ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল

আক্কেলপুরে কাশিড়া উচ্চ বিদ্যালয়ে ২৬ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৭-১২-২০২১ দুপুর ৩:৩০

জয়পুরহাট জেলাধীন আক্কেলপুর উপজেলার কাশিড়া উচ্চ বিদ্যালয়ের তিনটি পদে নিযোগকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ২৬ লক্ষ টাকায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে একটি পোস্ট ভাইরাল হয়। কাশিড়া-Kashira Viral Group  নামক ফেসকবুক গ্রুপে পাশা ভাই নামের এক ব্যক্তি গত বুধবার ছয় জন ব্যক্তির নাম প্রকাশ করে ২৬ লক্ষ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ এনে পোষ্টটি করে এবং জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাইদ আল মাহমুদ স্বপনকে বিষয়টি খতিয়ে দেখতে অনুরোধ জানায়।   

পোস্টে দেখা যায়, ‘কাশিড়া উচ্চ বিদ্যালয়ে নিয়োগ চলছে অফিস সহকারী, আয়া ও  নাইট গার্ড এই তিনটি পদে।  আমাদের হুইপ আল মাহমুদ স্বপন(এমপি) সাহেব নিজে সেখানে বলেছেন,যারা এইসব পদে চাকুরি করবেন তাদের কাছে থেকে কোন রকম ঘুষ বা হাদিয়া নেওয়া না হয়! আমাদের এলাকায় বহু বেকার গরিব শিক্ষিত ছেলে-মেয়ে রয়েছে তাদেরকে এ চাকুরি দিয়ে সাহায্য করুন,তাদের সংসারও সচ্ছল ভাবে চলুক! এটাই এমপি সাহেবের উদ্দোগ। কিন্তু আমাদের কাশিড়া এলাকায় কিছুু বিবেকহীন চ্যালা-চামুন্দা, গয়েন্দা দুর্নীতিবাজ রয়েছে যারা গরিবের হক-রিজিক মেরে নিজের পকেট ভরানোর ধান্দায় থাকে এরা সমাজের শয়তান,আজকে তাদের ভাইরাল করে জনগনের সামনে মুখোস খুলে দিতে চাই! দুর্নীতিবাজদের নাম: ১. সিদ্দিকুর রহমান(স্কুলের প্রধান শিক্ষক) ২. বিপ্লব সাখিদার(স্কুলের সভাপতি) ৩. মখলেছার রহমান(সাবেক মেম্বার+ স্কুল সভাপতি) ৪. শাহবল আলম( তুখর নেতা) ৫. আবু হাসান ৬. জনাব আব্দুল। ঘুষের টাকার পরিমাণ: ১.অফিস সহকারীর জন্য-১৩ লক্ষ টাকা,২.আয়া এর জন্য-৭ লক্ষ টাকা ৩. নাইট গার্ডের জন্য-৬ লক্ষ টাকা। মোট ২৬ লক্ষ টাকা। এমপি সাহেবের নাম দিয়ে এইসব দুর্নীতি চালাচ্ছে তারা! গোপনে পাওয়া এ তথ্যে কোন ভুল নেই ! এইসব দুর্নীতিবাজদের আইনের আওতায় নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আল্ মাহমুদ স্বপন এমপিকে! এদরে ধরতে পারলেন অনেক বড় রাঘব  বোয়াল ধরা পরবে!’ 

তিনটি পদে বিদ্যালয়ে মোট ২৫ জন প্রার্থী আবেদন আবেদন করেছে ও নিয়োগ পরীক্ষা ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। 

এ নিয়োগের বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মন্ডলের ছেলে আনোয়ার জাহিদ মুক্তিযোদ্ধা কোটা নীতিমালা ছাড়াই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন করা সুনির্দিষ্ট ৩ জন প্রার্থী যারা নির্বাচিত হবে তাদের নাম দিয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়ে প্রেসক্লাবের নিকট একটি অনুলিপি দেয়। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, নিয়োগ বিষয়ে আনা অভিযোগ ভিত্তিহীন ও নিয়োগ বিজ্ঞপ্তি  বিধি মোতাবেক প্রকাশ করা হয়েছে।

বিদ্যালয়ের সভাপতি বিপ্লব সাখিদার ও অনান্য সদস্যরাও অভিযোগটিকে ভিত্তিহীন বলে জানিয়েছে।

মাধ্যমিক শিক্ষা অফিসার মকবুল হোসেন বলেন, অভিযোগের বিষয়ে আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সভাপতি ও ডিজি মহোদ্বয়ের প্রতিনিধির সাথে কথা বলব।  

এমএসএম / জামান

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর

শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত

ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত

লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে বেদে ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ