিত হয়নি সরিষা চাষের লক্ষ্যমাত্রা


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১-১২-২০২১ দুপুর ২:৩১
বর্তমান বাজারে ভোজ্য তেল ও খৈলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় পরও বগুড়ার শেরপুর  উপজেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে কম পরিমাণ জমিতে সরিষার চাষ হয়েছে। লক্ষ্যমাত্রার তুলনায় এ  বছর প্রায় ৯০০হেক্টর কম জমিতে সরিষার আবাদ করেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবং বর্তমান দর সরিষা কাটার পর থাকলে অনেক লাভবান হতে পারবেন তারা।
 
রাণীনগর উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, গত বছর উপজেলায় প্রায় দুই হাজার ৫শত  হেক্টর জমিতে সরিষা চাষ করেছিলেন কৃষকরা। কিন্তু এবছর তা কমে ১ হাজার ৬শত হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। চলতি মৌসুমে কৃষকরা জমিতে বারি সরিষা-৯,১৪,১৫ ও  ১৭ এবং টরি-৭সহ বিভিন্ন জাতের সরিষা চাষ করেছেন। শীত মৌসুমে আবহাওয়া ও সরিষা চাষে উপযোগি মাটি হওয়ায় এবং ভোজ্য তেল ও খৈলের দাম বৃদ্ধি পাওয়ার পরও এ বছর সরিষা চাষ লোপ পেয়েছে শুধু বন্যা না হওয়ার করণে এমন্টাই জানিয়েছেন স্থানীয় কৃষকরা।কর্মকর্তারা বলছেন, সরিষা চাষে যে পরিমানে জৈব  ও রাসায়নিক সার ব্যবহার করা হয়, তাতে সরিষা কেটে ইরি ধান চাষ করতে তেমন খরচ হয়না। ফলে সরিষা চাষের খরচেই প্রায় ইরি ধান চাষ করা যায়। এছাড়া সরিষা চাষে জমির মাটিও খুব উর্বর থাকে তাই ধানের ফলনও ভাল হয়।
 
জানা যায়, এ বছর ২ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তার বিপরীতে অর্জিত হয়েছে ১হাজার ৬০০ হেক্টর জমিতে সরিষা আবাদ। কারণ হিসেবে যায় গত বছর বন্যায় ধান নষ্ট হয়ে যাওয়ায় কৃষকেরা সরিষার চাষ বেশি করেছিল। এ বছর বন্যা হয়নি তাই সরিষার পরিবর্তে ভুট্টার আবাদ এর দিকে ঝুঁকেছে কৃষক। জেলার খানপুর ইউনিয়নের সালফা শিবলী বোয়ালকান্দি চৌবাড়ীয়া স্বল্লা পাড়া নল বাড়িয়া গজারিয়া তালপুকুরিয়া সহ প্রায় সব এলাকাতেই কমবেশি সরিষার আবাদ হয়েছে। খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর নলডিংগি পাড়া ঘোড়দৌড় মাগুরার তাইড়। গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী কাপুর ও রণবীর বালা সহ দশটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে সরিষা আবাদ করছে কৃষকরা।
 
এ প্রসঙ্গে উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিস সূত্রে জানা যায়  উপজেলার প্রায় সব ইউনিয়নে কমবেশি সরিষার আবাদ করা হয় তবে খানপুর খামারকান্দি সুঘাট,মির্জাপুর ও গাড়িদহ ইউনিয়নে সরিষার আবাদ বেশি হয়। এবছর বন্যা না থাকায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি তবে বিভিন্ন জাতের সরিষা আবাদের জন্য কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে যাতে অল্প সময়ে কৃষকরা বেশি লাভবান হতে পারে। 

এমএসএম / প্রীতি

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা