ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

জানালার মেয়ে


এসএম সোলায়মান photo এসএম সোলায়মান
প্রকাশিত: ২২-১২-২০২১ দুপুর ১:৫৩

জানালার মেয়ে

এস.এম. সোলায়মান


মেয়ে জানালার মেয়ে
কি দেখো এ পানে,
দেখোনা এভাবে ভেসে যাবো
প্রেম সাগরের বাণে।
প্রতিটি বিকালে থাকো বসে
উত্তরের জানালায়,
দেখতে দেখতে হচ্ছি বন্দি তোমার ভালবাসায়।
পর্দা ঢাকা জানালা
রাখো একটু ফাকা,
যেখান থেকে চাঁদমুখ তোমার
সম্পূর্ন যায় দেখা।
মাঝে মাঝে চোখ পড়ে যায়
তোমার মায়াবী চোখে,
ভালবাসি বলি ভাবি
কে আমাকে রোখে।
মাঝে মাঝে দেখে ফেলে
তোমার পরিবারের লোক,
ভয় কিসের দেখবো তোমায়
যা হবে তা হোক।
জানি আমি যোগ্য নোই
তোমার ভালবাসার,
জানি স্বপ্ন ভেঙে যাবে
আমার ভালবাসার।

এমএসএম / এমএসএম