ঢাকা বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

সুনামগঞ্জে ভুল অ্যান্টিবায়োটিক প্রয়োগে শিশুর মৃত্যু


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৬-২০২১ দুপুর ৪:১২

সুনামগঞ্জে বেসরকারি জেনারেল হাসপাতালে ডা. এনামুল হকের ভুল অ্যান্টিবায়োটিক প্রয়োগের ফলে পাঁচ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুন) সকালে শিশুটি মারা যায়। শিশুটি শহরের নতুন পাড়ার লিটন দেবের সন্তান।

জানা গেছে, গত ৯ জুন সুনামগঞ্জের নতুনপাড়াস্থ লিটন দেবের গর্ভবর্তী স্ত্রী জ্যোতি রানী দেবকে শহরের কাজির পয়েন্টস্থ বেসরকারি জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় ২০৩ নম্বর কেবিনে ভর্তি করা হয়। ওই দিন সিজারের মাধ্যমে স্বাভাবিক অবস্থায় জ্যোতি রানী দেব এক ছেলেসন্তানের জন্ম দেন। শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পর গত দুদিন তার স্বাভাবিক অবস্থা থাকলেও সুনামগঞ্জ জেলা সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. এনামুল হক সরকারী হাসপাতালের পাশাপাশি এই বেসরকারি জেনারেল হাসপাতালেও গত ১১ জুন থেকে ওই নবজাতকের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। কিন্ত আজ ভুল অ্যান্টিবায়োটিক প্রয়োগের ফলে শিশুটি মারা গেলে তার স্বজনরা হাসপাতালে এসে নার্সের অফিসে কিছুটা ভাংচুর চালালে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই রুপক বাবু, নিহত শিশুর জ্যেঠু রিপন দেব, ব্যবসায়ী মো. ফারুক আহমদ, নুর জালাল মন্টি প্রমুখ। 

এ ব্যাপারে নিহত শিশুটির জ্যেঠু (চাচা) রিপন দেব জানান, আমার ভাতিজা গত দুদিন স্বাভাবিক ছিল কিন্তু ডা. এনামুল হকের ভুল অ্যান্টিবায়োটিক প্রয়োগের ফলে শিশুটি মারা যায়। এভাবে শহরের আরো কয়েকটি শিশু এনামুল হকের ভুল চিকিৎসায় মারা গেছে বলে দাবি করেন তিনি। তিনি ডা. এনামুল হকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

এ ব্যাপারে তেঘরিয়া এলাকার বাসিন্দা নুর জালাল মন্টি বলেন, তার একজন শিশু স্বজনকে নিয়ে এই জেনারেল হাসপাতালে ‍এলে এই ডা. এনামুল হকের ভুল ইনজেকশনের কারণে শিশুটি মুত্যুর মুখে পতিত হলে শেষ পর্যন্ত অন্য আরেকজন ডাক্তারের পরামর্শে অক্সিজেন দিয়ে শিশুটিকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর অনেক টাকা খরচ করে তাকে বাঁচাতে হয়েছে। তিনি বলেন, এই ডা. এনামুল হক জেলা সদর হাসপাতালের একজন সরকারি চিকিৎসক। কিন্তু তিনি জেনারেল হাসপাতালে এসে রোগীদের ইনজেকশন দিয়ে, মেডিসিন দিয়ে আবারো সরকারি হাসপাতালে আসা-যাওয়াই তার কাজ। ফলে তার ভুল চিকিৎসায় ইতোমধ্যে বেশ কয়েকটি শিশু মারাও গেছে।

এ ব্যাপারে সুনামগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ জানান, এই ডা. এনামুল হকের ভুল চিকিৎসার কারণে শহরের অনেক নবজাতক শিশু মারা গেছে এবং অনেক শিশু অসুস্থ হয়ে পরবর্তীতে সিলেট নিয়ে গিয়ে শিশুর অভিভাবকরা অনেক টাকা-পয়সা খরচ করে সুস্থ করতে হয়েছে। ডা. এনামুল হকের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান তিনি।

 এ ব্যাপারে অভিযুক্ত ডা. এনামুল হকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনাটি অস্বীকার করে বলেন, তিনি এখন সিলেটে আছেন। তার বাচ্ছা অসুস্থ। পরে কথা বলবেন বলে ফোনের লাইন কেটে দেন। 

এ ব্যাপারে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিনের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এমএসএম / জামান

তৃণমূলের দাবিতে মুখর কুমিল্লা বিএনপি, ইয়াছিনের পক্ষে অবস্থান কর্মসূচি

সিংড়ায় সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রহমতপুরে যুবদলের বিক্ষোভ

কুমিল্লা নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে রাজপথে সমমনা ৮দলের অবস্থান

নেত্রকোণার দুর্গাপুরে নাশকতার অভিযোগে আ লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নরসিংদী জেলা প্রশাসনের অফিস সহায়কসহ ৩৯টি পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ

নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্টের পর্দা উঠলো

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্দ্বীপে বিএনপির প্রতিবাদ সভা

শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ ও কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস দিলেন শিল্পপতি আবুল কালাম

ভূরুঙ্গামারীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ক্রীড়া বিষয়ক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও সেমিনার অনুষ্ঠিত

দোহাজারী পিডিবির বিতর্কিত আবাসিক প্রকৌশলী মেহেদী হাসানকে বদলি

আদমদীঘিতে রোপা আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা