জানালার মেয়ে

জানালার মেয়ে
এস.এম. সোলায়মান
মেয়ে জানালার মেয়ে
কি দেখো এ পানে,
দেখোনা এভাবে ভেসে যাবো
প্রেম সাগরের বাণে।
প্রতিটি বিকালে থাকো বসে
উত্তরের জানালায়,
দেখতে দেখতে হচ্ছি বন্দি তোমার ভালবাসায়।
পর্দা ঢাকা জানালা
রাখো একটু ফাকা,
যেখান থেকে চাঁদমুখ তোমার
সম্পূর্ন যায় দেখা।
মাঝে মাঝে চোখ পড়ে যায়
তোমার মায়াবী চোখে,
ভালবাসি বলি ভাবি
কে আমাকে রোখে।
মাঝে মাঝে দেখে ফেলে
তোমার পরিবারের লোক,
ভয় কিসের দেখবো তোমায়
যা হবে তা হোক।
জানি আমি যোগ্য নোই
তোমার ভালবাসার,
জানি স্বপ্ন ভেঙে যাবে
আমার ভালবাসার।
এমএসএম / এমএসএম

বৃষ্টি ভালোবাসো!

নিষ্ফল ডায়েট

মুখোশ

অনিকেত জীবনের গল্প

আজ ২২শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস

আসছে আরফান হোসাইন রাফির প্রথম কাব্যগ্রন্থ: ‘সুদিন ফিরে আসছে’

বহুরূপী

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানিক লাল ঘোষের একগুচ্ছ কবিতা

একুশ ও আমরা

মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া

অপূর্ব চৌধুরী'র নতুন বই

সাহায্যের হাত বাড়াই

কেমুসাস সাহিত্য পুরস্কার পেলেন সব্যসাচী লেখক মীর লিয়াকত আলী
Link Copied