ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

আমার কবিতা আমার গান


এসএম সোলায়মান photo এসএম সোলায়মান
প্রকাশিত: ২৩-১২-২০২১ বিকাল ৫:১৬

আমার কবিতা আমার গান
এস.এম. সোলায়মান


তোমায় পেয়েছি,পেয়েছি সব
হয়েছি আমি কবি,
শিল্পী নোই তবুও নিশিদিন
আঁকি তোমার ছবি।
রঙ তুলি নেই আমার
আঁকি প্রেমের রঙে,
কাগজ খাতা নেই আমার
আঁকি রিদয় জুড়ে।
কবিতা লিখি তোমার জন্য
প্রেমের ছন্দ দিয়ে,
আমার কবিতা আমার গান
সবই তোমায় নিয়ে।
কবিতার মাঝে খুজে দেখো
পাবে আমার ছবি,
আমার কবিতা আমার সব
তুমিই সোনাপাখি।

এমএসএম / এমএসএম